ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে চেক জালিয়াতি মামলার এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার(২৮ আগস্ট ২০২৫) ভোরে আশরাফুল ইসলাম বাদলকে গ্রেপ্তার করে সকাল ১০টায় আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। তিনি বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সে উপজেলার কালিদাস গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। এলাকায় তার নামে একাধিক জালিয়াতি দলবাজির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।
পুলিশ সূত্রে জানা যায়, ওই বিএনপি নেতা আশরাফুল ইসলাম বাদল চেক জালিয়াতি মামলায় সাজা প্রাপ্ত আসামি। ওয়ারেন্ট হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু সঙ্গে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করলে কল রিসিভ না করায় বক্তব্য নেয় যায়নি।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভূইয়া বলেন, আশরাফুল ইসলাম বাদলকে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে । বৃহস্পতিবার(২৮ আগস্ট ২০২৫) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
টাঙ্গাইলের সখীপুরে চেক জালিয়াতি মামলার এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার(২৮ আগস্ট ২০২৫) ভোরে আশরাফুল ইসলাম বাদলকে গ্রেপ্তার করে সকাল ১০টায় আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। তিনি বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সে উপজেলার কালিদাস গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। এলাকায় তার নামে একাধিক জালিয়াতি দলবাজির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।
পুলিশ সূত্রে জানা যায়, ওই বিএনপি নেতা আশরাফুল ইসলাম বাদল চেক জালিয়াতি মামলায় সাজা প্রাপ্ত আসামি। ওয়ারেন্ট হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু সঙ্গে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করলে কল রিসিভ না করায় বক্তব্য নেয় যায়নি।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভূইয়া বলেন, আশরাফুল ইসলাম বাদলকে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে । বৃহস্পতিবার(২৮ আগস্ট ২০২৫) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।