ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় একটি রিভলবার ও গুলি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. নুরুল হুদা এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৩৪/৩-এস হতে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলানদীর ব্রিজ এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ভারতীয় তৈরি একটি রিভলবার (মূল্য ৬০,০০০ টাকা) এবং ছয় রাউন্ড গুলি (মূল্য ১,২০০ টাকা)।
বিজিবি জানায়, আটককৃত অস্ত্র ও গুলি মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় একটি রিভলবার ও গুলি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. নুরুল হুদা এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৩৪/৩-এস হতে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলানদীর ব্রিজ এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ভারতীয় তৈরি একটি রিভলবার (মূল্য ৬০,০০০ টাকা) এবং ছয় রাউন্ড গুলি (মূল্য ১,২০০ টাকা)।
বিজিবি জানায়, আটককৃত অস্ত্র ও গুলি মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে