ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বসতবাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণ, ৩৪ ভরি রূপা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার, ময়নাল। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত (১৮ আগস্ট) ভোরে ঘাটাইল উপজেলার চকপাকুটিয়া গ্রামে অমর বনিকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলের একটি সদস্য প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা ও মোবাইল ফোনসহ ৬ লাখ ৪১ হাজার ৮শ’ টাকার মালামাল লুট করে। পরে তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন বিষয়টি টের পেলে ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
এ ঘটনার পর ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত (২৪ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মন্ডলকে প্রথমে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আদালতে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বসতবাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণ, ৩৪ ভরি রূপা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার, ময়নাল। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত (১৮ আগস্ট) ভোরে ঘাটাইল উপজেলার চকপাকুটিয়া গ্রামে অমর বনিকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলের একটি সদস্য প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা ও মোবাইল ফোনসহ ৬ লাখ ৪১ হাজার ৮শ’ টাকার মালামাল লুট করে। পরে তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন বিষয়টি টের পেলে ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
এ ঘটনার পর ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত (২৪ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মন্ডলকে প্রথমে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আদালতে