ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরপুর গ্রামের আক্কাস শেখের পরিত্যক্ত ঘর থেকে রঙ মিস্ত্রির উজ্জ্বল মোল্লার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি প্রায়ই আক্কাস শেখের পরিত্যক্ত বাড়িতে মাদক সেবন ও রাত যাপন করতেন।
পাঁচ-ছয় দিন ধরে উজ্জ্বলের খোঁজ মেলেনি। শুক্রবার আক্কাস শেখ বাড়িতে গেলে ঘরে লাশ দেখতে পান এবং চিৎকার করে মাটি হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন এবং পুলিশকে খবর দেন।
ভাঙ্গা সার্কেল এএসপি আসিফ ইকবাল বলেন, “পচা গলা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর নিশ্চিতভাবে জানা যাবে।”
তিনি আরও জানান, “উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণে তাঁর মৃত্যু হয়েছে।”
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরপুর গ্রামের আক্কাস শেখের পরিত্যক্ত ঘর থেকে রঙ মিস্ত্রির উজ্জ্বল মোল্লার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি প্রায়ই আক্কাস শেখের পরিত্যক্ত বাড়িতে মাদক সেবন ও রাত যাপন করতেন।
পাঁচ-ছয় দিন ধরে উজ্জ্বলের খোঁজ মেলেনি। শুক্রবার আক্কাস শেখ বাড়িতে গেলে ঘরে লাশ দেখতে পান এবং চিৎকার করে মাটি হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন এবং পুলিশকে খবর দেন।
ভাঙ্গা সার্কেল এএসপি আসিফ ইকবাল বলেন, “পচা গলা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর নিশ্চিতভাবে জানা যাবে।”
তিনি আরও জানান, “উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণে তাঁর মৃত্যু হয়েছে।”