কক্সবাজারের বহুল আলোচিত বাঁকখালী নদীতে সব ধরনের অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হবে, তবে আদালতের রায় যাচাইয়ের পর। ইতোমধ্যে বহু অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, বাকি স্থাপনাগুলো চিহ্নিতের কাজও চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে সাবেক এই সেনা কর্মকর্তা এ কথা বলেন। এর আগে তিনি বাঁকখালী নদী দূষণ ও দখলমুক্তকরণ সংক্রান্ত সভায় অংশ নেন।
সভায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক প্রশ্নে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত বলেন, ‘নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া এখন আর আন্তঃরাষ্ট্রীয় ঘটনা বলা যাবে না, কারণ এগুলো সংঘটিত করছে একটি বিশেষ গোষ্ঠী। তারা জেলেদের টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবির টহল আরো জোরদার করতে হবে।’ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছে বলেও তিনি জানান।
প্রেস ব্রিফিং শেষে উপদেষ্টা বাঁকখালী নদীর রাবার ড্রাম প্রকল্প ঘুরে দেখেন।
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
কক্সবাজারের বহুল আলোচিত বাঁকখালী নদীতে সব ধরনের অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হবে, তবে আদালতের রায় যাচাইয়ের পর। ইতোমধ্যে বহু অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, বাকি স্থাপনাগুলো চিহ্নিতের কাজও চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে সাবেক এই সেনা কর্মকর্তা এ কথা বলেন। এর আগে তিনি বাঁকখালী নদী দূষণ ও দখলমুক্তকরণ সংক্রান্ত সভায় অংশ নেন।
সভায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক প্রশ্নে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত বলেন, ‘নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া এখন আর আন্তঃরাষ্ট্রীয় ঘটনা বলা যাবে না, কারণ এগুলো সংঘটিত করছে একটি বিশেষ গোষ্ঠী। তারা জেলেদের টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবির টহল আরো জোরদার করতে হবে।’ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছে বলেও তিনি জানান।
প্রেস ব্রিফিং শেষে উপদেষ্টা বাঁকখালী নদীর রাবার ড্রাম প্রকল্প ঘুরে দেখেন।