ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও পলিটেকনিক এর এক সাবেক শিক্ষার্থী কর্তৃক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়েটের স্বাধীনতা চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ করে। পরে মশাল হাতে শিক্ষার্থীরা চুয়েটের প্রধান ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রায় আধা ঘন্টার বেশি বিক্ষোভ করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে দিতে দেখা যায়। সড়কের দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। সড়কে সংক্ষিপ্ত এক সমাবেশ করে শিক্ষার্থীরা বলেন, ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশে আমাদের ভাইদের ওপর পুলিশি বর্বরোচিত হামলা করেছে, পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তালিম আমাদের এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি। অবিলম্বে আমাদের সব দাবি মেনে নেওয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও পলিটেকনিক এর এক সাবেক শিক্ষার্থী কর্তৃক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়েটের স্বাধীনতা চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ করে। পরে মশাল হাতে শিক্ষার্থীরা চুয়েটের প্রধান ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রায় আধা ঘন্টার বেশি বিক্ষোভ করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে দিতে দেখা যায়। সড়কের দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। সড়কে সংক্ষিপ্ত এক সমাবেশ করে শিক্ষার্থীরা বলেন, ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশে আমাদের ভাইদের ওপর পুলিশি বর্বরোচিত হামলা করেছে, পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তালিম আমাদের এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক দাবি। অবিলম্বে আমাদের সব দাবি মেনে নেওয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।