ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নোয়াখালীর বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত ডাকাত আমিনুল ইসলামকে (২৫) সোনাইমুড়ী থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম নারায়নগঞ্জের আড়াই হাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া ভূঁইয়া বাড়ির বাতেন ভূঁইয়ার ছেলে। এই সময় পুলিশ তার কাছ থেকে একটি হাতঘড়ি, বেসলাইট, দুটি মোবাইল ফোন, একটি টি-শার্ট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম জানান, নোয়াখালী, সোনাইমুড়ী ও বেগমগঞ্জে কয়েকটি ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ার পর ভিডিও ফুটেজ দেখে সোনাইমুড়ী থানা পুলিশ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ডাকাত আমিনুলকে সনাক্ত করে। পরবর্তীতে পুলিশের বিভিন্ন সংস্থার সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত বৃহস্পতিবার রাতে ডাকাত আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোনাইমুড়ীতে ২টি, বেগমগঞ্জে ২টি ও কুমিল্লা এলাকায় ১টি সহ মোট ৫টি ডাকাতির ঘটনার সাথে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আমিনুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
নোয়াখালীর বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত ডাকাত আমিনুল ইসলামকে (২৫) সোনাইমুড়ী থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম নারায়নগঞ্জের আড়াই হাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া ভূঁইয়া বাড়ির বাতেন ভূঁইয়ার ছেলে। এই সময় পুলিশ তার কাছ থেকে একটি হাতঘড়ি, বেসলাইট, দুটি মোবাইল ফোন, একটি টি-শার্ট ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম জানান, নোয়াখালী, সোনাইমুড়ী ও বেগমগঞ্জে কয়েকটি ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ার পর ভিডিও ফুটেজ দেখে সোনাইমুড়ী থানা পুলিশ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ডাকাত আমিনুলকে সনাক্ত করে। পরবর্তীতে পুলিশের বিভিন্ন সংস্থার সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত বৃহস্পতিবার রাতে ডাকাত আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোনাইমুড়ীতে ২টি, বেগমগঞ্জে ২টি ও কুমিল্লা এলাকায় ১টি সহ মোট ৫টি ডাকাতির ঘটনার সাথে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আমিনুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।