ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৩৫) এর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ৭ জনে। গত ২২ আগষ্ট রাতে বিষ্ফোরণে দুই পরিবারের ৯ জন দগ্ধ হলে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া মুড়ি ফ্যাক্টরির গলির টিনশেড বাসায় বিস্ফোরণের ঘটনায় সর্বপ্রথম চিকিৎসাধীন অবস্থায় শিশু রাইয়ানের মৃত্যু হয়। গতকাল শুক্রবার মৃত্যু হয় আসমা বেগমের। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরের চকবদন গ্রামে যাওয়া হচ্ছে। মেয়ে তিশার কবরের পাশে আসমাকে দাফন করা হয়েছে। এর আগে রাইয়ানের বাবা হাসান গাজী, মা সালমা বেগম, চার বছরের বোন জান্নাত, নানী তাহেরা বেগম এবং ভাগ্নি তিশার মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন শিশু আরাফাত হোসেনের বাবা তানজিল হোসেন জানায়, তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আমার স্ত্রী আসমা বেগম এবং আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করছি।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৩৫) এর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ৭ জনে। গত ২২ আগষ্ট রাতে বিষ্ফোরণে দুই পরিবারের ৯ জন দগ্ধ হলে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া মুড়ি ফ্যাক্টরির গলির টিনশেড বাসায় বিস্ফোরণের ঘটনায় সর্বপ্রথম চিকিৎসাধীন অবস্থায় শিশু রাইয়ানের মৃত্যু হয়। গতকাল শুক্রবার মৃত্যু হয় আসমা বেগমের। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরের চকবদন গ্রামে যাওয়া হচ্ছে। মেয়ে তিশার কবরের পাশে আসমাকে দাফন করা হয়েছে। এর আগে রাইয়ানের বাবা হাসান গাজী, মা সালমা বেগম, চার বছরের বোন জান্নাত, নানী তাহেরা বেগম এবং ভাগ্নি তিশার মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন শিশু আরাফাত হোসেনের বাবা তানজিল হোসেন জানায়, তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আমার স্ত্রী আসমা বেগম এবং আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করছি।