ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সাবেক সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর দোকানঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পাশাপাশি দোকানঘর দখলেরও চেষ্টা চালানো হয়। ঘটনার বিচার চেয়ে রোববার সকালে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। এর আগে (২৫ আগষ্ট) সোমবার দুপুরে সদর উপজেলার নয়ারচর-আদর্শ গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মজিবর বেপারী একই গ্রামের বাসিন্দা ও তার স্ত্রী আম্বিয়া বেগম সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়ন পরিষদের ৭-৮-৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মজিবর বেপারী ও তার স্ত্রী আম্বিয়া বেগম জানান, নয়চর-আর্দশগ্রামে একটি জমি ক্রয়-বিক্রয় নিয়ে দ্বন্দ্ব হয় একই গ্রামের রিয়াদ আকনের। এ নিয়ে আম্বিয়া বেগম মামলা করলে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। আদালতের নিষেধাজ্ঞার নির্দেশ উপেক্ষা করে সোমবার (২৫ আগষ্ট) দুপুরে বিয়াদ আকন দলবল নিয়ে মজিবর বেপারীর মুদি দোকানে ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ ওঠে। একই সাথে লুটপাটও করা হয়।
ঘটনার একটি ভিডিও ধারণ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। যদিও ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত রিয়াদ আকন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের।
ক্ষতিগ্রস্থ মজিবর বেপারী বলেন, ‘আমাদের দোকানের জমি জোরপূর্বক দখল করতে চায় রিয়াদ আকন। বাধা দিতে আমাদের হত্যারও হুমকি দেয় তারা। অথচ এই দোকানদারি করে আমাদের সংসার চলে। দোকানপাট ভাংচুর করে লুটপাট করেছে রিয়াদ ও তার লোকজন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ ব্যাপারে রিয়াদ আকন বলেন, ‘আম্বিয়া বেগমের কাছ থেকে আমি জমি ক্রয় করলেও মালিকানা বুঝিয়ে দিচ্ছে না সে। সোমবার আমার ক্রয়কৃত জমি দখলে গেলে আম্বিমার লোকজন আমার ওপর হামলা চালিয়েছে। আম্বিরার স্বামীর দোকানপাট আমরা কেউ ভাংচুর বা লুটপাট করিনি। ভাবমূর্তি ক্ষুন্ন করতেই আমাদের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছেন তারা।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ‘দোকানপাট ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ৩১ আগস্ট ২০২৫
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সাবেক সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর দোকানঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পাশাপাশি দোকানঘর দখলেরও চেষ্টা চালানো হয়। ঘটনার বিচার চেয়ে রোববার সকালে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। এর আগে (২৫ আগষ্ট) সোমবার দুপুরে সদর উপজেলার নয়ারচর-আদর্শ গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মজিবর বেপারী একই গ্রামের বাসিন্দা ও তার স্ত্রী আম্বিয়া বেগম সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়ন পরিষদের ৭-৮-৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মজিবর বেপারী ও তার স্ত্রী আম্বিয়া বেগম জানান, নয়চর-আর্দশগ্রামে একটি জমি ক্রয়-বিক্রয় নিয়ে দ্বন্দ্ব হয় একই গ্রামের রিয়াদ আকনের। এ নিয়ে আম্বিয়া বেগম মামলা করলে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। আদালতের নিষেধাজ্ঞার নির্দেশ উপেক্ষা করে সোমবার (২৫ আগষ্ট) দুপুরে বিয়াদ আকন দলবল নিয়ে মজিবর বেপারীর মুদি দোকানে ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ ওঠে। একই সাথে লুটপাটও করা হয়।
ঘটনার একটি ভিডিও ধারণ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। যদিও ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে অভিযুক্ত রিয়াদ আকন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের।
ক্ষতিগ্রস্থ মজিবর বেপারী বলেন, ‘আমাদের দোকানের জমি জোরপূর্বক দখল করতে চায় রিয়াদ আকন। বাধা দিতে আমাদের হত্যারও হুমকি দেয় তারা। অথচ এই দোকানদারি করে আমাদের সংসার চলে। দোকানপাট ভাংচুর করে লুটপাট করেছে রিয়াদ ও তার লোকজন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ ব্যাপারে রিয়াদ আকন বলেন, ‘আম্বিয়া বেগমের কাছ থেকে আমি জমি ক্রয় করলেও মালিকানা বুঝিয়ে দিচ্ছে না সে। সোমবার আমার ক্রয়কৃত জমি দখলে গেলে আম্বিমার লোকজন আমার ওপর হামলা চালিয়েছে। আম্বিরার স্বামীর দোকানপাট আমরা কেউ ভাংচুর বা লুটপাট করিনি। ভাবমূর্তি ক্ষুন্ন করতেই আমাদের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছেন তারা।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ‘দোকানপাট ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’