ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে আঞ্চলিক মহাসড়কে ও ডিভাইডারে পাট শুকানো হচ্ছে। যত্রতত্র পাট শুকানোর কারণে সড়কে চলাচলকারী যানবাহনের চাকায় পাট পেঁচিয়ে ঘটছে দূর্ঘটনা। প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কোন ভ্রুক্ষেপ নেই। তবে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
চলছে পাটের আঁশ ছাড়ানো ও রোদে শুকানো মৌসুম। চাষিরা পাটের আঁশ ছাড়িয়ে গ্রামীণ সড়ক এমনকি আঞ্চলিক মহাসড়ক ও সড়ক ডিভাইডারে পাট শুকাচ্ছেন। এতে সড়কপথে চলাচলকারী যানবাহন চলাচলের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে মারাত্মক ঝুঁকি। সড়কে চলাচলকারী যানবাহনের চাকা ও হ্যান্ডেলে পাটের আঁশ পেঁচিয়ে ঘটছে দূর্ঘটনা। তবুও থামছে না পাট শুকানো।
অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সড়ক বিভাগ একেবারই উদাসীন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেহেরপুর— কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ককের গাংনী শহরের কাথুলি মোড়, চোখতোলা, তেরাইল বামন্দী মোড়ে ডিভাইডারে ও ছাতিয়ান বাসস্ট্যান্ডে রাস্তার উপর পাট শুকানো হচ্ছে। তাছাড়াও কাজিপুর— হাটবোয়ালিয়া, গাংনী হাটবোয়ালিয়া ও গাংনী কাথুলি সড়কের উপর পাট শুকানো হচ্ছে। এতে যান চলাচলে নানা ধরনের সমস্যা হচ্ছে। ঘটছে দূর্ঘটনা।
গাংনীর মালসাদহের পাখিভ্যান চালক ওয়াসিম জানান, পাটের আঁশে ভ্যানের চাকা পেঁচিয়ে বেশ কয়েকবার চাকা জ্যাম হয়ে উল্টে যায়। অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।
জোড়পুকরিয়া বাজারের ভ্যান চালক রশিদ জানান, গেল শনিবার সকালে গাংনী বাজারের কাথুলী মোড়ে ডিভাইডারে শুকাতে দেয়া পাটের আঁশ জড়িয়ে ভ্যান উল্টে গিয়ে ৫ জন আহত হয়। পাটচাষিরা দেদারছে পাট শুকাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা কোন পদক্ষেপ নেন না।
পাট চাষিরা জানান, পাট শুকানোর পর্যাপ্ত জায়গা না থাকায় তারা রাস্তা ও ডিভাইডার ব্যবহার করছেন।
কয়েকজন চাষি জানান, পাকা রাস্তায় তাড়াতাড়ি পাট শুকিয়ে যায়। তাই রাস্তা ব্যবহার করছেন তারা। তবে দূর্ঘটনা বিষয়ে দুঃখ প্রকাশ করেন চাষিরা। অনেক চাষি রাস্তায় আর পাট শুকাবেন না বলেও প্রতিশ্রুতি দেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ৩১ আগস্ট ২০২৫
মেহেরপুরের গাংনীতে আঞ্চলিক মহাসড়কে ও ডিভাইডারে পাট শুকানো হচ্ছে। যত্রতত্র পাট শুকানোর কারণে সড়কে চলাচলকারী যানবাহনের চাকায় পাট পেঁচিয়ে ঘটছে দূর্ঘটনা। প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কোন ভ্রুক্ষেপ নেই। তবে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
চলছে পাটের আঁশ ছাড়ানো ও রোদে শুকানো মৌসুম। চাষিরা পাটের আঁশ ছাড়িয়ে গ্রামীণ সড়ক এমনকি আঞ্চলিক মহাসড়ক ও সড়ক ডিভাইডারে পাট শুকাচ্ছেন। এতে সড়কপথে চলাচলকারী যানবাহন চলাচলের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে মারাত্মক ঝুঁকি। সড়কে চলাচলকারী যানবাহনের চাকা ও হ্যান্ডেলে পাটের আঁশ পেঁচিয়ে ঘটছে দূর্ঘটনা। তবুও থামছে না পাট শুকানো।
অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সড়ক বিভাগ একেবারই উদাসীন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেহেরপুর— কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ককের গাংনী শহরের কাথুলি মোড়, চোখতোলা, তেরাইল বামন্দী মোড়ে ডিভাইডারে ও ছাতিয়ান বাসস্ট্যান্ডে রাস্তার উপর পাট শুকানো হচ্ছে। তাছাড়াও কাজিপুর— হাটবোয়ালিয়া, গাংনী হাটবোয়ালিয়া ও গাংনী কাথুলি সড়কের উপর পাট শুকানো হচ্ছে। এতে যান চলাচলে নানা ধরনের সমস্যা হচ্ছে। ঘটছে দূর্ঘটনা।
গাংনীর মালসাদহের পাখিভ্যান চালক ওয়াসিম জানান, পাটের আঁশে ভ্যানের চাকা পেঁচিয়ে বেশ কয়েকবার চাকা জ্যাম হয়ে উল্টে যায়। অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।
জোড়পুকরিয়া বাজারের ভ্যান চালক রশিদ জানান, গেল শনিবার সকালে গাংনী বাজারের কাথুলী মোড়ে ডিভাইডারে শুকাতে দেয়া পাটের আঁশ জড়িয়ে ভ্যান উল্টে গিয়ে ৫ জন আহত হয়। পাটচাষিরা দেদারছে পাট শুকাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা কোন পদক্ষেপ নেন না।
পাট চাষিরা জানান, পাট শুকানোর পর্যাপ্ত জায়গা না থাকায় তারা রাস্তা ও ডিভাইডার ব্যবহার করছেন।
কয়েকজন চাষি জানান, পাকা রাস্তায় তাড়াতাড়ি পাট শুকিয়ে যায়। তাই রাস্তা ব্যবহার করছেন তারা। তবে দূর্ঘটনা বিষয়ে দুঃখ প্রকাশ করেন চাষিরা। অনেক চাষি রাস্তায় আর পাট শুকাবেন না বলেও প্রতিশ্রুতি দেন।