ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক গুম বিরোধী দিবস পালন করেছেন মানবাধিকার সংগঠন অধিকার । গতকাল শনিবার পৌর শহরের লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অধিকার লক্ষ্মীপুরের ফোকাল পার্সন মাসুদুর রহমান খান ভুট্টু। গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ বিভিন্ন লোকজন আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে গুম হয়েছেন। দীর্ঘ ১০-১২ বছর অতিবাহিত হলেও গুম হওয়া ব্যক্তিদের কোন সন্ধান মেলেনি। তাদের পথ চেয়ে রয়েছে পরিবারের সদস্যরা। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধনে লক্ষ্মীপুরে গুমের শিকার বিএনপি নেতা ওমর ফারূক, যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, বিএনপি নেতা বেলাল হোসেন, রাজু ও আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। এসময় গুমের শিকার ব্যক্তিদের সন্ধানের দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। একই সাথে গুমের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিও জানান।
ওমর ফারূকের স্ত্রী পারভীন আক্তার বলেন, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি আমার স্বামীকে চট্রগ্রামের পতেঙ্গা থেকে এক আত্মীয়ের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়? এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম স্বাধীন বলেন, আমার বাবাকে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নিয়ে যাওয়া হলেও কোন বাহিনীর কাছে তার সন্ধান পাইনি। ৫ আগস্টের পর গুমের শিকার অনেকে আয়না ঘর থেকে ছাড়া পেয়েছে। আমরা আশার আলো দেখেছি, হয়তো আমার বাবাসহ অন্য গুমের শিকার লোকজনেরও হদিস পাওয়া যাবে। তাই গত এক বছর ধরে আন্দোলন করে আসছি। কিন্তু সন্ধান পাইনি। এ সরকারের কাছে আমাদের দাবি আমার বাবা মৃত না জীবিত, সে সন্ধান যাতে দেওয়া হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ৩১ আগস্ট ২০২৫
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক গুম বিরোধী দিবস পালন করেছেন মানবাধিকার সংগঠন অধিকার । গতকাল শনিবার পৌর শহরের লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অধিকার লক্ষ্মীপুরের ফোকাল পার্সন মাসুদুর রহমান খান ভুট্টু। গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ বিভিন্ন লোকজন আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে গুম হয়েছেন। দীর্ঘ ১০-১২ বছর অতিবাহিত হলেও গুম হওয়া ব্যক্তিদের কোন সন্ধান মেলেনি। তাদের পথ চেয়ে রয়েছে পরিবারের সদস্যরা। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধনে লক্ষ্মীপুরে গুমের শিকার বিএনপি নেতা ওমর ফারূক, যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল, বিএনপি নেতা বেলাল হোসেন, রাজু ও আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। এসময় গুমের শিকার ব্যক্তিদের সন্ধানের দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। একই সাথে গুমের ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিও জানান।
ওমর ফারূকের স্ত্রী পারভীন আক্তার বলেন, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি আমার স্বামীকে চট্রগ্রামের পতেঙ্গা থেকে এক আত্মীয়ের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়? এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম স্বাধীন বলেন, আমার বাবাকে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নিয়ে যাওয়া হলেও কোন বাহিনীর কাছে তার সন্ধান পাইনি। ৫ আগস্টের পর গুমের শিকার অনেকে আয়না ঘর থেকে ছাড়া পেয়েছে। আমরা আশার আলো দেখেছি, হয়তো আমার বাবাসহ অন্য গুমের শিকার লোকজনেরও হদিস পাওয়া যাবে। তাই গত এক বছর ধরে আন্দোলন করে আসছি। কিন্তু সন্ধান পাইনি। এ সরকারের কাছে আমাদের দাবি আমার বাবা মৃত না জীবিত, সে সন্ধান যাতে দেওয়া হয়।