সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গণঅধিকার নেতাকর্মীরা -সংবাদ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর প্রসাশনের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল শনিবার রাত ৮ টার দিকে মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রধানের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মোগরাপাড়া চৌরাস্তায় একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেইনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ প্রদর্শণ করতে থাকে। এসময় মহাসড়কের ঢাকামূখী লেইনে তীব্র যানজটের সৃস্টি হয়। প্রায় ঘন্টাখানেক ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে যানজটটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে মেঘনা সেতু অতিক্রম করে গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত চলে যায়।
এতে করে ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, সেনাবাহিনী ও পুলিশ মিলে গণঅধিকার পরিষদের প্রধান নূরুল হক নূরসহ দলীয় নেতাকর্মীদের উপর যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে তার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
এই হামলার বিচার না হলে এবং আবারো যদি নেতাকর্মীদের উপর হামলা করা হয় তাহলে মহাসড়ক অবরোধসহ আরো কঠোর আন্দোলন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব আবু সিদ্দিক, জেলা কমিটির অর্থ সম্পাদক রিফাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক সিফাত, সোনারগাঁ সরকারি কলেজ শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিশাদ হোসেন সাকিবসহ নেতাকর্মীরা। পরবর্তিতে রাত সাড়ে ৮ টার দিকে কাঁচপুর হাইওয়ে পুলিশ গিয়ে নেতাকর্মীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানি জানান, মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গণঅধিকার নেতাকর্মীরা -সংবাদ
রোববার, ৩১ আগস্ট ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর প্রসাশনের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল শনিবার রাত ৮ টার দিকে মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রধানের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মোগরাপাড়া চৌরাস্তায় একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেইনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ প্রদর্শণ করতে থাকে। এসময় মহাসড়কের ঢাকামূখী লেইনে তীব্র যানজটের সৃস্টি হয়। প্রায় ঘন্টাখানেক ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে যানজটটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে মেঘনা সেতু অতিক্রম করে গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত চলে যায়।
এতে করে ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, সেনাবাহিনী ও পুলিশ মিলে গণঅধিকার পরিষদের প্রধান নূরুল হক নূরসহ দলীয় নেতাকর্মীদের উপর যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে তার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
এই হামলার বিচার না হলে এবং আবারো যদি নেতাকর্মীদের উপর হামলা করা হয় তাহলে মহাসড়ক অবরোধসহ আরো কঠোর আন্দোলন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব আবু সিদ্দিক, জেলা কমিটির অর্থ সম্পাদক রিফাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক সিফাত, সোনারগাঁ সরকারি কলেজ শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিশাদ হোসেন সাকিবসহ নেতাকর্মীরা। পরবর্তিতে রাত সাড়ে ৮ টার দিকে কাঁচপুর হাইওয়ে পুলিশ গিয়ে নেতাকর্মীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানি জানান, মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।