২, ১৬৯টি পদে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পিএসসির
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করেছে সরকার। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এর বিধি ৮ এর আলোকে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে রোববার,(৩১ আগস্ট ২০২৫) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ কমিটি প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকে নিয়োগ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বাকি ছয় জনকে সদস্য ও এক জনকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়), ডিপিইর অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিদ্যালয়-২), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সরকারি কর্ম কমিশনের একজন প্রতিনিধি। আর সদস্যসচিব হলেন ডিপিইর পরিচালক (পলিসি ও অপারেশন)।
২, ১৬৯টি পদে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি:
একই দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার পিএসসি থেকে দুই হাজার ১৬৯টি পদে প্রধান শিক্ষক নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এ গ্রেড নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা সর্ম্পকে বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষা পদ্ধতি সর্ম্পকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়োগের পরীক্ষা লিখিত টাইপের হবে। ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) থাকবে। লিখিত পরীক্ষার পাসের সর্বনিম্ন নম্বর ৫০ শতাংশ।
এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ১০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
২, ১৬৯টি পদে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পিএসসির
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ৩১ আগস্ট ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করেছে সরকার। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এর বিধি ৮ এর আলোকে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে রোববার,(৩১ আগস্ট ২০২৫) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ কমিটি প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকে নিয়োগ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বাকি ছয় জনকে সদস্য ও এক জনকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়), ডিপিইর অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিদ্যালয়-২), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সরকারি কর্ম কমিশনের একজন প্রতিনিধি। আর সদস্যসচিব হলেন ডিপিইর পরিচালক (পলিসি ও অপারেশন)।
২, ১৬৯টি পদে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি:
একই দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার পিএসসি থেকে দুই হাজার ১৬৯টি পদে প্রধান শিক্ষক নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এ গ্রেড নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা সর্ম্পকে বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষা পদ্ধতি সর্ম্পকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়োগের পরীক্ষা লিখিত টাইপের হবে। ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) থাকবে। লিখিত পরীক্ষার পাসের সর্বনিম্ন নম্বর ৫০ শতাংশ।
এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ১০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।