খুলনার খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার রাত সোয়া ৮টার দিকে স্থানীয় লোকজন সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লবণচরা ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় শনাক্ত করা হয়। উদ্ধারকালে তাঁর পরনে ছিল নীল গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। মরদেহের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই স্থানে পিবিআই, সিআইডি, র্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে আলামত সংগ্রহ করেন।
খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক জানিয়েছেন, ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। তিনি খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য।
সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও অর্থকষ্টে ভুগছিলেন।
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
খুলনার খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার রাত সোয়া ৮টার দিকে স্থানীয় লোকজন সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লবণচরা ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় শনাক্ত করা হয়। উদ্ধারকালে তাঁর পরনে ছিল নীল গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। মরদেহের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই স্থানে পিবিআই, সিআইডি, র্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে আলামত সংগ্রহ করেন।
খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক জানিয়েছেন, ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। তিনি খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য।
সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও অর্থকষ্টে ভুগছিলেন।