alt

সারাদেশ

ভারতীয় ভ্যারিয়েন্ট : সতর্ক বার্তা জনস্বাস্থ্যবিদদের

সংবাদ অনলাইন ডেস্ক : রোববার, ০৯ মে ২০২১

শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্তদের ভর্তি করা হয়। সংক্রমণ আশঙ্কা নিয়েও সতর্ক নয় সাধারণ মানুষ -সংবাদ

বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্বাস্থ্য ব্যবস্থায় সংশ্লিষ্ট সব মহলে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ সংক্রান্ত বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। মানুষের মৃত্যুও অস্বাভাবিক বেড়ে যেতে পারে। এ অবস্থা থেকে মুক্ত থাকতে এই মুহূর্তেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা এবং ভারত থেকে বাংলাদেশে লোক চলাচল সম্পূর্ণ বন্ধ করার পাশাপাশি সীমান্ত এলাকায় কঠোর নজরদারি আরোপ করতে হবে বলে বিশেষজ্ঞরা জানান।

সম্প্রতি ভারতে করোনার একাধিক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এতে সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নতুন আতংক সৃষ্টি হয়েছে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত সংক্রমিত করে এবং তাতে আক্রান্তরা দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে ভারত থেকে খবর পাওয়া যায়। অক্টোবরে এই ভ্যারিয়েন্ট শনাক্তের সময় ভারতে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। এখন বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনার ভারতীয় ধরনটির সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

এ প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশেও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরইমধ্যে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশেও ছড়িয়ে পড়ার খবর জানায় স্বাস্থ্য বিভাগ।

গত ৮ মে ভারত থেকে ফিরে আসা দুই বাংলাদেশির শরীরে প্রথম করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। আরও চারজনের নমুনার সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল পাওয়া গেছে। তবে শনাক্ত হওয়া ভারতীয় ভ্যারিয়েন্ট দুটি অধিক সংক্রামক বা প্রাণঘাতী নয় বলেও মনে করছেন অণুজীব বিজ্ঞানীরা। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে তারা উদ্বিগ্ন।

এদিকে বাংলাদেশে যাতে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। গত ২৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রোববার (৯ মে) সরকার সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে। তবে জরুরি পণ্যবাহী যানবাহনের যাতায়াত অব্যাহত রয়েছে। এছাড়াও ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা ভারতে বাংলাদেশি দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারছেন।

এখন বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে কতটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এটা প্রতিরোধের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এ ব্যাপারে সংবাদ কথা বলেছে তিনজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে। তারা করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধ করতে এই মুহূর্তেই সরকারকে কঠোর অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছেন।

ডা. আবু জামিল ফয়সাল বলেন, ‘ভারতীয় ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে গভীর সংকট তৈরি হবে। পুরো পরিস্থিতি চরম বিপজ্জনক হয়ে পড়বে। পুরো স্বাস্থ্য ব্যবস্থাই ভেঙে পড়তে পারে। সে অবস্থা যাতে না হয় সেজন্য আমাদের কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। প্রথমত করোনার জন্য যে স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে তা কঠোরভাবে পালন করতে হবে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধিতে অবশ্য পালনীয় সব নিয়মÑ মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সব বলা আছে। একই সঙ্গে ভারত থেকে কারও বাংলাদেশে প্রবেশ বন্ধ করতে হবে। এই পুরো প্রক্রিয়া কঠোরভাবে মনিটর করতে হবে। তবেই সম্ভব হয়ে ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পাওয়া।’

ডা. বেনজির আহমদ বলেন, ‘বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে এটা অত্যন্ত আশঙ্কার বিষয়। ভারতে এ করোনাভাইরাস ব্যাপকভাবে সংক্রমণ এবং প্রাণঘাতী হয়েছে। সে অবস্থা আমাদের দেশেও হতে পারে। যদি বাংলাদেশে ভারতের মতো অবস্থা সৃষ্টি হয় তবে তা চরম বিপদ ডেকে আনবে, আমাদের পক্ষে সামাল দেয়া সম্ভব হবে না।’

‘এখন আমাদের যে কাজটি অত্যন্ত দ্রুত এবং সঠিকভাবে করতে হবে তা হলো, ভারতের সঙ্গে সব সীমান্ত বন্ধ করে দেয়া, যা ইতোমধ্যে করা হয়েছে কিন্তু তা কতটা ঠিকভাবে হচ্ছে তা মনিটর করতে হবে। কোনভাবেই কেউ যাতে ঢুকতে না পারে এবং কোন কারণে কেউ ঢুকলে তাকে অবশ্যই ১৪ দিন আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে হবে। এতে কোন শৈথিল্য দেখানো যাবে না। সীমান্তবর্তী যেসব জেলায় ভারত থেকে গোপনে লোক চলাচল হতে পারে সেসব এলাকায় কঠোর লকডাউন জারি করতে হবে।’

‘অন্যদিকে হাসপাতালে চিকিৎসার সব ব্যবস্থা, আইসিইউ এবং অক্সিজেন প্রস্তুত রাখতে হবে, যাতে আক্রান্তকে পর্যাপ্ত চিকিৎসা দেয়া সম্ভব হয়। তার চেয়ে বড় কথা দেশের স্বার্থে, নিজের স্বার্থে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করার মনমানসিকতা সৃষ্টি করতে হবে,’ সতর্ক করেন ডা. বেনজির।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘ভারতীয় ভ্যারিয়েন্ট অনেক দ্রুত ছড়ায় এবং বেশি প্রাণঘাতী। যদি সে ভ্যারিয়েন্ট বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পরে তবে চরম বিপদ নেমে আসবে। সেটা সামাল দেয়া আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় সামাল দেয়া সম্ভব নয় বলেই সবাই মনে করেন। ফলে ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে পড়তে না পারে তার চেষ্টা একদিকে সরকার অন্যদিকে দেশের মানুষকে ঐকবদ্ধভাবে চেষ্টা করতে হবে। এর কোন বিকল্প নেই।’

‘এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পেতে আমাদের কী ব্যবস্থা নেয়া দরকার। এর উত্তর হচ্ছে, আমাদের অবশ্যই ভারত থেকে লোকজনের আসা বন্ধ করতে হবে। যেসব এলাকায় ভারত থেকে লোজনের আসা-যাওয়া বেশি সেসব এলাকায় জরিপ করতে হবে। কোন রোগী পাওয়া গেলে সম্পূর্ণ লকডাউন করতে হবে। অন্যদিতে দেশের সব মানুষকে টিকা দেয়া এবং চিকিৎসা ব্যবস্থা জোরদার করতে হবে। তবেই ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পাওয়া সম্ভব হতে পারে,’ বলেন ডা. লেলিন।

শরণখোলার রেঞ্জে মাছ ধরার সময় পাঁচ জেলে আটক

নারায়ণগঞ্জ শহরে গরম কমাতে ‘তাপকর্ম পরিকল্পনা’

ছবি

কক্সবাজারে জামায়াত নেতার হামলা, বিএনপি নেতা নিহত

ছবি

শায়েস্তাগঞ্জ ও অলিপুরে উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা, উদ্বোধন হলো পুলিশ বক্স

ছবি

বিনা বিচারে ৩০ বছর, অবশেষে মুক্তি পেলেন কানু মিয়া

ছবি

ঐতিহাসিক ভবন ভাঙা ঠেকাতে প্রত্নতত্ত্ব বিভাগের চিঠি

ছবি

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ নেই ১০ বছর

মহেশপুর আদালত চত্বরে জাল কোর্টফিতে সয়লাব

কমলগঞ্জে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

মোহনগঞ্জে হারিয়ে গেছে দেশি জাতের ধান

নবাবগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ ভেটেরিনারি হাসপাতালে ১১ পদের মধ্যে ৮ পদেই কেউ নেই

রংপুর চেম্বারের নির্বাচন সম্পন্ন

ছবি

৭ বছর আগের সেই মর্মান্তিক ঘটনায় চোখের জলে বুক ভাসান স্বজনরা

চাঁদপুরে অপরাধে জড়িত সন্দেহে আটক ২২

তারাগঞ্জে চাষিদের বীজ, সার ও অর্থ বিতরণ

ছবি

হরিপুর-চিলমারী সেতুর উদ্বোধন ২ আগস্ট

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলমাকান্দায় আলোচনা সভা

বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

ভিডব্লিউবি কার্ডধারীদের কাছে ট্যাক্সের নামে টাকা আদায়

ছবি

দশমিনায় বাড়ির আঙিনায় বস্তায় আদা চাষে সাফল্য

কাঁঠালিয়ায় জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চিতলমারীতে মাদক বিক্রেতা গ্রেপ্তার

ছবি

বারবার প্রতিশ্রুতির পরও পাকাকরণ হয়নি সড়ক

পাঁচবিবি উপজেলা প্রশাসন ভবন উদ্বোধন

মা হত্যার দায়ে পুত্রের আমৃত্যু কারাদণ্ড

ছবি

মাদারগঞ্জে স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু পুনর্নির্মাণ

শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর হৃদয় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন দুই বন্ধু গ্রেপ্তার

ভুক্তভোগী দুই নারীকে হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ছবি

বড়াল নদীতে মাছ ধরার উৎসব

স্বজনদের আপত্তির মুখে লাশ উত্তোলন না করেই ফিরে গেল পিবিআই টিম

মোরেলগঞ্জে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে জখম

ছবি

চাঁদাবাজি বন্ধে বিএনপির সমাবেশ

অটোরিকশা চালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

খাগড়াছড়িতে এনসিপির নেতানেত্রীর পাল্টাপাল্টি জিডি

ছবি

দোয়ারাবাজারে সেতু না থাকায় বাঁশের সাঁকোতে পারাপার

tab

সারাদেশ

ভারতীয় ভ্যারিয়েন্ট : সতর্ক বার্তা জনস্বাস্থ্যবিদদের

সংবাদ অনলাইন ডেস্ক

শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্তদের ভর্তি করা হয়। সংক্রমণ আশঙ্কা নিয়েও সতর্ক নয় সাধারণ মানুষ -সংবাদ

রোববার, ০৯ মে ২০২১

বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্বাস্থ্য ব্যবস্থায় সংশ্লিষ্ট সব মহলে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ সংক্রান্ত বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। মানুষের মৃত্যুও অস্বাভাবিক বেড়ে যেতে পারে। এ অবস্থা থেকে মুক্ত থাকতে এই মুহূর্তেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা এবং ভারত থেকে বাংলাদেশে লোক চলাচল সম্পূর্ণ বন্ধ করার পাশাপাশি সীমান্ত এলাকায় কঠোর নজরদারি আরোপ করতে হবে বলে বিশেষজ্ঞরা জানান।

সম্প্রতি ভারতে করোনার একাধিক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এতে সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নতুন আতংক সৃষ্টি হয়েছে। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত সংক্রমিত করে এবং তাতে আক্রান্তরা দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে ভারত থেকে খবর পাওয়া যায়। অক্টোবরে এই ভ্যারিয়েন্ট শনাক্তের সময় ভারতে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। এখন বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনার ভারতীয় ধরনটির সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

এ প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশেও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরইমধ্যে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশেও ছড়িয়ে পড়ার খবর জানায় স্বাস্থ্য বিভাগ।

গত ৮ মে ভারত থেকে ফিরে আসা দুই বাংলাদেশির শরীরে প্রথম করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। আরও চারজনের নমুনার সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল পাওয়া গেছে। তবে শনাক্ত হওয়া ভারতীয় ভ্যারিয়েন্ট দুটি অধিক সংক্রামক বা প্রাণঘাতী নয় বলেও মনে করছেন অণুজীব বিজ্ঞানীরা। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে তারা উদ্বিগ্ন।

এদিকে বাংলাদেশে যাতে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। গত ২৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রোববার (৯ মে) সরকার সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে। তবে জরুরি পণ্যবাহী যানবাহনের যাতায়াত অব্যাহত রয়েছে। এছাড়াও ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা ভারতে বাংলাদেশি দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারছেন।

এখন বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে কতটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এটা প্রতিরোধের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এ ব্যাপারে সংবাদ কথা বলেছে তিনজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে। তারা করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধ করতে এই মুহূর্তেই সরকারকে কঠোর অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছেন।

ডা. আবু জামিল ফয়সাল বলেন, ‘ভারতীয় ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে গভীর সংকট তৈরি হবে। পুরো পরিস্থিতি চরম বিপজ্জনক হয়ে পড়বে। পুরো স্বাস্থ্য ব্যবস্থাই ভেঙে পড়তে পারে। সে অবস্থা যাতে না হয় সেজন্য আমাদের কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। প্রথমত করোনার জন্য যে স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে তা কঠোরভাবে পালন করতে হবে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধিতে অবশ্য পালনীয় সব নিয়মÑ মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সব বলা আছে। একই সঙ্গে ভারত থেকে কারও বাংলাদেশে প্রবেশ বন্ধ করতে হবে। এই পুরো প্রক্রিয়া কঠোরভাবে মনিটর করতে হবে। তবেই সম্ভব হয়ে ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পাওয়া।’

ডা. বেনজির আহমদ বলেন, ‘বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে এটা অত্যন্ত আশঙ্কার বিষয়। ভারতে এ করোনাভাইরাস ব্যাপকভাবে সংক্রমণ এবং প্রাণঘাতী হয়েছে। সে অবস্থা আমাদের দেশেও হতে পারে। যদি বাংলাদেশে ভারতের মতো অবস্থা সৃষ্টি হয় তবে তা চরম বিপদ ডেকে আনবে, আমাদের পক্ষে সামাল দেয়া সম্ভব হবে না।’

‘এখন আমাদের যে কাজটি অত্যন্ত দ্রুত এবং সঠিকভাবে করতে হবে তা হলো, ভারতের সঙ্গে সব সীমান্ত বন্ধ করে দেয়া, যা ইতোমধ্যে করা হয়েছে কিন্তু তা কতটা ঠিকভাবে হচ্ছে তা মনিটর করতে হবে। কোনভাবেই কেউ যাতে ঢুকতে না পারে এবং কোন কারণে কেউ ঢুকলে তাকে অবশ্যই ১৪ দিন আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে হবে। এতে কোন শৈথিল্য দেখানো যাবে না। সীমান্তবর্তী যেসব জেলায় ভারত থেকে গোপনে লোক চলাচল হতে পারে সেসব এলাকায় কঠোর লকডাউন জারি করতে হবে।’

‘অন্যদিকে হাসপাতালে চিকিৎসার সব ব্যবস্থা, আইসিইউ এবং অক্সিজেন প্রস্তুত রাখতে হবে, যাতে আক্রান্তকে পর্যাপ্ত চিকিৎসা দেয়া সম্ভব হয়। তার চেয়ে বড় কথা দেশের স্বার্থে, নিজের স্বার্থে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করার মনমানসিকতা সৃষ্টি করতে হবে,’ সতর্ক করেন ডা. বেনজির।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘ভারতীয় ভ্যারিয়েন্ট অনেক দ্রুত ছড়ায় এবং বেশি প্রাণঘাতী। যদি সে ভ্যারিয়েন্ট বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পরে তবে চরম বিপদ নেমে আসবে। সেটা সামাল দেয়া আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় সামাল দেয়া সম্ভব নয় বলেই সবাই মনে করেন। ফলে ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে পড়তে না পারে তার চেষ্টা একদিকে সরকার অন্যদিকে দেশের মানুষকে ঐকবদ্ধভাবে চেষ্টা করতে হবে। এর কোন বিকল্প নেই।’

‘এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পেতে আমাদের কী ব্যবস্থা নেয়া দরকার। এর উত্তর হচ্ছে, আমাদের অবশ্যই ভারত থেকে লোকজনের আসা বন্ধ করতে হবে। যেসব এলাকায় ভারত থেকে লোজনের আসা-যাওয়া বেশি সেসব এলাকায় জরিপ করতে হবে। কোন রোগী পাওয়া গেলে সম্পূর্ণ লকডাউন করতে হবে। অন্যদিতে দেশের সব মানুষকে টিকা দেয়া এবং চিকিৎসা ব্যবস্থা জোরদার করতে হবে। তবেই ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে রক্ষা পাওয়া সম্ভব হতে পারে,’ বলেন ডা. লেলিন।

back to top