alt

সারাদেশ

জব্দ-জরিমানার পরও সংকট কাটছে না ভোজ্যতেলে

সংবাদ অনলাইন ডেস্ক : শুক্রবার, ১৩ মে ২০২২

সরকার ভোজ্যতেলের দর ঠিক করে দেয়ার পাঁচ দিনেও বাজারে সংকট কাটেনি। দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শুক্রবার (১৩ মে) চট্টগ্রাম ও নোয়াখালীতে ৪ হাজার ৫৫০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে। পাবনায় প্রায় এক লাখ লিটার সয়াবিন উদ্ধার করা হয়, পরে তা ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। ফরিদপুরে মজুদ করা ও বেশি দামে তেল বিক্রির অভিযোগে দুটি দোকানে জরিমানাসহ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গেছে, এখনও দেশের অনেক স্থানে ক্রেতারা বাজারে ও অলিগলির দোকানে নির্ধারিত মূল্যে সয়াবিন তেল পাননি। কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশের অভিযানে গুদাম থেকে বেরিয়ে আসছে ব্যবসায়ীদের মজুদ করা হাজার হাজার লিটার তেল।

নোয়াখালীতে ২ হাজার ৩৫০ লিটার তেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা : নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, জেলার বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা ভোজ্যতেল বাজারে বেশি মূল্যে বিক্রির আশায় মজুদ করা ২ হাজার ৩৫০ লিটার তেল জব্দ করেছে। ঘটনায় এনএস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও নিউ ভাই ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করে। জব্দকৃত তেলগুলো সাধারণ ক্রেতাদের মাঝে খুচরামূল্যে বিক্রি করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

তিনি জানান, ভোজ্যতেলের বাজার তদারকি, নিয়ন্ত্রণের লক্ষ্যে সকাল থেকে চৌমুহনীর বিভিন্ন স্থানে ভোজ্যতেল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, ‘বাজারে তেলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।’

চট্টগ্রামে দুই হাজার ২০০ লিটার ভোজ্যতেল জব্দ : চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, মহানগরীর চৌমুহনীতে কর্ণফুলী মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে দুই হাজার ২০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেখানে ৭৬০ টাকার তেল বিক্রি হচ্ছিল ৯৮৫ টাকায়।

শুক্রবার দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান। তিনি বলেন, ‘দোকান মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকার রশিদ অ্যান্ড ব্রাদার্সে এক লিটারের প্রায় ৩০০ বোতল তেল উদ্ধার করা হয়। এ কারণে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

ফরিদপুরে জরিমানাসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ : ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলার গোয়ালচামট মহল্লা এলাকায় মজুদ করা ও বেশি দামে তেল বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় বোতলজাত ও খোলা অবস্থায় মোট ২৯১ লিটার তেল। একই সঙ্গে ১০ দিনের জন্য ওই প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেয়া হয়।

শুক্রবার শহরের গোয়ালচামট মহল্লা এলাকায় অবস্থিত হেলিপোর্ট বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক সোহেল শেখ। অভিযানকালে ওই বাজারের আসাদ স্টোর থেকে ১৫০ লিটার বোতলজাত তেল জব্দ করা হয়। একই পরিমাণ তেল গুদামজাত করে রাখায় ওই দোকানের স্বত্বাধিকারী ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলকার মো. মোকসেদ আলীকে (৩৮) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ১০ দিনের জন্য দোকানটি বন্ধ করে দেয়া হয়।

মো. মোকসেদ আলী দাবি করেন, ‘তিনি তেল গুদামজাত করেননি। বৃহস্পতিবার (১২ মে) তিনি ওই এলাকায় অবস্থিত হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সদস্যদের কাছ থেকে ওই তেল কিনেছেন।’

পরে অভিযান চালানো হয় ওই বাজারে অবস্থিত মফিজ স্টোরে। ওই দোকান থেকে এক লিটারের ৪১ বোতল এবং ১০০ লিটার খোলা তেল জব্দ করা হয়। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, বোতলে প্রতি লিটার তেলের দাম ১৬০ টাকা লেখা থাকলেও প্রতি লিটার তেল ২৫০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছিল।

অভিযানকালে মফিজ স্টোরের স্বত্বাধিকারী মফিজউদ্দিন শেখকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানটিও ১০ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়।

সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ‘২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৪ ধারায় দোষী সাব্যস্ত করে ওই দুই ব্যবসায়ীকে জরিমানা ও দোকান দুটি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।’ এ সময় জ্যেষ্ঠ জেলা বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন ও জেলা সেনিটারি পরিদর্শক বজলুর রশিদ উপস্থিত ছিলেন।

পাবনায় প্রায় এক লাখ লিটার সয়াবিন উদ্ধার : পাবনা থেকে নিজস্ব বার্তা পরিবেশক জানিয়েছেন, জেলার ঈশ্বরদী, বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন প্রায় সাড়ে ৪০০ ব্যারেল প্রায় এক লাখ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে। অনেক নাটকীয়তার পর সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জামাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত গঠন করে অবৈধভাবে তেল মজুদ করার অপরাধে গুদামের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তিন দিনের মধ্যে উদ্ধার করা তেল সরকার নির্ধারিত দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকার মেসার্স হাজী স্টোরের মনোহারি দোকান অবস্থিত। দোকানের মালিক আবদুল আউয়াল হাজী কয়েক দিন আগে করমজা ঋষিপাড়ায় অবস্থিত তার গুদামে সয়াবিন তেল মজুদ করে রাখেন।

গোপন সূত্রে এ বিষয়ে খবর পেয়ে সাঁথিয়া উপজেলা প্রশাসন ১২ মে দুপুর আড়াইটার দিকে সেই গুদামে অভিযান চালায়। অভিযানে সেখানে অবৈধভাবে মজুদ করা ২১৭ ব্যারেল প্রায় ৪০ হাজার ১৪৫ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এতে মেসার্স হাজী স্টোরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উদ্ধার করা তেল আগামী তিন দিনের মধ্যে সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশ দেয়া হয়।

সাঁথিয়ার ইউএনও এসএম জামাল আহমেদ বলেন, ‘অবৈধভাবে ও অসৎ উদ্দেশে ওই গুদামে তেল মজুদ করা হয়েছিল বলে প্রতীয়মান হওয়ায় গুদাম মালিককে ৫০ হাজার টাকা জমিরানা করা হয়েছে। তিন দিনের মধ্যে জব্দ করা সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি করে আমার কার্যালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।’

পাবনা শহরের দিলালপুর এলাকার একটি গোডাউনে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদের সন্ধান পেয়েছে। ভোজ্যতেল মজুদ করার অপরাধে গোডাউনের মালিক তেল ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার (১১ মে) রাত ৯টার দিকে পাবনা শহরের দিলালপুর এলাকার তেল ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর গোডাউনে অভিযান চালায়। অভিযানে ওই গোডাউনে ৪৬ হাজার ৪০০ লিটার ভোজ্যতেলের মজুদ পাওয়া যায়।

তেল মজুদের সঠিক কোন কাগজ দেখাতে না পারায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল হাছনাত ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুকে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা দেন। ততক্ষণিক টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।

ছবি

মুরাদনগরে ধর্ষণ-নির্যাতনের ঘটনার নিন্দা, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ৩৮ বিশিষ্ট নাগরিকের

ছবি

নওগাঁয় ৯০টি খামারে তৈরি হচ্ছে কেঁচো সার

বরমচাল চা বাগানের ইতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ছবি

তারাগঞ্জ প্রাণীসম্পদ অফিস চত্বরে ফুলের চারাগাছ রোপন

বটিয়াঘাটায় ব্যবসায়ীদের মাঝে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান

পীরগাছায় ছেলের অপরাধে মধ্যযুগীয় কায়দায় বাবার ওপর নির্যাতন

নোয়াখালীতে বিধবাকে গণধর্ষণ

কাজে ফিরেছেন হিলি কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা

ছবি

প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার জরিমানা

শিক্ষার্থীকে বস্তায় ভরে নির্যাতনের ঘটনায় শিক্ষক কারাগারে

সমিতির জমানো টাকা ফেরত না পেয়ে শোকে মৃত্যু

ছবি

নবীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

কুষ্টিয়ায় সেতুর টোল আদায় বন্ধে দাবিতে মহাসড়ক অবরোধ, যানজট, ভোগান্তি

নড়াইলে এইচএসসিতে সেট পরিবর্তন কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

ছবি

ভৈরবে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর, আহত ১০

চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন

মোহনগঞ্জে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পের জৌলুস

ছবি

চিলমারীতে অসময়ের বন্যা পাটচাষিরা চিন্তিত

ছবি

সাড়ে পাঁচ কোটি টাকার পণ্য আটক করল সুনামগঞ্জ বিজিবি

প্রেমের টানে ভারতীয় যুবক লালমনিরহাটে

মহাদেবপুরে অতিরিক্ত ধানচাল মজুদ জেল-জরিমানা, ধান কেনা বন্ধ

ছবি

৬৭০ টাকার বীজ ধান ৭’শ ৫০ টাকা বিক্রি!

সন্তান জন্ম দিয়ে পরীক্ষা দিলেন অদম্য ইশা

জেলা আ.লীগের সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে

ছবি

বেনাপোল বন্দরে পানি নিষ্কাশনের অভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস

চেকপোস্ট ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ছাদ থেকে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ফারিহা

ছবি

বেড়িবাঁধের দুই কিলোমিটার রাস্তাটি এখন গলার কাঁটায়

কালীগঞ্জে হোল্ডিং ট্যাক্স ইস্যুতে পৌরবাসীর সঙ্গে ইউএনওর সরাসরি সংলাপ

ছবি

এনবিআরের আন্দোলন প্রত্যাহার করে নেয়ায় বেনাপোল বন্দরে কার্যক্রম শুরু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৯,৬২০ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে জন্ম থেকে ১৫ মাস বয়সী শিশুদের জন্য নতুন প্রকল্প : কার্যক্রম চলবে ৬ জেলায়

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযান আটক ৩

ছবি

নেত্রকোনায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা

tab

সারাদেশ

জব্দ-জরিমানার পরও সংকট কাটছে না ভোজ্যতেলে

সংবাদ অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৩ মে ২০২২

সরকার ভোজ্যতেলের দর ঠিক করে দেয়ার পাঁচ দিনেও বাজারে সংকট কাটেনি। দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শুক্রবার (১৩ মে) চট্টগ্রাম ও নোয়াখালীতে ৪ হাজার ৫৫০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে। পাবনায় প্রায় এক লাখ লিটার সয়াবিন উদ্ধার করা হয়, পরে তা ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। ফরিদপুরে মজুদ করা ও বেশি দামে তেল বিক্রির অভিযোগে দুটি দোকানে জরিমানাসহ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।

জানা গেছে, এখনও দেশের অনেক স্থানে ক্রেতারা বাজারে ও অলিগলির দোকানে নির্ধারিত মূল্যে সয়াবিন তেল পাননি। কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশের অভিযানে গুদাম থেকে বেরিয়ে আসছে ব্যবসায়ীদের মজুদ করা হাজার হাজার লিটার তেল।

নোয়াখালীতে ২ হাজার ৩৫০ লিটার তেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা : নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, জেলার বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা ভোজ্যতেল বাজারে বেশি মূল্যে বিক্রির আশায় মজুদ করা ২ হাজার ৩৫০ লিটার তেল জব্দ করেছে। ঘটনায় এনএস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও নিউ ভাই ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করে। জব্দকৃত তেলগুলো সাধারণ ক্রেতাদের মাঝে খুচরামূল্যে বিক্রি করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

তিনি জানান, ভোজ্যতেলের বাজার তদারকি, নিয়ন্ত্রণের লক্ষ্যে সকাল থেকে চৌমুহনীর বিভিন্ন স্থানে ভোজ্যতেল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, ‘বাজারে তেলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।’

চট্টগ্রামে দুই হাজার ২০০ লিটার ভোজ্যতেল জব্দ : চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, মহানগরীর চৌমুহনীতে কর্ণফুলী মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে দুই হাজার ২০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেখানে ৭৬০ টাকার তেল বিক্রি হচ্ছিল ৯৮৫ টাকায়।

শুক্রবার দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান। তিনি বলেন, ‘দোকান মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকার রশিদ অ্যান্ড ব্রাদার্সে এক লিটারের প্রায় ৩০০ বোতল তেল উদ্ধার করা হয়। এ কারণে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

ফরিদপুরে জরিমানাসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ : ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলার গোয়ালচামট মহল্লা এলাকায় মজুদ করা ও বেশি দামে তেল বিক্রির অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় বোতলজাত ও খোলা অবস্থায় মোট ২৯১ লিটার তেল। একই সঙ্গে ১০ দিনের জন্য ওই প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেয়া হয়।

শুক্রবার শহরের গোয়ালচামট মহল্লা এলাকায় অবস্থিত হেলিপোর্ট বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক সোহেল শেখ। অভিযানকালে ওই বাজারের আসাদ স্টোর থেকে ১৫০ লিটার বোতলজাত তেল জব্দ করা হয়। একই পরিমাণ তেল গুদামজাত করে রাখায় ওই দোকানের স্বত্বাধিকারী ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলকার মো. মোকসেদ আলীকে (৩৮) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ১০ দিনের জন্য দোকানটি বন্ধ করে দেয়া হয়।

মো. মোকসেদ আলী দাবি করেন, ‘তিনি তেল গুদামজাত করেননি। বৃহস্পতিবার (১২ মে) তিনি ওই এলাকায় অবস্থিত হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সদস্যদের কাছ থেকে ওই তেল কিনেছেন।’

পরে অভিযান চালানো হয় ওই বাজারে অবস্থিত মফিজ স্টোরে। ওই দোকান থেকে এক লিটারের ৪১ বোতল এবং ১০০ লিটার খোলা তেল জব্দ করা হয়। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, বোতলে প্রতি লিটার তেলের দাম ১৬০ টাকা লেখা থাকলেও প্রতি লিটার তেল ২৫০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছিল।

অভিযানকালে মফিজ স্টোরের স্বত্বাধিকারী মফিজউদ্দিন শেখকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানটিও ১০ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়।

সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, ‘২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৪ ধারায় দোষী সাব্যস্ত করে ওই দুই ব্যবসায়ীকে জরিমানা ও দোকান দুটি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।’ এ সময় জ্যেষ্ঠ জেলা বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন ও জেলা সেনিটারি পরিদর্শক বজলুর রশিদ উপস্থিত ছিলেন।

পাবনায় প্রায় এক লাখ লিটার সয়াবিন উদ্ধার : পাবনা থেকে নিজস্ব বার্তা পরিবেশক জানিয়েছেন, জেলার ঈশ্বরদী, বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন প্রায় সাড়ে ৪০০ ব্যারেল প্রায় এক লাখ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে। অনেক নাটকীয়তার পর সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জামাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত গঠন করে অবৈধভাবে তেল মজুদ করার অপরাধে গুদামের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তিন দিনের মধ্যে উদ্ধার করা তেল সরকার নির্ধারিত দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকার মেসার্স হাজী স্টোরের মনোহারি দোকান অবস্থিত। দোকানের মালিক আবদুল আউয়াল হাজী কয়েক দিন আগে করমজা ঋষিপাড়ায় অবস্থিত তার গুদামে সয়াবিন তেল মজুদ করে রাখেন।

গোপন সূত্রে এ বিষয়ে খবর পেয়ে সাঁথিয়া উপজেলা প্রশাসন ১২ মে দুপুর আড়াইটার দিকে সেই গুদামে অভিযান চালায়। অভিযানে সেখানে অবৈধভাবে মজুদ করা ২১৭ ব্যারেল প্রায় ৪০ হাজার ১৪৫ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এতে মেসার্স হাজী স্টোরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উদ্ধার করা তেল আগামী তিন দিনের মধ্যে সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশ দেয়া হয়।

সাঁথিয়ার ইউএনও এসএম জামাল আহমেদ বলেন, ‘অবৈধভাবে ও অসৎ উদ্দেশে ওই গুদামে তেল মজুদ করা হয়েছিল বলে প্রতীয়মান হওয়ায় গুদাম মালিককে ৫০ হাজার টাকা জমিরানা করা হয়েছে। তিন দিনের মধ্যে জব্দ করা সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি করে আমার কার্যালয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।’

পাবনা শহরের দিলালপুর এলাকার একটি গোডাউনে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদের সন্ধান পেয়েছে। ভোজ্যতেল মজুদ করার অপরাধে গোডাউনের মালিক তেল ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার (১১ মে) রাত ৯টার দিকে পাবনা শহরের দিলালপুর এলাকার তেল ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর গোডাউনে অভিযান চালায়। অভিযানে ওই গোডাউনে ৪৬ হাজার ৪০০ লিটার ভোজ্যতেলের মজুদ পাওয়া যায়।

তেল মজুদের সঠিক কোন কাগজ দেখাতে না পারায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল হাছনাত ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুকে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা দেন। ততক্ষণিক টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।

back to top