alt

সারাদেশ

জেলা ও উপজেলার অধিকাংশ হাসপাতাল বেহাল

বাকী বিল্লাহ : শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল চিত্র -সংবাদ

দেশের জেলা ও উপজেলার অধিকাংশ হাসপাতালের চিকিৎসকের পদ শূন্যসহ নানামুখী সমস্যায় বেহাল দশা বিরাজ করছে। শুধু তাই নয়, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার মতো পরিচ্ছন্নতাকর্মীর অভাবও রয়েছে। যার কারণে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষজ্ঞদের অনুসন্ধানী গবেষণা থেকে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে শতকরা ৬৩ ভাগ আবাসিক মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। এছাড়া জুনিয়র ও সিনিয়র কনসালটেন্টের পদ শূন্য আছে। এভাবে বিভিন্ন পদ মর্যাদার পদগুলো বছরের পর বছর শূন্য আছে।

জেলা হাসপাতালে ৬৫ ভাগ এবং উপজেলায় ৩৮ ভাগ মেডিকেল অফিসার, সহকারী সার্জন পদ শূন্য রয়েছে। নার্সদের পদের ক্ষেত্রে জেলায় ১৫ ভাগ এবং উপজেলায় ২৫ ভাগ পদ শূন্য রয়েছে।

মেডিকেল টেকনোলজিস্ট পদের মধ্যে জেলা পর্যায়ে শতকরা ৫১ ভাগ ও উপজেলা পর্যায়ে ৪২ ভাগ পদ শূন্য। ক্লিনারের পদ জেলায় ২০ ভাগ উপজেলা পর্যায়ে ৬৬ ভাগ শূন্য দীর্ঘদিন। নিরাপত্তাকর্মীর পদও বছরের পর বছর শূন্য থাকে। শুধু তাই না ঝুঁকিপূর্ণ সেবাকক্ষ, অপরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ পানির অভাব, অনুপযুক্ত হসপিটাল বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান ও সহায়ককর্মী সংকট বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে অতিরিক্ত কাজের চাপ, সঠিক চিকিৎসা দেয়ার জন্য স্বাস্থ্য সরঞ্জাম প্রযুক্তির অভাবকে অবকাঠামোগত চ্যালেঞ্জ হিসেবে চিকিৎসকরা চিহ্নিত করেছেন। প্রাপ্ত তথ্য মতে, হাসপাতালগুলোতে রয়েছে অন্যায় সুবিধাভোগীদের প্রভাব ও নিরাপত্তার অভাব সম্পর্কিত চ্যালেঞ্জ। কিছু কিছু রাজনৈতিক নেতার অনাকাক্সিক্ষত চাপ ও প্রস্তাব, কোন কোন ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কিছু স্থানীয় গণমাধ্যমকর্মীর অবাঞ্ছিত হস্তক্ষেপ, কর্মক্ষেত্রে চিকিৎসকদের সেবা দেয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।

জেলা ও উপজেলা হাসপাতালে উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের সুযোগের অভাব, কর্মক্ষেত্রে বদলি-বৈষম্য, অর্জিত জ্ঞান বাস্তবায়নে সুযোগের অভাব, বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে বৈষম্য, চিকিৎসকদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ।

জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে জীর্ণশীর্ণ আবাসন ব্যবস্থা, শিশুদের জন্য মানসম্মত শিক্ষা সুবিধার অভাব, দুর্বল যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা কর্মক্ষেত্রে চিকিৎসকদের অবস্থানকে নিরুৎসাহিত করে।

চিকিৎসকদের গবেষণায় বলা হয়েছে, দেশের বড় সংখ্যক মানুষ স্বাস্থ্যসেবার জন্য জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওপর নির্ভরশীল। এই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। যা সঠিক স্বাস্থ্যসেবা দেয়ার অন্তরায়। এ চ্যালেঞ্জগুলো সমাধান করা গেলে কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতি কমিয়ে উন্নত সেবা দেয়ার পরিবেশ তৈরি করা সম্ভব।

বিশেষজ্ঞদের সরেজমিন অনুসন্ধান ও গবেষণা থেকে জানা গেছে, গবেষণায় দেশের ৯টি জেলা হাসপাতাল ও ১৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্ভে চেকলিস্টের মাধ্যমে হাসপাতাল সমূহের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি ৭৭ জন উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন, সুপারিনটেনডেন্ট, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসারদের সাক্ষাৎকারের মাধ্যমে সংগৃহীত তথ্য পর্যালোচনা করা হয়। ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সাল পর্যন্ত এ তথ্য নেয়া হয়। এরপর তা নিয়ে টানা গবেষণা করা হয়।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য মতে, দেশের শতভাগ জেলা হাসপাতালে রক্ত পরিসঞ্চালন ইউনিট থাকলেও শতকরা ৪১ দশমিক ২ ভাগ উপজেলা হাসপাতালে এই সেবা পাওয়া যায় না। জেলা হাসপাতালে এক্স-রে মেশিন পাওয়া গেছে ৮৮ দশমিক ৯ ভাগ। অন্যদিকে উপজেলা হাসপাতালে পাওয়া গেছে শতকরা ৪১ দশমিক ২ ভাগ। ইসিজি সেবাও সব হাসপাতালে পাওয়া যেন সোনার হরিণ। জেলা হাসপাতালে ইসিজি শতকরা ৮৮ দশমিক ৯ ভাগ। উপজেলায় ৭৬ দশমিক ৫ ভাগে পাওয়া গেছে।

আল্ট্রাসনোগ্রাম সুবিধা আছে জেলা পর্যায়ে শতকরা ৪৪ ভাগ ও উপজেলায় আছে ১১ ভাগ হাসপাতালে। মহিলা রোগীদের অ্যাটেনডেন্টদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে জেলা পর্যায়ে শতকরা ৭৭ দমমিক ৮ ভাগ। শতকরা ৬৪ দশমিক ৭ ভাগ আছে উপজেলা হাসপাতালে।

চিকিৎসকদের জন্য ডরমেটরি বা কোয়ার্টার সুবিধা থাকলে জেলা হাসপাতালে উপস্থিতি শতকরা ৪৪ দশমিক ৪ ভাগ। শতকরা ৫২ দশমিক ৯ ভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য ব্যবহার উপযোগী ডরমিটরি বা কোয়ার্টার পাওয়া গেলেও শতকরা ১৭ দশমিক ৬ ভাগ উপজেলা হাসপাতালে চিকিৎসকদের জন্য থাকা ডরমিটিরি, কোয়ার্টারে গার্ড থাকার তথ্য পাওয়া গেছে।

গবেষণার সুপারিশে বলা হয়েছে, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মীদের সব স্তরের শূন্য পদ পূরণ করা দরকার, অর্জিত দক্ষতা অনুযায়ী চিকিৎসকদের যথাযথ পোস্টিং নিশ্চিত করা উচিত। পৃথক পরামর্শ, ওয়েটিং রুম, ডাক্তারের রুম, চিকিৎসক ও রোগী উভয়ের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট সুবিধা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের মাধ্যমে কর্মক্ষেত্রের পরিবেশ উন্নত করা। দরকারি যন্ত্রপাতি, প্রশিক্ষিত জনবল, ল্যাবরেটরি সেবাগুলোর মান উন্নত করা দরকার বলে প্রতিবেদনে সুপারিশ করেছেন।

আর বদলি ও পদোন্নতির জন্য যুগোপযোগী নীতিমালা তৈরি ও বাস্তবায়ন এবং পছন্দসই বিষয়ে শিক্ষা নেয়ার সুযোগের ব্যবস্থা করা দরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, সামনের দিনগুলোতে উপজেলার নারী-পুরুষ চিকিৎসকদের সমতায়ন নিশ্চিতে কোটা ব্যবস্থার প্রবর্তন করা যেতে পারে। আর চিকিৎসকদের পদোন্নতি অটোমেশন করতে হলে চিকিৎসকদের ৪টি ক্যাডার দরকার বলে তিনি জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি এ সম্পর্কে বলেছেন, চিকিৎসকদের সংখ্যা এখনও তুলনামূলক অনেক কম। এতে তারা কাজের চাপে থাকেন। তাছাড়া রাজনৈতিক প্রভাবের কারণে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় রয়েছে, এটা থাকবেই। রাতারাতি দেশের সামাজিক অবস্থার পরিবর্তন করা যাবে না। চিকিৎসকদের নিরাপত্তায় কিছু জায়গায় আনসার মোতায়েন করা হয়েছে। পর্যায়ক্রমে সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা হবে। জেলা উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে টয়লেট ব্যবহারের অনুপযোগী, দুই তৃতীয়ংশ হাসপাতালের এক্স-রেসহ সব মেশিন নষ্ট। এর জন্য সিভিল সার্জনদের দায়িত্ব নিতে হবে। আর প্রতিষ্ঠানের প্রধান ভালো হলে বেশির ভাগ সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি জানান।

ছবি

চট্টগ্রামে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

ছবি

ভাঙছে সীমান্ত নদী ইছামতীর বেড়িবাঁধ : এলাকায় আতঙ্ক

শিথিল কারফিউতে খুলেছে দোকানপাট, চলছে গাড়ি, আতঙ্ক কাটছে না জনমনে

ঢাকাসহ ৪ জেলায় ৯ ঘণ্টা কারফিউ শিথিল

ছবি

ক্রেতা উপস্থিতি কম, বেচা-বিক্রি ‘ঠাণ্ডা’

বেরোবির উপাচার্যের বাসভবনে আক্রমণ-আগুন, যেভাবে উদ্ধার হলেন অবরুদ্ধ ২০ জন

ছবি

গুলিবিদ্ধ অনেকেই হারিয়েছেন পা

ঘটনার দশদিনেও গ্রেপ্তার হয়নি কেউ, উদ্ধার হয়নি লুট হওয়া ৭০ ভরি স্বর্ণের এক আনাও

সিলেটে সীমান্তকেন্দ্রিক চোরাচালান, ঘুরেফিরে তিনিই বিভিন্ন থানার ওসি

ছবি

অনেক পত্রিকায় খবর এলো, কিন্তু রুদ্র তো আর আসবে না

সহিংসতা-নাশকতার অভিযোগে ২০১ মামলা, গ্রেপ্তার ২২০৯

ছবি

কারফিউ শিথিলের সময় আরও ভিড়, যানজট

ছবি

রায়গঞ্জে অব্যবস্থাপনায় বন্ধের মুখে প্রাণিসম্পদ উপকেন্দ্রগুলো

এবার সারাদেশে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট চালু

ছবি

নরসিংদী কারাগার থেকে পালানো ৩৩১ বন্দীর আত্মসমর্পণ

ছবি

ফুটেজ দেখে সেতু ভবনে আগুন-লুটপাটে জড়িতদের ধরা হচ্ছে : ডিবি

সোনারগাঁয়ে জ্বালাও পোড়াও ভাংচুর না হলেও নাশকতার মামলায় আসামি ৮ শতাধিক, গ্রেফতার অর্ধশত

সেন্টমার্টিনে ট্রলার ডুবিতে ছাত্রলীগ নেতা নিখোঁজ, কোস্টগার্ডের চৌকিতে হামলা

কক্সবাজারে ছাত্রলীগ নেতা মারধরের ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

ঢাকাসহ চার জেলায় আজ ও কাল ৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

ছবি

টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছবি

কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ২০

ছবি

আবারও বেপরোয়া সার্ভেয়ার বাকের ও হাসান সিন্ডিকেট ঘুষ ছাড়া ফাইল নড়ে না কক্সবাজার এলএ শাখায়

ছবি

রামু থেকে অস্ত্র ও গুলি নিয়ে সন্ত্রাসী আটক

ছবি

কক্সবাজারে ক্ষমতাসীনদের হামলায় ৫ সংবাদকর্মী আহত

ছবি

নিখোঁজের দুই দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

ছবি

টেকনাফ সমুদ্র উপকূলে পালিয়ে এলো ৫ রোহিঙ্গা

ছবি

টেকনাফগামী ট্রলারে মায়ানমারের গুলি

ছবি

কোটা আন্দোলন: রংপুরে সংঘর্ষ ও মৃত্যুর তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

ছবি

শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্বে কুরুচিপূর্ন বক্তব্য দেওয়ায় গজারিয়ায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

ছবি

নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে ও বিচারের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের না’গঞ্জে মানববন্ধন

ছবি

কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিমের দাফন সম্পন্ন

ছবি

রামুতে মাদকসেবী ভাইয়ের হাতে ভাই খুন

সারাদেশে স্কুল, কলেজ অনিদিষ্টকাল বন্ধ ঘোষণা

ছবি

কোটা সংস্কার আন্দোলন : কক্সবাজারে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

ছবি

চীন বা ভারত নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী

tab

সারাদেশ

জেলা ও উপজেলার অধিকাংশ হাসপাতাল বেহাল

বাকী বিল্লাহ

তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল চিত্র -সংবাদ

শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

দেশের জেলা ও উপজেলার অধিকাংশ হাসপাতালের চিকিৎসকের পদ শূন্যসহ নানামুখী সমস্যায় বেহাল দশা বিরাজ করছে। শুধু তাই নয়, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার মতো পরিচ্ছন্নতাকর্মীর অভাবও রয়েছে। যার কারণে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষজ্ঞদের অনুসন্ধানী গবেষণা থেকে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে শতকরা ৬৩ ভাগ আবাসিক মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। এছাড়া জুনিয়র ও সিনিয়র কনসালটেন্টের পদ শূন্য আছে। এভাবে বিভিন্ন পদ মর্যাদার পদগুলো বছরের পর বছর শূন্য আছে।

জেলা হাসপাতালে ৬৫ ভাগ এবং উপজেলায় ৩৮ ভাগ মেডিকেল অফিসার, সহকারী সার্জন পদ শূন্য রয়েছে। নার্সদের পদের ক্ষেত্রে জেলায় ১৫ ভাগ এবং উপজেলায় ২৫ ভাগ পদ শূন্য রয়েছে।

মেডিকেল টেকনোলজিস্ট পদের মধ্যে জেলা পর্যায়ে শতকরা ৫১ ভাগ ও উপজেলা পর্যায়ে ৪২ ভাগ পদ শূন্য। ক্লিনারের পদ জেলায় ২০ ভাগ উপজেলা পর্যায়ে ৬৬ ভাগ শূন্য দীর্ঘদিন। নিরাপত্তাকর্মীর পদও বছরের পর বছর শূন্য থাকে। শুধু তাই না ঝুঁকিপূর্ণ সেবাকক্ষ, অপরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ পানির অভাব, অনুপযুক্ত হসপিটাল বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান ও সহায়ককর্মী সংকট বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে অতিরিক্ত কাজের চাপ, সঠিক চিকিৎসা দেয়ার জন্য স্বাস্থ্য সরঞ্জাম প্রযুক্তির অভাবকে অবকাঠামোগত চ্যালেঞ্জ হিসেবে চিকিৎসকরা চিহ্নিত করেছেন। প্রাপ্ত তথ্য মতে, হাসপাতালগুলোতে রয়েছে অন্যায় সুবিধাভোগীদের প্রভাব ও নিরাপত্তার অভাব সম্পর্কিত চ্যালেঞ্জ। কিছু কিছু রাজনৈতিক নেতার অনাকাক্সিক্ষত চাপ ও প্রস্তাব, কোন কোন ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কিছু স্থানীয় গণমাধ্যমকর্মীর অবাঞ্ছিত হস্তক্ষেপ, কর্মক্ষেত্রে চিকিৎসকদের সেবা দেয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।

জেলা ও উপজেলা হাসপাতালে উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের সুযোগের অভাব, কর্মক্ষেত্রে বদলি-বৈষম্য, অর্জিত জ্ঞান বাস্তবায়নে সুযোগের অভাব, বিভিন্ন ক্যাডার সার্ভিসের মধ্যে বৈষম্য, চিকিৎসকদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ।

জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে জীর্ণশীর্ণ আবাসন ব্যবস্থা, শিশুদের জন্য মানসম্মত শিক্ষা সুবিধার অভাব, দুর্বল যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা কর্মক্ষেত্রে চিকিৎসকদের অবস্থানকে নিরুৎসাহিত করে।

চিকিৎসকদের গবেষণায় বলা হয়েছে, দেশের বড় সংখ্যক মানুষ স্বাস্থ্যসেবার জন্য জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওপর নির্ভরশীল। এই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। যা সঠিক স্বাস্থ্যসেবা দেয়ার অন্তরায়। এ চ্যালেঞ্জগুলো সমাধান করা গেলে কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতি কমিয়ে উন্নত সেবা দেয়ার পরিবেশ তৈরি করা সম্ভব।

বিশেষজ্ঞদের সরেজমিন অনুসন্ধান ও গবেষণা থেকে জানা গেছে, গবেষণায় দেশের ৯টি জেলা হাসপাতাল ও ১৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্ভে চেকলিস্টের মাধ্যমে হাসপাতাল সমূহের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি ৭৭ জন উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন, সুপারিনটেনডেন্ট, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসারদের সাক্ষাৎকারের মাধ্যমে সংগৃহীত তথ্য পর্যালোচনা করা হয়। ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সাল পর্যন্ত এ তথ্য নেয়া হয়। এরপর তা নিয়ে টানা গবেষণা করা হয়।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য মতে, দেশের শতভাগ জেলা হাসপাতালে রক্ত পরিসঞ্চালন ইউনিট থাকলেও শতকরা ৪১ দশমিক ২ ভাগ উপজেলা হাসপাতালে এই সেবা পাওয়া যায় না। জেলা হাসপাতালে এক্স-রে মেশিন পাওয়া গেছে ৮৮ দশমিক ৯ ভাগ। অন্যদিকে উপজেলা হাসপাতালে পাওয়া গেছে শতকরা ৪১ দশমিক ২ ভাগ। ইসিজি সেবাও সব হাসপাতালে পাওয়া যেন সোনার হরিণ। জেলা হাসপাতালে ইসিজি শতকরা ৮৮ দশমিক ৯ ভাগ। উপজেলায় ৭৬ দশমিক ৫ ভাগে পাওয়া গেছে।

আল্ট্রাসনোগ্রাম সুবিধা আছে জেলা পর্যায়ে শতকরা ৪৪ ভাগ ও উপজেলায় আছে ১১ ভাগ হাসপাতালে। মহিলা রোগীদের অ্যাটেনডেন্টদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে জেলা পর্যায়ে শতকরা ৭৭ দমমিক ৮ ভাগ। শতকরা ৬৪ দশমিক ৭ ভাগ আছে উপজেলা হাসপাতালে।

চিকিৎসকদের জন্য ডরমেটরি বা কোয়ার্টার সুবিধা থাকলে জেলা হাসপাতালে উপস্থিতি শতকরা ৪৪ দশমিক ৪ ভাগ। শতকরা ৫২ দশমিক ৯ ভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য ব্যবহার উপযোগী ডরমিটরি বা কোয়ার্টার পাওয়া গেলেও শতকরা ১৭ দশমিক ৬ ভাগ উপজেলা হাসপাতালে চিকিৎসকদের জন্য থাকা ডরমিটিরি, কোয়ার্টারে গার্ড থাকার তথ্য পাওয়া গেছে।

গবেষণার সুপারিশে বলা হয়েছে, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মীদের সব স্তরের শূন্য পদ পূরণ করা দরকার, অর্জিত দক্ষতা অনুযায়ী চিকিৎসকদের যথাযথ পোস্টিং নিশ্চিত করা উচিত। পৃথক পরামর্শ, ওয়েটিং রুম, ডাক্তারের রুম, চিকিৎসক ও রোগী উভয়ের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট সুবিধা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের মাধ্যমে কর্মক্ষেত্রের পরিবেশ উন্নত করা। দরকারি যন্ত্রপাতি, প্রশিক্ষিত জনবল, ল্যাবরেটরি সেবাগুলোর মান উন্নত করা দরকার বলে প্রতিবেদনে সুপারিশ করেছেন।

আর বদলি ও পদোন্নতির জন্য যুগোপযোগী নীতিমালা তৈরি ও বাস্তবায়ন এবং পছন্দসই বিষয়ে শিক্ষা নেয়ার সুযোগের ব্যবস্থা করা দরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, সামনের দিনগুলোতে উপজেলার নারী-পুরুষ চিকিৎসকদের সমতায়ন নিশ্চিতে কোটা ব্যবস্থার প্রবর্তন করা যেতে পারে। আর চিকিৎসকদের পদোন্নতি অটোমেশন করতে হলে চিকিৎসকদের ৪টি ক্যাডার দরকার বলে তিনি জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি এ সম্পর্কে বলেছেন, চিকিৎসকদের সংখ্যা এখনও তুলনামূলক অনেক কম। এতে তারা কাজের চাপে থাকেন। তাছাড়া রাজনৈতিক প্রভাবের কারণে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় রয়েছে, এটা থাকবেই। রাতারাতি দেশের সামাজিক অবস্থার পরিবর্তন করা যাবে না। চিকিৎসকদের নিরাপত্তায় কিছু জায়গায় আনসার মোতায়েন করা হয়েছে। পর্যায়ক্রমে সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা হবে। জেলা উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে টয়লেট ব্যবহারের অনুপযোগী, দুই তৃতীয়ংশ হাসপাতালের এক্স-রেসহ সব মেশিন নষ্ট। এর জন্য সিভিল সার্জনদের দায়িত্ব নিতে হবে। আর প্রতিষ্ঠানের প্রধান ভালো হলে বেশির ভাগ সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি জানান।

back to top