alt

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে নেই ভোটারের দেখা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : : বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে ইভিএমে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে । বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় থেকে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।বৈরি আবহাওয়ায় সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। দুপুর ১১টা পর্যন্ত রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৮ শতাংশ, একই অবস্থা অন্যান্য কেন্দ্রেও।

উপস্থিতি কম জানিয়ে বেলা বাড়ার সঙ্গে তা বাড়ার আশা করছেন প্রিজাইডিং অফিসাররা।

সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ শহরের পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে নেই ভোটারের লাইন। জনশূন্য এ কেন্দ্রে অলস বসে রয়েছেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্টরা।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তরিকুল ইসলাম বলেন, “বৈরি আবহাওয়ার জন্য ভোটাররা হয়তো বাড়ি থেকে বের হচ্ছেন না; তাই কেন্দ্রে উপস্থিতি কম। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।”

একই অবস্থা দেখা যায় পীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রেও।এ ছাড়া এ আসনের প্রায় প্রত্যেকটি ভোটকেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম বলে জানা গেছে।

এদিকে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, “আজকে প্রচণ্ড ঠাণ্ডা; তাই হয়তো ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে।”

ভোটগ্রহণ শেষ হলে অল্প সময়ের মধ্যে ফল জানানো হবে বলেও জানান তিনি।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, “অনেকগুলো ভোটকেন্দ্র ঘুরে দেখলাম; শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তারপরও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার দুটি পৌরসভাসহ ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন। একাদশ সংসদে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমান পদত্যাগ করায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এবারের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী।

এরমধ্যে ১৪ দলীয় জোট থেকে ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী (হাতুড়ি), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ (লাঙ্গল), জাকের পার্টির এমদাদ হোসেন (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ (আম) এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম মাহাতাব উদ্দিন বলেন, “ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ জন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।”

পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান এ কর্মকর্তা।

তিনি জানান, নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

এ আসনে ১২৮টি কেন্দ্রের ভোটার সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৪৩৯। প্রতিটি কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ, দুজন মহিলা পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া সাত প্লাটুন বিজিবি, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন বলে জানান এই কর্মকর্তা।

_______ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার(১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। দুপুর ১১টা পর্যন্ত রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৮ শতাংশ, একই অবস্থা অন্যান্য কেন্দ্রেও।

রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মতিউল আলম জানান, রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে বলে জানান তিনি।

বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমানের পদত্যাগে শূন্য হওয়া এ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। তবে স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায় একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এছাড়াও ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ (আম), বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। যার ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, ১ ভুয়া নার্স আটক

ছবি

চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণকে ‘রুখে দাঁড়াতে’ বললেন আইন উপদেষ্টা

নন্দীগ্রামে বাসের চাপায় মটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

সিলেটে গর্ভবতী স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, মৃত সন্তান প্রসব

বগুড়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনায় আটক ২

টঙ্গীতে মাহফুজ হত্যা, গ্রেপ্তার ৪

ছবি

ঝিকরগাছায় ভিজিডির চালে ওজনে কম, বিতরণ বন্ধ

শ্রীমঙ্গলে টি টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ

ছবি

ধনবাড়ীতে বাড়িঘর ভাঙচুর স্বর্ণালংকার ও শুঁটকি লুট

পদ্মায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধশতাধিক পরিবারের সচ্ছলতা

ছবি

দশমিনায় মাচায় ধুন্দল চাষে খরচ কম, লাভ দ্বিগুণ

বগুড়ায় অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন না থাকায় দুর্ভোগ

সুন্দরগঞ্জে ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ছবি

টঙ্গীবাড়ীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

ভালুকায় দুই শিশু সন্তান ও মাকে জবাই করে হত্যা

সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন নয় নাহিদ ইসলাম

ছবি

অবৈধভাবে ট্রলার বোঝাই ১৮ বস্তা চিংড়ি শুঁটকি জব্দ

কসবায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

চাটখিলে মুক্তিযোদ্ধার ঘর জবরদখল, প্রাণনাশের হুমকির অভিযোগ

ছবি

সাতক্ষীরার শিক্ষাঙ্গনে কোমর পানি, পাঠদান-পরীক্ষা ব্যাহত

ট্রলারসহ ভারতীয় জেলে আটক

হবিগঞ্জে-ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ২

ছবি

সিরাজগঞ্জে এবার পাট চাষে বাম্পার ফলনের আশা

শহরকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : ডিসি

মাদারগঞ্জে কলেজছাত্রকে গলা কেটে হত্যা, গুরুতর আহত ১

ছবি

জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

কাঁঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ছবি

একটি সেতুতে পাল্টে গেল ১৫ গ্রামের মানুষের জীবন

ময়মনসিংহে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

পলাশে ইয়াবা টেবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভারপ্রাপ্তের কারণে আটকে আছে শূন্যপদে নিয়োগ, দুর্ভোগে শিক্ষার্থী ও অভিভাবকরা

ছবি

দশমিনায় জেলে পল্লীতে নীরবতা ও হতাশা, নদীতে ইলিশ মাছের আকাল

খাগড়াছড়ির শান্তি পরিবহন ও মোটর সংঘর্ষে নিহত ২

tab

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে নেই ভোটারের দেখা

প্রতিনিধি, ঠাকুরগাঁও :

বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে ইভিএমে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে । বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় থেকে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।বৈরি আবহাওয়ায় সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। দুপুর ১১টা পর্যন্ত রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৮ শতাংশ, একই অবস্থা অন্যান্য কেন্দ্রেও।

উপস্থিতি কম জানিয়ে বেলা বাড়ার সঙ্গে তা বাড়ার আশা করছেন প্রিজাইডিং অফিসাররা।

সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জ শহরের পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে নেই ভোটারের লাইন। জনশূন্য এ কেন্দ্রে অলস বসে রয়েছেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্টরা।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তরিকুল ইসলাম বলেন, “বৈরি আবহাওয়ার জন্য ভোটাররা হয়তো বাড়ি থেকে বের হচ্ছেন না; তাই কেন্দ্রে উপস্থিতি কম। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।”

একই অবস্থা দেখা যায় পীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রেও।এ ছাড়া এ আসনের প্রায় প্রত্যেকটি ভোটকেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম বলে জানা গেছে।

এদিকে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, “আজকে প্রচণ্ড ঠাণ্ডা; তাই হয়তো ভোটারদের উপস্থিতি কম দেখা যাচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে।”

ভোটগ্রহণ শেষ হলে অল্প সময়ের মধ্যে ফল জানানো হবে বলেও জানান তিনি।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, “অনেকগুলো ভোটকেন্দ্র ঘুরে দেখলাম; শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তারপরও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার দুটি পৌরসভাসহ ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন। একাদশ সংসদে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমান পদত্যাগ করায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এবারের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী।

এরমধ্যে ১৪ দলীয় জোট থেকে ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী (হাতুড়ি), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ (লাঙ্গল), জাকের পার্টির এমদাদ হোসেন (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ (আম) এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম মাহাতাব উদ্দিন বলেন, “ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ জন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।”

পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান এ কর্মকর্তা।

তিনি জানান, নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

এ আসনে ১২৮টি কেন্দ্রের ভোটার সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৪৩৯। প্রতিটি কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ, দুজন মহিলা পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া সাত প্লাটুন বিজিবি, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন বলে জানান এই কর্মকর্তা।

_______ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার(১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। দুপুর ১১টা পর্যন্ত রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৮ শতাংশ, একই অবস্থা অন্যান্য কেন্দ্রেও।

রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মতিউল আলম জানান, রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে বলে জানান তিনি।

বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমানের পদত্যাগে শূন্য হওয়া এ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। তবে স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায় একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এছাড়াও ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ (আম), বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। যার ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।

back to top