হবিগঞ্জের মাধবপুর বৈষ্ণবপুর গ্রামে প্রতিবন্ধী দম্পতির নাবালক শিশুকে হাত বেঁধে সিএনজির সঙ্গে আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৮ মে) বিকেলে সিএনজি চালক আক্তার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামের আসাদ আলী পীর সাহেবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর মামা মো. শামীম মিয়া জানান, গত শনিবার সন্ধ্যায় আমি কাজীর বাজার আমার নিজের দোকানে বসা ছিলাম। হঠাৎ আমার প্রতিবন্ধী বোন দৌড়ে এসে আমাকে বলে তার ছেলেদেরকে ধরে নিয়ে গেছে। বৈষ্ণবপুর গ্রামের আবদুল হকের ছেলে আক্তার মিয়া (৩৫), মোক্তার মিয়া (৩২), জসিম মিয়া (২৮), ওয়াসিম মিয়া (১৮) সহ আরও বেশ কয়েকজন আমার (প্রতিবন্ধী দম্পতি) বোনের দুই ছেলে আলামিন (৭) ও ইয়াসিনসহ একই গ্রামের আরও দুইজন হানিফ মিয়ার ছেলে শ্রবণ (৭), এবং সাচ্ছু মিয়ার ছেলে সাগর (৮) কে হাতে রশি দিয়ে বেঁধে সিএনজির সঙ্গে আটক করে রেখেছে। তাদেরকে কেন বেঁধে রেখেছে জিঙ্গাসা করতে গেলে আক্তারসহ উপস্থিত সবাই আমার ওপর হামলা করে এবং মোবাইলে ধারণ করা ভিডিও কাটতে বাধ্য করে। এক ভিডিও চিত্রে ভুক্তভোগী শিশু ইয়াছিন বলে, বিকেল বেলা রাস্তায় হাঁটতে ছিলাম তখন আক্তার মিয়া আমাদেরকে ইন্ডিয়া থেকে খেলনা ও মজা দিবে বলে সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আসাদ আলী সর্দার জানায়, বাকপ্রতিবন্ধী দম্পতির শিশু ছেলেগুলো আক্তারের সিএনজির স্টেয়ারিং এর তার ছিড়ে ফেলায় তাদেরকে হাতে রশি দিয়ে বেঁধে আটক করা হয়।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, শিশুগুলো আক্তার মিয়ার সিএনজি নষ্ট করায় তাদেরকে হাত বেঁধে সিএনজিতে আটক করে রাখে যা একটি অপরাধ। এ ঘটনায় রোববার দুপুরে আক্তার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার, ২৮ মে ২০২৩
হবিগঞ্জের মাধবপুর বৈষ্ণবপুর গ্রামে প্রতিবন্ধী দম্পতির নাবালক শিশুকে হাত বেঁধে সিএনজির সঙ্গে আটকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৮ মে) বিকেলে সিএনজি চালক আক্তার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামের আসাদ আলী পীর সাহেবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর মামা মো. শামীম মিয়া জানান, গত শনিবার সন্ধ্যায় আমি কাজীর বাজার আমার নিজের দোকানে বসা ছিলাম। হঠাৎ আমার প্রতিবন্ধী বোন দৌড়ে এসে আমাকে বলে তার ছেলেদেরকে ধরে নিয়ে গেছে। বৈষ্ণবপুর গ্রামের আবদুল হকের ছেলে আক্তার মিয়া (৩৫), মোক্তার মিয়া (৩২), জসিম মিয়া (২৮), ওয়াসিম মিয়া (১৮) সহ আরও বেশ কয়েকজন আমার (প্রতিবন্ধী দম্পতি) বোনের দুই ছেলে আলামিন (৭) ও ইয়াসিনসহ একই গ্রামের আরও দুইজন হানিফ মিয়ার ছেলে শ্রবণ (৭), এবং সাচ্ছু মিয়ার ছেলে সাগর (৮) কে হাতে রশি দিয়ে বেঁধে সিএনজির সঙ্গে আটক করে রেখেছে। তাদেরকে কেন বেঁধে রেখেছে জিঙ্গাসা করতে গেলে আক্তারসহ উপস্থিত সবাই আমার ওপর হামলা করে এবং মোবাইলে ধারণ করা ভিডিও কাটতে বাধ্য করে। এক ভিডিও চিত্রে ভুক্তভোগী শিশু ইয়াছিন বলে, বিকেল বেলা রাস্তায় হাঁটতে ছিলাম তখন আক্তার মিয়া আমাদেরকে ইন্ডিয়া থেকে খেলনা ও মজা দিবে বলে সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আসাদ আলী সর্দার জানায়, বাকপ্রতিবন্ধী দম্পতির শিশু ছেলেগুলো আক্তারের সিএনজির স্টেয়ারিং এর তার ছিড়ে ফেলায় তাদেরকে হাতে রশি দিয়ে বেঁধে আটক করা হয়।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, শিশুগুলো আক্তার মিয়ার সিএনজি নষ্ট করায় তাদেরকে হাত বেঁধে সিএনজিতে আটক করে রাখে যা একটি অপরাধ। এ ঘটনায় রোববার দুপুরে আক্তার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।