মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েলের বিরুদ্ধে ইউপি সদস্যদের সঙ্গে দুর্বব্যবহার, বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার প্রতি অনাস্থা জানিয়ে ১১ জন ইউপি সদস্যের(মেম্বার) আনীত অভিযোগের তদন্ত সম্পন্ন করেছে গজারিয়া উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।
তথ্যের সত্যতা নিশ্চিত করে, তদন্ত কমিটির প্রধান ও গজারিয়া উপজেলার সহকারী কমিশনার(ভুমি) জিএম রাশেদুল ইসলাম জানান, চলতি সপ্তাহেই তদন্ত প্রতিবেদন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহফুজ এর বরাবর দাখিল করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানান, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাবেক নেতা শহিদুজ্জামান জুয়েল আ‘লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে টানা দ্বিতীয় বার বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চলতি বছর মার্চ মাসের শেষ সপ্তাহে বালুয়াকান্দী ইউপি‘র ১১ জন সদস্য সম্মিলিতভাবে চেয়ারম্যানের বিরুদ্দে ইউপি সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যানের বিরুদ্দে করা অনাস্থা ও অভিযোগ প্রাপ্তির পর সহকারী কমিশনার(ভুমি) কে তদন্তের জন্য নির্দেশনা দেন।
গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন পরিয়দের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েলের বিরুদ্দে সদস্যদের করা অনাস্থা প্রস্তাবের তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহে ইউএনও কার্যালয়ে জমা দেবেন কমিটি প্রধান।
স্থানীয় সূত্র জানায়, সুরম্য ইউপি ভবন ও পাশের মাঠ সম্মলিত ৬৬ শতাংশ ভুমির ওপর দাড়িয়ে থাকা ইউপি কার্যালয়ে বিভিন্ন কাযৃক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে ।
৩.৫১ বর্গ মাইল আয়তনের ও প্রায় পঁচিশ হাজার জনবসতি অধ্যুষিত ইউনিয়নটির উন্নয়ন কার্যক্রমসহ চলতি অর্থ বছরের বাজেট উম্মক্ত সভায় পরিষদের ১১ সদস্যের অনুপস্থিতির কারণে সেবা বঞ্চিত হচ্ছে ইউনিয়নটির ভোটার জনসাধারণ ,ব্যহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম।
ইউনিয়নটির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: রিটু প্রধান ও ২ নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম বলেন, সদস্যদের মধ্যে পরিষদের প্রাপ্ত বরাদ্দের সুমন বন্টনের জন্য চেয়ারম্যান মহোদয়কে একাধিবার মৌখিক ও লিখিত অনুরোধ জানিয়ে কোন প্রকার সাড়া না পেয়ে আমরা ন্যয্য অধিকার পেতে লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি।
ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল জানান, ইউপি নির্বাচনে সুবিধা করতে না পেরে মেম্বারদের সহযোগিতায় তার বিরুদ্দে ষড়যন্ত্রে মেতেছে প্রতিপক্ষ একটি গ্রুপ।
রোববার, ০৪ জুন ২০২৩
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েলের বিরুদ্ধে ইউপি সদস্যদের সঙ্গে দুর্বব্যবহার, বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার প্রতি অনাস্থা জানিয়ে ১১ জন ইউপি সদস্যের(মেম্বার) আনীত অভিযোগের তদন্ত সম্পন্ন করেছে গজারিয়া উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।
তথ্যের সত্যতা নিশ্চিত করে, তদন্ত কমিটির প্রধান ও গজারিয়া উপজেলার সহকারী কমিশনার(ভুমি) জিএম রাশেদুল ইসলাম জানান, চলতি সপ্তাহেই তদন্ত প্রতিবেদন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহফুজ এর বরাবর দাখিল করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানান, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাবেক নেতা শহিদুজ্জামান জুয়েল আ‘লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে টানা দ্বিতীয় বার বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চলতি বছর মার্চ মাসের শেষ সপ্তাহে বালুয়াকান্দী ইউপি‘র ১১ জন সদস্য সম্মিলিতভাবে চেয়ারম্যানের বিরুদ্দে ইউপি সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যানের বিরুদ্দে করা অনাস্থা ও অভিযোগ প্রাপ্তির পর সহকারী কমিশনার(ভুমি) কে তদন্তের জন্য নির্দেশনা দেন।
গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন পরিয়দের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েলের বিরুদ্দে সদস্যদের করা অনাস্থা প্রস্তাবের তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহে ইউএনও কার্যালয়ে জমা দেবেন কমিটি প্রধান।
স্থানীয় সূত্র জানায়, সুরম্য ইউপি ভবন ও পাশের মাঠ সম্মলিত ৬৬ শতাংশ ভুমির ওপর দাড়িয়ে থাকা ইউপি কার্যালয়ে বিভিন্ন কাযৃক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে ।
৩.৫১ বর্গ মাইল আয়তনের ও প্রায় পঁচিশ হাজার জনবসতি অধ্যুষিত ইউনিয়নটির উন্নয়ন কার্যক্রমসহ চলতি অর্থ বছরের বাজেট উম্মক্ত সভায় পরিষদের ১১ সদস্যের অনুপস্থিতির কারণে সেবা বঞ্চিত হচ্ছে ইউনিয়নটির ভোটার জনসাধারণ ,ব্যহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম।
ইউনিয়নটির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: রিটু প্রধান ও ২ নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম বলেন, সদস্যদের মধ্যে পরিষদের প্রাপ্ত বরাদ্দের সুমন বন্টনের জন্য চেয়ারম্যান মহোদয়কে একাধিবার মৌখিক ও লিখিত অনুরোধ জানিয়ে কোন প্রকার সাড়া না পেয়ে আমরা ন্যয্য অধিকার পেতে লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছি।
ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল জানান, ইউপি নির্বাচনে সুবিধা করতে না পেরে মেম্বারদের সহযোগিতায় তার বিরুদ্দে ষড়যন্ত্রে মেতেছে প্রতিপক্ষ একটি গ্রুপ।