আরও দুই পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের জন্য এটি একটি সুখবর। আর এর মধ্য দিয়ে দেশে ‘গ্রিন’ বা ‘সবুজ’ পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২০৪-এ।
নতুন যে দুটি পোশাক কারখানা সবুজ কারখানার সনদ পেয়েছে সেই দুটি হচ্ছে ইন্টিগ্রা ড্রেসেস লিমিটেড ও এসএম এক্সেসরিজ লিমিটেড। দুটি কারখানাই গাজীপুরে অবস্থিত। এর মধ্যে ইন্টিগ্রা ড্রেসেস ৯৯ পয়েন্ট নিয়ে গোল্ড রেটিং পেয়েছে। এসএম এক্সেসরিজ ৬২ পেয়েন্ট পেয়ে গোল্ড রেটিং পেয়েছে।
আর এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ ১০০টি সবুজ পোশাক কারখানার ৫৪টিই এখন বাংলাদেশে অবস্থিত। যার মধ্যে শীর্ষ ১০টির মধ্যে ৯টি এবং শীর্ষ ২০টির মধ্যে ১৮টিই বাংলাদেশের।
সম্প্রতি ইউএসজিবিস এই দুই কারাখানাকে ‘গ্রিন’ বা ‘সবুজ’ পোশাক কারখানার এই স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
গত শনিবার সন্ধ্যায় তিনি এই সুসংবাদ দিয়ে বলেন, ‘কিছুদিন আগে আমরা আমাদের সবুজ কারখানার সংখ্যা ২০০ এর মাইলফলক ছুঁয়েছে। আরও দুটি কারখানা এর সঙ্গে যুক্ত হয়ে মোট ২০৪-এ দাঁড়াল।
রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩
আরও দুই পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের জন্য এটি একটি সুখবর। আর এর মধ্য দিয়ে দেশে ‘গ্রিন’ বা ‘সবুজ’ পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২০৪-এ।
নতুন যে দুটি পোশাক কারখানা সবুজ কারখানার সনদ পেয়েছে সেই দুটি হচ্ছে ইন্টিগ্রা ড্রেসেস লিমিটেড ও এসএম এক্সেসরিজ লিমিটেড। দুটি কারখানাই গাজীপুরে অবস্থিত। এর মধ্যে ইন্টিগ্রা ড্রেসেস ৯৯ পয়েন্ট নিয়ে গোল্ড রেটিং পেয়েছে। এসএম এক্সেসরিজ ৬২ পেয়েন্ট পেয়ে গোল্ড রেটিং পেয়েছে।
আর এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ ১০০টি সবুজ পোশাক কারখানার ৫৪টিই এখন বাংলাদেশে অবস্থিত। যার মধ্যে শীর্ষ ১০টির মধ্যে ৯টি এবং শীর্ষ ২০টির মধ্যে ১৮টিই বাংলাদেশের।
সম্প্রতি ইউএসজিবিস এই দুই কারাখানাকে ‘গ্রিন’ বা ‘সবুজ’ পোশাক কারখানার এই স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
গত শনিবার সন্ধ্যায় তিনি এই সুসংবাদ দিয়ে বলেন, ‘কিছুদিন আগে আমরা আমাদের সবুজ কারখানার সংখ্যা ২০০ এর মাইলফলক ছুঁয়েছে। আরও দুটি কারখানা এর সঙ্গে যুক্ত হয়ে মোট ২০৪-এ দাঁড়াল।