image

১২ কেজি এলপিজির দাম বেড়েছে

ফেব্রুয়ারিতে নতুন মূল্য ১,৪৭৮ টাকা

রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম আবার বাড়ানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী, এটি ১৯ টাকা বৃদ্ধি পেয়ে ১,৪৭৮ টাকা হয়েছে।

রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন দর ঘোষণা করে, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও মুদ্রার অবমূল্যায়নের কারণে জানুয়ারিতে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। ২ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ার কারণে ১৪ জানুয়ারি তা ৪ টাকা বেড়ে ১,৪৫৯ টাকা হয়।

বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেব্রুয়ারির জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৬২৮.৫০ ডলার নির্ধারণ করা হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৬১৮.৫০ ডলার।

এই হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য নতুন করে সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, রেটিকুলেটেড এলপিজির মূল্য প্রতি কেজি ১১৯.৪১ টাকা এবং খুচরা পর্যায়ে প্রতিলিটার অটোগ্যাসের মূল্য ৬৭.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি