চলতি মার্চ মাসে এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ। বৈদেশিক মুদ্রার এই রেকর্ড আয় দেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতিতে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনশি জানান, বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২,৫৪৪ কোটি ডলার। আইএমএফের বিপিএম-৬ মান অনুযায়ী এই পরিমাণ ২,০২৯ কোটি ডলার।
এর আগে ৯ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জানুয়ারি ও ফেব্রুয়ারির আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ১,৯৭৫ কোটি ডলারে নেমে গিয়েছিল। তবে মাত্র ২০ দিনের ব্যবধানে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ফলে রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে। মার্চের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ২৯৪ কোটি ডলার, যা এক মাসের হিসেবে নতুন রেকর্ড।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
চলতি মার্চ মাসে এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ। বৈদেশিক মুদ্রার এই রেকর্ড আয় দেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতিতে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনশি জানান, বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২,৫৪৪ কোটি ডলার। আইএমএফের বিপিএম-৬ মান অনুযায়ী এই পরিমাণ ২,০২৯ কোটি ডলার।
এর আগে ৯ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জানুয়ারি ও ফেব্রুয়ারির আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ১,৯৭৫ কোটি ডলারে নেমে গিয়েছিল। তবে মাত্র ২০ দিনের ব্যবধানে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ফলে রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে। মার্চের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ২৯৪ কোটি ডলার, যা এক মাসের হিসেবে নতুন রেকর্ড।