মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর চলতি বছর দেশের বাজারে দাম বেড়েছে ১৮ বার, কমেছে ৬ বার
দেশে ফের বেড়েছে স্বর্ণের দাম। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনোই এই ধাতুটির দাম এতোটা বাড়েনি। সোমবার, (২১ এপ্রিল) ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।
এর আগে সর্বশেষ গত শনিবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। ওই সময় এই দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে এক দিনের ব্যবধানে ভরিতে এক লাফে ৪ হাজার ৭১৩ টাকা বাড়ানো হলো।
এ নিয়ে টানা ৩ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো। সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ২৪ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ১৮ বারই দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া দাম কমানো হয়েছে মাত্র ৬ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার। এ ছাড়া গত বছর ২৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। শুধু দেশের বাজারেই নয়, বিশ্ব বাজারেও স্বর্ণের দাম অতীতের সব
রেকর্ড ছাড়িয়েছে। আউন্স ৩ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। গত ২ এপ্রিল ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার আগে এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩৭ ডলার থেকে বেড়ে ৩ হাজার ১৬২ ডলারে উঠেছিল। পরে সেই স্বর্ণের দাম ৩ হাজার ডলারে নেমে আসে।
গত কয়েক দিনে তা ফের বেড়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত ১৬ এপ্রিল আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দর বেড়ে ৩ হাজার ৩২০ ডলারে ওঠে। গত দুই-তিন দিনে অবশ্য সামান্য কমেছে। গত শনিবার রাত ৯টায় বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৩১৫ ডলার ১৩ সেন্ট। গত ১৬ এপ্রিল রাতে বাজুস যখন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় তখন বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দর ছিল ৩ হাজার ৩১২ ডলার ৭৫ সেন্ট।
মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর চলতি বছর দেশের বাজারে দাম বেড়েছে ১৮ বার, কমেছে ৬ বার
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
দেশে ফের বেড়েছে স্বর্ণের দাম। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনোই এই ধাতুটির দাম এতোটা বাড়েনি। সোমবার, (২১ এপ্রিল) ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।
এর আগে সর্বশেষ গত শনিবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। ওই সময় এই দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে এক দিনের ব্যবধানে ভরিতে এক লাফে ৪ হাজার ৭১৩ টাকা বাড়ানো হলো।
এ নিয়ে টানা ৩ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো। সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ২৪ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ১৮ বারই দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া দাম কমানো হয়েছে মাত্র ৬ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার। এ ছাড়া গত বছর ২৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। শুধু দেশের বাজারেই নয়, বিশ্ব বাজারেও স্বর্ণের দাম অতীতের সব
রেকর্ড ছাড়িয়েছে। আউন্স ৩ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। গত ২ এপ্রিল ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার আগে এক সপ্তাহের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩৭ ডলার থেকে বেড়ে ৩ হাজার ১৬২ ডলারে উঠেছিল। পরে সেই স্বর্ণের দাম ৩ হাজার ডলারে নেমে আসে।
গত কয়েক দিনে তা ফের বেড়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত ১৬ এপ্রিল আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দর বেড়ে ৩ হাজার ৩২০ ডলারে ওঠে। গত দুই-তিন দিনে অবশ্য সামান্য কমেছে। গত শনিবার রাত ৯টায় বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৩১৫ ডলার ১৩ সেন্ট। গত ১৬ এপ্রিল রাতে বাজুস যখন দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় তখন বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দর ছিল ৩ হাজার ৩১২ ডলার ৭৫ সেন্ট।