দেশের কর প্রশাসনের আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সম্পৃক্ততা আরও গভীর করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার ইতালির মিলানে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই প্রস্তাব দেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি। এ বৈঠক অনুষ্ঠিত হয় এডিবির ৫৮তম বার্ষিক সভার অংশ হিসেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতের দিকনির্দেশনা তুলে ধরে অর্থ উপদেষ্টা কিছু নির্দিষ্ট খাতে এডিবির সম্পৃক্ততা আরও গভীর করার প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে—সমন্বিত নদী ব্যবস্থাপনা, কর প্রশাসনের আধুনিকায়ন এবং ভবিষ্যতের জন্য উপযোগী শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ।
সালেহউদ্দিন আহমেদ জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এডিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি জানান, বাংলাদেশে এডিবির মোট পোর্টফোলিও বর্তমানে ৩ হাজার ২৫০ কোটি ডলার, যার মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের ২৯৪ কোটি ডলারও রয়েছে। এটি উভয়পক্ষের দৃঢ় সহযোগিতার প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন।
শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে জোর দিয়ে তিনি বাংলাদেশের সাহসী সংস্কার কর্মসূচিতে এডিবির সমর্থনের আহ্বান জানান।
এছাড়া টেকসই নগর উন্নয়নের ক্ষেত্রে এডিবির জরুরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে স্মার্ট ও জলবায়ু সহনশীল শহর, উন্নত পৌর সেবা এবং আঞ্চলিক নগর অবকাঠামো উন্নয়ন। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণেও এডিবির সহায়তা চান তিনি।
তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন গতিধারা অব্যাহত রাখতে এডিবির বর্ধিত রেয়াতি সহায়তা কৌশলগত বিনিয়োগ হিসেবে বিবেচিত—যা আঞ্চলিক স্থিতিশীলতা, কার্যকর জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সহনশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, “শুরু থেকেই এডিবি বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে।”
বাংলাদেশের পক্ষ থেকে বার্ষিক সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার প্রতিশ্রুতি দেন মাসাতো কান্দা।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
দেশের কর প্রশাসনের আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সম্পৃক্ততা আরও গভীর করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার ইতালির মিলানে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই প্রস্তাব দেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি। এ বৈঠক অনুষ্ঠিত হয় এডিবির ৫৮তম বার্ষিক সভার অংশ হিসেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতের দিকনির্দেশনা তুলে ধরে অর্থ উপদেষ্টা কিছু নির্দিষ্ট খাতে এডিবির সম্পৃক্ততা আরও গভীর করার প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে—সমন্বিত নদী ব্যবস্থাপনা, কর প্রশাসনের আধুনিকায়ন এবং ভবিষ্যতের জন্য উপযোগী শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ।
সালেহউদ্দিন আহমেদ জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এডিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি জানান, বাংলাদেশে এডিবির মোট পোর্টফোলিও বর্তমানে ৩ হাজার ২৫০ কোটি ডলার, যার মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের ২৯৪ কোটি ডলারও রয়েছে। এটি উভয়পক্ষের দৃঢ় সহযোগিতার প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন।
শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে জোর দিয়ে তিনি বাংলাদেশের সাহসী সংস্কার কর্মসূচিতে এডিবির সমর্থনের আহ্বান জানান।
এছাড়া টেকসই নগর উন্নয়নের ক্ষেত্রে এডিবির জরুরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে স্মার্ট ও জলবায়ু সহনশীল শহর, উন্নত পৌর সেবা এবং আঞ্চলিক নগর অবকাঠামো উন্নয়ন। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণেও এডিবির সহায়তা চান তিনি।
তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন গতিধারা অব্যাহত রাখতে এডিবির বর্ধিত রেয়াতি সহায়তা কৌশলগত বিনিয়োগ হিসেবে বিবেচিত—যা আঞ্চলিক স্থিতিশীলতা, কার্যকর জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সহনশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, “শুরু থেকেই এডিবি বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে।”
বাংলাদেশের পক্ষ থেকে বার্ষিক সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার প্রতিশ্রুতি দেন মাসাতো কান্দা।