চট্টগ্রামের ব্যবসায়ীদের শতবর্ষী পুরোনো সংগঠন চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের মেয়াদ আগামী ৭ জুলাই শেষ হচ্ছে। প্রশাসকের মেয়াদ শেষ হতে চললেও এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। এ অবস্থায় প্রশাসকের বর্তমান মেয়াদে নির্বাচন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে প্রশাসকের মেয়াদ বৃদ্ধির দাবি তুলেছেন ব্যবসায়ীরা।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতার পালাবদলের পর ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। বাণিজ্য মন্ত্রণালয়ের পর থেকে শুরুতে তাকে ১২০ দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর এই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছিল। বর্ধিত সেই মেয়াদও জুলাইয়ে শেষ হতে যাচ্ছে। কিন্তু দুই দফায় মেয়াদ বাড়ানোর পরও চেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। নিয়ম অনুযায়ী চেম্বার নির্বাচনের ৯০ দিন আগে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন এবং ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও এক মাস আগে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
তবে ব্যবসায়ীরা বলছেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। পাশাপাশি দুটি ভোটার শ্রেণি বাদ দিতে হবে। এসব কাজ না করে নির্বাচন করলে তাতে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন আয়োজনের জন্য প্রশাসকের মেয়াদ দুই মাস বাড়ানো দরকার।
এ বিষয়ে চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, ‘আগামী জুলাই-আগস্টে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রশাসকের মেয়াদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন বোর্ডের প্রধান সম্প্রতি দায়িত্ব নিয়েছেন। নির্বাচনের আয়োজন নিয়ে তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
চেম্বারের নির্বাচন বোর্ডের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগমকে। গত ২৭ এপ্রিলের আগপর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্বে ছিলেন মুহাম্মদ আনোয়ার পাশা। নির্বাচনের বিষয়ে জানতে নির্বাচন বোর্ডের প্রধান মনোয়ারা বেগমের সঙ্গে যোগাযোগ করতে কয়েক দফা ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
চট্টগ্রাম চেম্বারে শেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। এরপর আর কোনো ভোট হয়নি। এ সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ নির্বাচনের নামে প্রভাব খাটিয়ে ও কারসাজি করে নিজের পছন্দের ও দলের লোকেদের ভোটার বানিয়েছেন। তাদের মধ্য থেকে কিছু ব্যক্তিকে নেতা বানিয়ে তিনি চেম্বারে একচ্ছত্র নিয়ন্ত্রণ করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর চেম্বারের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতিসহ ২১ পরিচালক ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পদত্যাগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসক নিয়োগের পর থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চেম্বারের নতুন সদস্য হয়েছেন ৫ হাজার ৭৮৭ জন। এর মধ্যে সাধারণ সদস্য ৩ হাজার ২৬৭ এবং সহযোগী সদস্য ২ হাজার ৫২০ জন। এর মধ্যে আগে একসময় চেম্বারের সদস্য ছিলেন কিন্তু পরে আর হননি, এমন ব্যবসায়ীও আছেন। প্রতি অর্থবছরে সদস্যপদ হালনাগাদ করতে হয়। হালনাগাদ ও নতুন সদস্য মিলে ১৩ এপ্রিল পর্যন্ত চেম্বারের মোট সদস্য ১৩ হাজার ৬০০ জন।
চট্টগ্রাম চেম্বারের ২৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ১২ জন পরিচালক সাধারণ সদস্যদের ভোটে, ৬ জন সহযোগী সদস্যদের ভোটে, ৩ জন টাউন অ্যাসোসিয়েশন থেকে ও ৩ জন পরিচালক ট্রেড গ্রুপ থেকে নির্বাচিত হন।
এর মধ্যে শুধু একটি ভোট পেয়েও পরিচালক হওয়ার সুযোগ রয়েছে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে। বাকি দুই শ্রেণিতে তিন-চার হাজার ভোটের দরকার হয়।
রোববার, ১১ মে ২০২৫
চট্টগ্রামের ব্যবসায়ীদের শতবর্ষী পুরোনো সংগঠন চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের মেয়াদ আগামী ৭ জুলাই শেষ হচ্ছে। প্রশাসকের মেয়াদ শেষ হতে চললেও এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। এ অবস্থায় প্রশাসকের বর্তমান মেয়াদে নির্বাচন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে প্রশাসকের মেয়াদ বৃদ্ধির দাবি তুলেছেন ব্যবসায়ীরা।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতার পালাবদলের পর ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। বাণিজ্য মন্ত্রণালয়ের পর থেকে শুরুতে তাকে ১২০ দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর এই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছিল। বর্ধিত সেই মেয়াদও জুলাইয়ে শেষ হতে যাচ্ছে। কিন্তু দুই দফায় মেয়াদ বাড়ানোর পরও চেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। নিয়ম অনুযায়ী চেম্বার নির্বাচনের ৯০ দিন আগে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন এবং ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও এক মাস আগে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
তবে ব্যবসায়ীরা বলছেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। পাশাপাশি দুটি ভোটার শ্রেণি বাদ দিতে হবে। এসব কাজ না করে নির্বাচন করলে তাতে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন আয়োজনের জন্য প্রশাসকের মেয়াদ দুই মাস বাড়ানো দরকার।
এ বিষয়ে চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, ‘আগামী জুলাই-আগস্টে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রশাসকের মেয়াদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন বোর্ডের প্রধান সম্প্রতি দায়িত্ব নিয়েছেন। নির্বাচনের আয়োজন নিয়ে তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
চেম্বারের নির্বাচন বোর্ডের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগমকে। গত ২৭ এপ্রিলের আগপর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্বে ছিলেন মুহাম্মদ আনোয়ার পাশা। নির্বাচনের বিষয়ে জানতে নির্বাচন বোর্ডের প্রধান মনোয়ারা বেগমের সঙ্গে যোগাযোগ করতে কয়েক দফা ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
চট্টগ্রাম চেম্বারে শেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। এরপর আর কোনো ভোট হয়নি। এ সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ নির্বাচনের নামে প্রভাব খাটিয়ে ও কারসাজি করে নিজের পছন্দের ও দলের লোকেদের ভোটার বানিয়েছেন। তাদের মধ্য থেকে কিছু ব্যক্তিকে নেতা বানিয়ে তিনি চেম্বারে একচ্ছত্র নিয়ন্ত্রণ করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর চেম্বারের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতিসহ ২১ পরিচালক ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পদত্যাগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসক নিয়োগের পর থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চেম্বারের নতুন সদস্য হয়েছেন ৫ হাজার ৭৮৭ জন। এর মধ্যে সাধারণ সদস্য ৩ হাজার ২৬৭ এবং সহযোগী সদস্য ২ হাজার ৫২০ জন। এর মধ্যে আগে একসময় চেম্বারের সদস্য ছিলেন কিন্তু পরে আর হননি, এমন ব্যবসায়ীও আছেন। প্রতি অর্থবছরে সদস্যপদ হালনাগাদ করতে হয়। হালনাগাদ ও নতুন সদস্য মিলে ১৩ এপ্রিল পর্যন্ত চেম্বারের মোট সদস্য ১৩ হাজার ৬০০ জন।
চট্টগ্রাম চেম্বারের ২৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ১২ জন পরিচালক সাধারণ সদস্যদের ভোটে, ৬ জন সহযোগী সদস্যদের ভোটে, ৩ জন টাউন অ্যাসোসিয়েশন থেকে ও ৩ জন পরিচালক ট্রেড গ্রুপ থেকে নির্বাচিত হন।
এর মধ্যে শুধু একটি ভোট পেয়েও পরিচালক হওয়ার সুযোগ রয়েছে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে। বাকি দুই শ্রেণিতে তিন-চার হাজার ভোটের দরকার হয়।