স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স অনলাইন গেম পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই চুক্তির মাধ্যমে ইনফিনিক্স বিশ^ব্যাপী পাবজির সঙ্গে যৌথভাবে কাজ করবে।
এই অংশীদারিত্বের অংশ হিসেবে ইনফিনিক্স তাদের নতুন জিটি সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন এই গেমিং স্মার্টফোন সিরিজ পরবর্তী প্রজন্মের প্রতিযোগিতামূলক মোবাইল গেমারদের চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে।
মালয়েশিয়ায় আয়োজিত ‘জিটি সিরিজ চ্যাম্পিয়নশিপ ২০২৪’ এর মধ্য দিয়ে এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হয়। সেখানে বিশ্বের শীর্ষ পাবজি মোবাইল গেমাররা গতি, নিখুঁত ও পারফরম্যান্সের দুর্দান্ত প্রদর্শনী উপস্থাপন করেন। বাংলাদেশে তরুণদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লক্ষ্য করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে ইনফিনিক্স। কোম্পানির তরুণ-কেন্দ্রিক কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও এখনো নির্দিষ্ট কোনো কার্যক্রম ঘোষণা করা হয়নি, তবে পাবজি মোবাইলের সঙ্গে অংশীদারত্বের ধারাবাহিকতায় ভবিষ্যতে ক্যাম্পাসভিত্তিক আয়োজন এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে গেমিং সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।
এই অংশীদারিত্বকে ইনফিনিক্সের জন্য বৈশ্বিক মোবাইল গেমিং খাতে উপস্থিতি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার, ১২ মে ২০২৫
স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স অনলাইন গেম পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই চুক্তির মাধ্যমে ইনফিনিক্স বিশ^ব্যাপী পাবজির সঙ্গে যৌথভাবে কাজ করবে।
এই অংশীদারিত্বের অংশ হিসেবে ইনফিনিক্স তাদের নতুন জিটি সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন এই গেমিং স্মার্টফোন সিরিজ পরবর্তী প্রজন্মের প্রতিযোগিতামূলক মোবাইল গেমারদের চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে।
মালয়েশিয়ায় আয়োজিত ‘জিটি সিরিজ চ্যাম্পিয়নশিপ ২০২৪’ এর মধ্য দিয়ে এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হয়। সেখানে বিশ্বের শীর্ষ পাবজি মোবাইল গেমাররা গতি, নিখুঁত ও পারফরম্যান্সের দুর্দান্ত প্রদর্শনী উপস্থাপন করেন। বাংলাদেশে তরুণদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লক্ষ্য করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে ইনফিনিক্স। কোম্পানির তরুণ-কেন্দ্রিক কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও এখনো নির্দিষ্ট কোনো কার্যক্রম ঘোষণা করা হয়নি, তবে পাবজি মোবাইলের সঙ্গে অংশীদারত্বের ধারাবাহিকতায় ভবিষ্যতে ক্যাম্পাসভিত্তিক আয়োজন এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে গেমিং সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।
এই অংশীদারিত্বকে ইনফিনিক্সের জন্য বৈশ্বিক মোবাইল গেমিং খাতে উপস্থিতি সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।