বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, এখন থেকে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ করবে বাজার। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, আশা করা যায়, ডলারের দাম এখনকার দামের আশপাশেই থাকবে।
বাজারভিত্তিক বিনিময় হার কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের কয়েক মাস ধরে আলোচনা চলছিল। মূলত এই কারণে আইএমএফ ঋণের কিস্তি ছাড় দিচ্ছিল না। তবে বাংলাদেশ যখন ডলারের বিনিময় হার আরও নমনীয় করতে সম্মত হয়, তখন আইএমএফ চলমান ৪৭০ কোটি ডলারের ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় দিতে রাজি হয়।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘এখন প্রবাসী আয় ভালো, রিজার্ভ স্থিতিশীল, লেনদেন ভারসাম্যেরও উন্নতি হয়েছে। আগামী জুনের মধ্যে ৩৫০ কোটি ডলার রেমিট্যান্স আসবে বলে আশা করা যাচ্ছে। এতে রিজার্ভ আরও বাড়বে। তাই বাজারভিত্তিক বিনিময় হার চালুর জন্য এটি উপযুক্ত সময়।’
জানা গেছে, আজ সকালে ব্যাংকগুলোকে বাজারদরে ডলার লেনদেনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনকার দামের সঙ্গে যেন বড় কোনো পার্থক্য না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
বুধবার, ১৪ মে ২০২৫
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, এখন থেকে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ করবে বাজার। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, আশা করা যায়, ডলারের দাম এখনকার দামের আশপাশেই থাকবে।
বাজারভিত্তিক বিনিময় হার কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের কয়েক মাস ধরে আলোচনা চলছিল। মূলত এই কারণে আইএমএফ ঋণের কিস্তি ছাড় দিচ্ছিল না। তবে বাংলাদেশ যখন ডলারের বিনিময় হার আরও নমনীয় করতে সম্মত হয়, তখন আইএমএফ চলমান ৪৭০ কোটি ডলারের ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় দিতে রাজি হয়।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘এখন প্রবাসী আয় ভালো, রিজার্ভ স্থিতিশীল, লেনদেন ভারসাম্যেরও উন্নতি হয়েছে। আগামী জুনের মধ্যে ৩৫০ কোটি ডলার রেমিট্যান্স আসবে বলে আশা করা যাচ্ছে। এতে রিজার্ভ আরও বাড়বে। তাই বাজারভিত্তিক বিনিময় হার চালুর জন্য এটি উপযুক্ত সময়।’
জানা গেছে, আজ সকালে ব্যাংকগুলোকে বাজারদরে ডলার লেনদেনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনকার দামের সঙ্গে যেন বড় কোনো পার্থক্য না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।