ভারতের আমদানি নিষেধাজ্ঞার কারণে বুড়িমারী স্থলবন্দরে আটকে গেছে প্রাণ আরএফএল গ্রুপের খাদ্যপণ্যবোঝাই ১৭টি ট্রাক। এই পণ্যগুলো রোববার সকালে বুড়িমারী সীমান্ত পার হয়ে ভারতের শিলিগুড়ির উদ্দেশে যাওয়ার কথা ছিল।
শনিবার খাদ্যপণ্যবোঝাই ট্রাকগুলো বুড়িমারী সীমান্তে পৌঁছায়। তবে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পোশাকসহ বাংলাদেশি কিছু পণ্যের স্থলপথে আমদানির ওপর নতুন বিধিনিষেধ আরোপ করে, যা ওইদিন থেকেই কার্যকর করে দেশটির স্থলবন্দর কর্তৃপক্ষ। ফলে সীমান্ত পার হতে পারেনি ট্রাকগুলো।
প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, ‘ভারতের বিধিনিষেধের কারণে আমাদের ১৭টি রপ্তানি পণ্যের ট্রাক বুড়িমারীতে আটকে গেছে। ট্রাকগুলো ফিরিয়ে আনা হচ্ছে। এতে প্রায় সোয়া এক কোটি টাকার পণ্য ছিল। নতুন করে আর কোনো পণ্য পাঠানো হচ্ছে না। পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
রোববার, ১৮ মে ২০২৫
ভারতের আমদানি নিষেধাজ্ঞার কারণে বুড়িমারী স্থলবন্দরে আটকে গেছে প্রাণ আরএফএল গ্রুপের খাদ্যপণ্যবোঝাই ১৭টি ট্রাক। এই পণ্যগুলো রোববার সকালে বুড়িমারী সীমান্ত পার হয়ে ভারতের শিলিগুড়ির উদ্দেশে যাওয়ার কথা ছিল।
শনিবার খাদ্যপণ্যবোঝাই ট্রাকগুলো বুড়িমারী সীমান্তে পৌঁছায়। তবে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পোশাকসহ বাংলাদেশি কিছু পণ্যের স্থলপথে আমদানির ওপর নতুন বিধিনিষেধ আরোপ করে, যা ওইদিন থেকেই কার্যকর করে দেশটির স্থলবন্দর কর্তৃপক্ষ। ফলে সীমান্ত পার হতে পারেনি ট্রাকগুলো।
প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, ‘ভারতের বিধিনিষেধের কারণে আমাদের ১৭টি রপ্তানি পণ্যের ট্রাক বুড়িমারীতে আটকে গেছে। ট্রাকগুলো ফিরিয়ে আনা হচ্ছে। এতে প্রায় সোয়া এক কোটি টাকার পণ্য ছিল। নতুন করে আর কোনো পণ্য পাঠানো হচ্ছে না। পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’