স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টারলিংক’ বাংলাদেশে তাদের বাণিজ্যিক যাত্রা শুরু করেছে।
আজ মঙ্গলবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ সেবার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, এখন থেকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহকরা স্টারলিংকের ইন্টারনেট সংযোগ অর্ডার করতে পারবেন।
কীভাবে পাওয়া যাবে স্টারলিংক সেবা?
* গ্রাহকরা সরাসরি [starlink.com] ওয়েবসাইটে গিয়ে ঠিকানা দিয়ে অর্ডার করতে পারবেন।
* একটি ‘স্টারলিংক সেটআপ কিটে’ থাকবে: স্যাটেলাইট ডিস, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও প্রয়োজনীয় ক্যাবল।
* ইনস্টলেশন শেষে সঙ্গে সঙ্গে ইন্টারনেট ব্যবহার শুরু করা যাবে।
কত খরচ হবে?
স্টারলিংক প্রাথমিকভাবে দুটি রেসিডেন্সিয়াল প্যাকেজ চালু করেছে:
| প্যাকেজ । মাসিক খরচ । হার্ডওয়্যার মূল্য (এককালীন)
| রেসিডেন্স । ৬,০০০ টাকা । ৪৭,০০০ টাকা
| রেসিডেন্স লাইট । ৪,২০০ টাকা । ৪৭,০০০ টাকা
রোমিং (মোবাইল) প্যাকেজও চালু হয়েছে:
* ৫০ জিবি: মাসে ৬,০০০ টাকা
* আনলিমিটেড: মাসে ১২,০০০ টাকা
৩০ দিনের মধ্যে সেবা না পছন্দ হলে পুরো টাকা ফেরত পাওয়ার সুযোগও রয়েছে।
ডেটা লিমিট ও গতি কেমন?
* কোনো ডেটা লিমিট নেই।
* লো লেটেন্সি ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।
* একটি সেটআপ বক্স থেকেই একটি মোবাইল টাওয়ারের মতো পরিমাণ ইন্টারনেট সরবরাহ সম্ভব।
কারা ব্যবহার করতে পারবেন?
* গ্রামীণ উদ্যোক্তা, দোকানদার, ফ্রিল্যান্সার, এসএমই উদ্যোক্তা, স্কুল/কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, হাওর–পার্বত্য অঞ্চলেরসহ দেশের সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠান।
* যেখানে ফাইবার অপটিক পৌঁছেনি, সেখানেও স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট পৌঁছানো যাবে।
উদ্যোক্তাদের জন্য সুযোগ কী?
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, একজন উদ্যোক্তা ৪৭ হাজার টাকার একটি সেটআপ কিনে তা আশপাশের দোকান বা গ্রাহকদের মাঝে শেয়ার করে ইন্টারনেট সেবা দিতে পারবেন।
* ওয়াইফাই রেঞ্জ: ২০–৫০ মিটার
* আইনগত বাধা নেই: ইন্টারনেট শেয়ারিং ও বিক্রয়ে নিষেধাজ্ঞা নেই
* মাইক্রোফিন্যান্স প্যাকেজ: ‘ওয়াইফাই লেডি’ কনসেপ্টে নারী উদ্যোক্তারাও যুক্ত হতে পারবেন
* আইএসপি মডেলেও ব্যবহারযোগ্য
নিরাপত্তা ও সার্বভৌমত্ব
* গ্রাউন্ড স্টেশন: এখনও নির্মাণাধীন, ৯০ দিনের মধ্যে চালু করা হবে
* লোকাল গেটওয়ে বাধ্যতামূলক, ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই
* ডিভাইস এনওসি ও ট্যাক্স কাঠামো সরকারের নিয়ন্ত্রণে থাকবে
দাম কি বেশি?
না। ফয়েজ তৈয়্যব বলেন, “বাংলাদেশে স্টারলিংকের দাম **শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের চেয়েও কম। শেয়ার করলে খরচ আরও কমবে।”
---
মঙ্গলবার, ২০ মে ২০২৫
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টারলিংক’ বাংলাদেশে তাদের বাণিজ্যিক যাত্রা শুরু করেছে।
আজ মঙ্গলবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ সেবার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, এখন থেকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহকরা স্টারলিংকের ইন্টারনেট সংযোগ অর্ডার করতে পারবেন।
কীভাবে পাওয়া যাবে স্টারলিংক সেবা?
* গ্রাহকরা সরাসরি [starlink.com] ওয়েবসাইটে গিয়ে ঠিকানা দিয়ে অর্ডার করতে পারবেন।
* একটি ‘স্টারলিংক সেটআপ কিটে’ থাকবে: স্যাটেলাইট ডিস, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও প্রয়োজনীয় ক্যাবল।
* ইনস্টলেশন শেষে সঙ্গে সঙ্গে ইন্টারনেট ব্যবহার শুরু করা যাবে।
কত খরচ হবে?
স্টারলিংক প্রাথমিকভাবে দুটি রেসিডেন্সিয়াল প্যাকেজ চালু করেছে:
| প্যাকেজ । মাসিক খরচ । হার্ডওয়্যার মূল্য (এককালীন)
| রেসিডেন্স । ৬,০০০ টাকা । ৪৭,০০০ টাকা
| রেসিডেন্স লাইট । ৪,২০০ টাকা । ৪৭,০০০ টাকা
রোমিং (মোবাইল) প্যাকেজও চালু হয়েছে:
* ৫০ জিবি: মাসে ৬,০০০ টাকা
* আনলিমিটেড: মাসে ১২,০০০ টাকা
৩০ দিনের মধ্যে সেবা না পছন্দ হলে পুরো টাকা ফেরত পাওয়ার সুযোগও রয়েছে।
ডেটা লিমিট ও গতি কেমন?
* কোনো ডেটা লিমিট নেই।
* লো লেটেন্সি ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।
* একটি সেটআপ বক্স থেকেই একটি মোবাইল টাওয়ারের মতো পরিমাণ ইন্টারনেট সরবরাহ সম্ভব।
কারা ব্যবহার করতে পারবেন?
* গ্রামীণ উদ্যোক্তা, দোকানদার, ফ্রিল্যান্সার, এসএমই উদ্যোক্তা, স্কুল/কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, হাওর–পার্বত্য অঞ্চলেরসহ দেশের সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠান।
* যেখানে ফাইবার অপটিক পৌঁছেনি, সেখানেও স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট পৌঁছানো যাবে।
উদ্যোক্তাদের জন্য সুযোগ কী?
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, একজন উদ্যোক্তা ৪৭ হাজার টাকার একটি সেটআপ কিনে তা আশপাশের দোকান বা গ্রাহকদের মাঝে শেয়ার করে ইন্টারনেট সেবা দিতে পারবেন।
* ওয়াইফাই রেঞ্জ: ২০–৫০ মিটার
* আইনগত বাধা নেই: ইন্টারনেট শেয়ারিং ও বিক্রয়ে নিষেধাজ্ঞা নেই
* মাইক্রোফিন্যান্স প্যাকেজ: ‘ওয়াইফাই লেডি’ কনসেপ্টে নারী উদ্যোক্তারাও যুক্ত হতে পারবেন
* আইএসপি মডেলেও ব্যবহারযোগ্য
নিরাপত্তা ও সার্বভৌমত্ব
* গ্রাউন্ড স্টেশন: এখনও নির্মাণাধীন, ৯০ দিনের মধ্যে চালু করা হবে
* লোকাল গেটওয়ে বাধ্যতামূলক, ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই
* ডিভাইস এনওসি ও ট্যাক্স কাঠামো সরকারের নিয়ন্ত্রণে থাকবে
দাম কি বেশি?
না। ফয়েজ তৈয়্যব বলেন, “বাংলাদেশে স্টারলিংকের দাম **শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের চেয়েও কম। শেয়ার করলে খরচ আরও কমবে।”
---