সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৯১টি হিসাব অবরুদ্ধের আদেশ বহাল রেখেছে হাই কোর্ট।
বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রোববার এ সংক্রান্ত রিট আবেদন নাকচ করে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, এসব হিসাবে আজিজ খান পরিবারের ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন। সামিট গ্রুপের পক্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান খান।
দুদকের আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বলেন, আজিজ খানদের পক্ষে রিট আবেদন করা হয়েছিল। সে আবেদনের ওপর শুনানি নিয়ে আবেদনটি খারিজ করেছে হাই কোর্ট। তিনি জানান, তাদের এখন হয় আপিল করতে হবে অথবা রিভিশন চাইতে হবে।
গত ৯ মার্চ ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব গোপালগঞ্জ-১ আসনের সাবেক এমপি ফারুক খানের ভাই আজিজ খান, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৯১টি হিসাব অবরুদ্ধের আদেশ দেন।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন আদালতে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেছিলেন।
আবেদনে উল্লেখ করা হয়, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং কোটি কোটি টাকা বিদেশে পাচারের’ অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অনুসন্ধানের বরাতে দুদক জানায়, তাদের নামে সঞ্চয়ী, এফডিআর ও অন্যান্য হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে, যা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’। যেকোনো সময় এ অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সংস্থাটি।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ১৯১টি ব্যাংক হিসাবে জমা ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদক মত দিয়েছে।
রোববার, ২৪ আগস্ট ২০২৫
সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৯১টি হিসাব অবরুদ্ধের আদেশ বহাল রেখেছে হাই কোর্ট।
বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রোববার এ সংক্রান্ত রিট আবেদন নাকচ করে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, এসব হিসাবে আজিজ খান পরিবারের ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন। সামিট গ্রুপের পক্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান খান।
দুদকের আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বলেন, আজিজ খানদের পক্ষে রিট আবেদন করা হয়েছিল। সে আবেদনের ওপর শুনানি নিয়ে আবেদনটি খারিজ করেছে হাই কোর্ট। তিনি জানান, তাদের এখন হয় আপিল করতে হবে অথবা রিভিশন চাইতে হবে।
গত ৯ মার্চ ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব গোপালগঞ্জ-১ আসনের সাবেক এমপি ফারুক খানের ভাই আজিজ খান, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৯১টি হিসাব অবরুদ্ধের আদেশ দেন।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন আদালতে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেছিলেন।
আবেদনে উল্লেখ করা হয়, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং কোটি কোটি টাকা বিদেশে পাচারের’ অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অনুসন্ধানের বরাতে দুদক জানায়, তাদের নামে সঞ্চয়ী, এফডিআর ও অন্যান্য হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে, যা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’। যেকোনো সময় এ অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সংস্থাটি।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ১৯১টি ব্যাংক হিসাবে জমা ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদক মত দিয়েছে।