ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে ছেড়েছে তাদের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড ১১জি (ডধষঢ়ধফ ১১এ)। শক্তিশালী পারফরম্যান্স, বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া ফিচার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সেরা সমন্বয় ঘটনানো হয়েছে এ ট্যাবলেটে। কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিংয়ের যেকোনো প্রয়োজনে এই ট্যাবলেট হতে পারে আদর্শ সঙ্গী।
এ ব্যাপারে ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, ওয়ালপ্যাড ১১জি ট্যাবলেটটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। সাথে রয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরম্যান্সকে করবে আরো সাবলীল ও সমৃদ্ধ। ডিভাইসটিতে থাকছে ১০.৯৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১৯২০বাই১২০০ পিক্সেল রেজোলিউশন) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
মেমোরি কনফিগারেশনে গ্রাহকরা পাচ্ছেন মাইক্রোএসডি কার্ড স্লটসহ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ। ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ওয়ালপ্যাড ১১জি-তে থাকছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ফ্ল্যাশলাইট। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সফটওয়্যার-ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার।
শক্তিশালী সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য ওয়ালপ্যাড ১১জিতে রয়েছে ডিটিএস সাপোর্টসহ ৪টি ফুল-বক্স স্পিকার।
এছাড়াও এতে থাকছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ওটিজি এবং ফোরজি সাপোর্ট। হাইব্রিড সিম স্লটের মাধ্যমে গ্রাহক চাইলে ডুয়াল সিম বা সিম + মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন।
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে ছেড়েছে তাদের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড ১১জি (ডধষঢ়ধফ ১১এ)। শক্তিশালী পারফরম্যান্স, বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া ফিচার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সেরা সমন্বয় ঘটনানো হয়েছে এ ট্যাবলেটে। কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিংয়ের যেকোনো প্রয়োজনে এই ট্যাবলেট হতে পারে আদর্শ সঙ্গী।
এ ব্যাপারে ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, ওয়ালপ্যাড ১১জি ট্যাবলেটটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। সাথে রয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরম্যান্সকে করবে আরো সাবলীল ও সমৃদ্ধ। ডিভাইসটিতে থাকছে ১০.৯৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১৯২০বাই১২০০ পিক্সেল রেজোলিউশন) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
মেমোরি কনফিগারেশনে গ্রাহকরা পাচ্ছেন মাইক্রোএসডি কার্ড স্লটসহ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ। ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ওয়ালপ্যাড ১১জি-তে থাকছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ফ্ল্যাশলাইট। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সফটওয়্যার-ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার।
শক্তিশালী সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য ওয়ালপ্যাড ১১জিতে রয়েছে ডিটিএস সাপোর্টসহ ৪টি ফুল-বক্স স্পিকার।
এছাড়াও এতে থাকছে ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি, ওটিজি এবং ফোরজি সাপোর্ট। হাইব্রিড সিম স্লটের মাধ্যমে গ্রাহক চাইলে ডুয়াল সিম বা সিম + মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন।