ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা অনুষ্ঠানে ‘মব সৃষ্টি করে’ হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ। শুক্রবার এক বিবৃতিতে দলটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, “গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের পক্ষের মত প্রকাশ দমন–পীড়নের মুখে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
বিবৃতিতে বলা হয়, “অতীতে আওয়ামী লীগ ভিন্নমতকে বিএনপি–জামাতের দোসর আখ্যায়িত করেছে। এখন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বললেই তাকে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে চিহ্নিত করে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে।”
এতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা ছিল না, তাদের সন্ত্রাসবিরোধী আইনে নতুন মামলায় জড়ানো সরকারের অন্যায় কর্মকাণ্ডের সমর্থনের শামিল। “জাতির ঐক্যের মুহূর্তে জুলাই চব্বিশ ও একাত্তরকে মুখোমুখি দাঁড় করানো নতুন বিভাজন সৃষ্টি করছে, যা অত্যন্ত শঙ্কাজনক।”
অন্যদিকে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় করা মামলায় উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার উদ্দেশ্যে ‘মঞ্চ ৭১’ নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে ৫ অগাস্ট। এর অংশ হিসেবে ২৮ অগাস্ট সেগুনবাগিচায় ডিআরইউতে এক গোলটেবিল বৈঠক হয়।
মামলার বর্ণনা অনুযায়ী, অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি হট্টগোল করে সভাস্থলে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং অংশগ্রহণকারীদের লাঞ্ছিত করেন। তারা ব্যানার ছিঁড়ে ফেলেন ও অতিথিদের অবরুদ্ধ করে রাখেন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে একপর্যায়ে অবরুদ্ধ করে রাখার পর পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় এবং পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা অনুষ্ঠানে ‘মব সৃষ্টি করে’ হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাসদ। শুক্রবার এক বিবৃতিতে দলটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, “গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের পক্ষের মত প্রকাশ দমন–পীড়নের মুখে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
বিবৃতিতে বলা হয়, “অতীতে আওয়ামী লীগ ভিন্নমতকে বিএনপি–জামাতের দোসর আখ্যায়িত করেছে। এখন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বললেই তাকে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে চিহ্নিত করে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে।”
এতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা ছিল না, তাদের সন্ত্রাসবিরোধী আইনে নতুন মামলায় জড়ানো সরকারের অন্যায় কর্মকাণ্ডের সমর্থনের শামিল। “জাতির ঐক্যের মুহূর্তে জুলাই চব্বিশ ও একাত্তরকে মুখোমুখি দাঁড় করানো নতুন বিভাজন সৃষ্টি করছে, যা অত্যন্ত শঙ্কাজনক।”
অন্যদিকে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় করা মামলায় উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার উদ্দেশ্যে ‘মঞ্চ ৭১’ নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে ৫ অগাস্ট। এর অংশ হিসেবে ২৮ অগাস্ট সেগুনবাগিচায় ডিআরইউতে এক গোলটেবিল বৈঠক হয়।
মামলার বর্ণনা অনুযায়ী, অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি হট্টগোল করে সভাস্থলে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং অংশগ্রহণকারীদের লাঞ্ছিত করেন। তারা ব্যানার ছিঁড়ে ফেলেন ও অতিথিদের অবরুদ্ধ করে রাখেন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে একপর্যায়ে অবরুদ্ধ করে রাখার পর পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় এবং পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।