ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিনে ১৩ জন প্রার্থী ফরম নিয়েছেন। এর মধ্যে ভিপি (সহসভাপতি) পদের জন্য ফরম কিনেছেন তিনজন।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অফিসে ব্রিফিংয়ে এ তথ্য জানান সিইসি অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, দুই দিনে মোট ২০ জন মনোনয়ন ফরম নিয়েছেন। আগের দিন মঙ্গলবার ভিপি পদের দুটিসহ সাতটি ফরম বিক্রি হয়েছিল।
সিইসি বলেন, দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে চারটি।
তফসিল অনুযায়ী, আগামী ১৯ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ২১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং ২৫ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।
---
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিনে ১৩ জন প্রার্থী ফরম নিয়েছেন। এর মধ্যে ভিপি (সহসভাপতি) পদের জন্য ফরম কিনেছেন তিনজন।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অফিসে ব্রিফিংয়ে এ তথ্য জানান সিইসি অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, দুই দিনে মোট ২০ জন মনোনয়ন ফরম নিয়েছেন। আগের দিন মঙ্গলবার ভিপি পদের দুটিসহ সাতটি ফরম বিক্রি হয়েছিল।
সিইসি বলেন, দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে চারটি।
তফসিল অনুযায়ী, আগামী ১৯ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ২১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং ২৫ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।
---