ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এতে ভিপি পদের জন্য মোট ২০ প্রার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার,(২৫ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট কক্ষে এ ঘোষণা দেন প্রক্টর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ- জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এ.কে.এম রাশেদুল আলম।
এ সময় তিনি বলেন, জাকসুর বিভিন্ন পদে ২৭৬ জন প্রার্থী আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ২০ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর পরে মধ্যে ১৪ জন পুরুষ এবং ছয়জন নারী প্রার্থী রয়েছেন। সহ-সভাপতি পদেও একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, প্রার্থিতা যাচাই-বাছাই শেষে সহ-সভাপতি পদে ২০ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১৭ জনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।
ভিপি পদের প্রার্থীদের মধ্যে রয়েছেন মো. শেখ সাদী হাসান (বাংলা বিভাগ), আরিফুল ইসলাম (রসায়ন বিভাগ), হামিদুল্লাহ সালমান (ইংরেজি বিভাগ), রাব্বি হোসেন (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), আরিফুজ্জামান (মার্কেটিং বিভাগ), আব্দুর রশিদ (তুলনামূলক সাহিত্য বিভাগ), সোহানুর রহমান (সরকার ও রাজনীতি বিভাগ), আরিফ উল্লাহ (ফার্মেসি বিভাগ), মো. নাঈম খন্দকার (নৃবিজ্ঞান বিভাগ), অমর্ত্য রায় জন (প্রত্নতত্ত্ব বিভাগ), মো. আব্দুল্লাহ আল মামুন (বায়োটেকনোলজি বিভাগ), মো. সুয়াইব হাসান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), মো. সাফায়েত মীর (গণিত বিভাগ), মো. রাব্বি হোসেন (সরকার ও রাজনীতি
বিভাগ), মো. মামুন মিয়া (ইংরেজি বিভাগ), মো. আব্দুল মান্নান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), জাকিরুল ইসলাম (রসায়ন বিভাগ), মো. মাহফুজুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান বিভাগ), মো. রাসেল আকন্দ (দর্শন বিভাগ) এবং শরীফ মুহাম্মদ (দর্শন বিভাগ)।
এছাড়া, অন্য পদগুলোতে মনোনয়নপত্র জমা পড়েছে নিম্নরূপ: সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭টি, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৯টি, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১টি, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩টি, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে ১৩টি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৯টি, সাংস্কৃতিক সম্পাদক পদে ৯টি, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ১১টি, নাট্য সম্পাদক পদে ৭টি, ক্রীড়া সম্পাদক পদে ৫টি, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬টি, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬টি, তথ্য ও প্রযুক্তি এবং গ্রন্থাগার সম্পাদক পদে ১৪টি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ১৪টি, নারী সহ-সমাজসেবা ও মানবসম্পদ সম্পাদক পদে ৫টি, পুরুষ সহ-সমাজসেবা ও মানবসম্পদ সম্পাদক পদে ৯টি, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে ১২টি, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭টি, নারী কার্যনির্বাহী সদস্য পদে ১৭টি এবং পুরুষ কার্যনির্বাহী সদস্য পদে ৩২টি।
খসড়া তালিকায় মোট প্রার্থীর সংখ্যা ২৫৬ জন। এর আগে বিভিন্ন পদে মোট ২৭৩টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে ১৭টি বাতিল হয়েছে (প্রাথমিকভাবে সংগ্রহ হয়েছিল ২৯৯টি)। এই নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠন যেমন ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল এবং বামপন্থি গ্রুপগুলো তাদের প্যানেল ঘোষণা করেছে, যাতে নারী, প্রতিবন্ধী এবং জুলাই বিদ্রোহে আহত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছে।
৩৩ বছরের দীর্ঘ বিরতির পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ক্যাম্পাসে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এতে ভিপি পদের জন্য মোট ২০ প্রার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার,(২৫ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট কক্ষে এ ঘোষণা দেন প্রক্টর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ- জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এ.কে.এম রাশেদুল আলম।
এ সময় তিনি বলেন, জাকসুর বিভিন্ন পদে ২৭৬ জন প্রার্থী আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ২০ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর পরে মধ্যে ১৪ জন পুরুষ এবং ছয়জন নারী প্রার্থী রয়েছেন। সহ-সভাপতি পদেও একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, প্রার্থিতা যাচাই-বাছাই শেষে সহ-সভাপতি পদে ২০ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১৭ জনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।
ভিপি পদের প্রার্থীদের মধ্যে রয়েছেন মো. শেখ সাদী হাসান (বাংলা বিভাগ), আরিফুল ইসলাম (রসায়ন বিভাগ), হামিদুল্লাহ সালমান (ইংরেজি বিভাগ), রাব্বি হোসেন (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), আরিফুজ্জামান (মার্কেটিং বিভাগ), আব্দুর রশিদ (তুলনামূলক সাহিত্য বিভাগ), সোহানুর রহমান (সরকার ও রাজনীতি বিভাগ), আরিফ উল্লাহ (ফার্মেসি বিভাগ), মো. নাঈম খন্দকার (নৃবিজ্ঞান বিভাগ), অমর্ত্য রায় জন (প্রত্নতত্ত্ব বিভাগ), মো. আব্দুল্লাহ আল মামুন (বায়োটেকনোলজি বিভাগ), মো. সুয়াইব হাসান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), মো. সাফায়েত মীর (গণিত বিভাগ), মো. রাব্বি হোসেন (সরকার ও রাজনীতি
বিভাগ), মো. মামুন মিয়া (ইংরেজি বিভাগ), মো. আব্দুল মান্নান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), জাকিরুল ইসলাম (রসায়ন বিভাগ), মো. মাহফুজুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান বিভাগ), মো. রাসেল আকন্দ (দর্শন বিভাগ) এবং শরীফ মুহাম্মদ (দর্শন বিভাগ)।
এছাড়া, অন্য পদগুলোতে মনোনয়নপত্র জমা পড়েছে নিম্নরূপ: সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭টি, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৯টি, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১টি, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩টি, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে ১৩টি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৯টি, সাংস্কৃতিক সম্পাদক পদে ৯টি, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ১১টি, নাট্য সম্পাদক পদে ৭টি, ক্রীড়া সম্পাদক পদে ৫টি, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬টি, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬টি, তথ্য ও প্রযুক্তি এবং গ্রন্থাগার সম্পাদক পদে ১৪টি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ১৪টি, নারী সহ-সমাজসেবা ও মানবসম্পদ সম্পাদক পদে ৫টি, পুরুষ সহ-সমাজসেবা ও মানবসম্পদ সম্পাদক পদে ৯টি, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে ১২টি, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭টি, নারী কার্যনির্বাহী সদস্য পদে ১৭টি এবং পুরুষ কার্যনির্বাহী সদস্য পদে ৩২টি।
খসড়া তালিকায় মোট প্রার্থীর সংখ্যা ২৫৬ জন। এর আগে বিভিন্ন পদে মোট ২৭৩টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে ১৭টি বাতিল হয়েছে (প্রাথমিকভাবে সংগ্রহ হয়েছিল ২৯৯টি)। এই নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠন যেমন ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল এবং বামপন্থি গ্রুপগুলো তাদের প্যানেল ঘোষণা করেছে, যাতে নারী, প্রতিবন্ধী এবং জুলাই বিদ্রোহে আহত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছে।
৩৩ বছরের দীর্ঘ বিরতির পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ক্যাম্পাসে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হবে।