রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমার সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে। এই কারণে নির্বাচনের তারিখও কিছুটা পিছিয়ে যাচ্ছে।
মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনে কিছু পরিবর্তন আসছে। তার মধ্যে রয়েছে ভোটকেন্দ্র আবাসিক ভবনের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর, সাইবার সেল গঠন এবং ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা।
প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম আরও বলেন, "প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ডোপ টেস্টে অধিক সময় লাগাসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজ সভা করেছি। আমাদের সভা শেষে ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হবে।"
তিনি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় সংযুক্ত করা বিষয়ে জানান, "আমাদের তফসিল ঘোষণার পর এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।"
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। সংশোধিত তফসিল অনুযায়ী, ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও সময় পাঁচ দিন বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম তুলতে পারবেন।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে, এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে সংগ্রহ করা যাবে।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমার সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে। এই কারণে নির্বাচনের তারিখও কিছুটা পিছিয়ে যাচ্ছে।
মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনে কিছু পরিবর্তন আসছে। তার মধ্যে রয়েছে ভোটকেন্দ্র আবাসিক ভবনের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর, সাইবার সেল গঠন এবং ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা।
প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম আরও বলেন, "প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ডোপ টেস্টে অধিক সময় লাগাসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজ সভা করেছি। আমাদের সভা শেষে ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হবে।"
তিনি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় সংযুক্ত করা বিষয়ে জানান, "আমাদের তফসিল ঘোষণার পর এই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।"
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। সংশোধিত তফসিল অনুযায়ী, ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও সময় পাঁচ দিন বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম তুলতে পারবেন।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে, এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে সংগ্রহ করা যাবে।