আন্দোলনের কেন্দ্রস্থল এখন শাহবাগ। কোনো কিছু হলেই সেখানে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন প্রকৌশল শিক্ষার্থীরা সংবাদ
তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আটকে বিক্ষোভ করেছেন বুয়েটসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। তারা দাবি মেনে নিতে কর্তৃপক্ষকে রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেন। দাবি আদায়ে তারা আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার,(২৬ আগস্ট ২০২৫) বেলা ৩টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীসহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। পরে তারা গুরুত্বপূর্ণ এ মোড় অবরোধ করে মিছিলের পাশাপাশি নানা স্লোগান দেন। এ সময় শাহবাগের আশপাশের সড়কগুলোতে যানজট তৈরি হয়।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে। পুলিশ সেখানে কাজ করছে।
শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন।
এর আগে গত রোববার মধ্যরাতে বুয়েটের একদল শিক্ষার্থী তাদের সাবেক এক শিক্ষার্থীকে ‘মারধর ও হত্যার হুমকি’ দেয়ার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আটকে দেয়। তারা সেখানেই তিন ঘণ্টা বিক্ষোভ করে ফিরে যান।
পরদিন গতকাল সোমবার বেলা ৩টায় বুয়েটের আন্দোলনকারীদের সঙ্গে আরও কয়েকটি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন। তারা তিন দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান নেয়। ওইদিন বিকেল পৌনে ৬টার দিকে শাহবাগে আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে তাদের দাবি আদায়ে কর্তৃপক্ষকে রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেন।
সংবাদ সম্মেলনে প্রকৌশল অধিকার আন্দোলনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাকিল আহমেদ ইকবাল বলেন, তারা পাঁচ মাস ধরে তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। এর মধ্যে গতকাল সোমবার রংপুরে নেসকোতে কর্মরত বুয়েটের সাবেক শিক্ষার্থী এক প্রকৌশলীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এখন তাদের দাবি হচ্ছে, রংপুরে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও চাকরি থেকে অপসারণ এবং তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি।
এসব দাবির বিষয়ে গত ৫ মাসে ১০০ প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়েছে দাবি করে বুয়েট শিক্ষার্থী শাকিল আহমেদ ইকবাল বলেন, ‘আজ শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে কথা বলেছি। কিন্তু কোনো আপডেট নেই প্রতিষ্ঠানগুলো থেকে। আমরা শান্তিপূর্ণভাবে কাজ করেছি। আমরা রাতে প্রোগ্রাম দিয়েছি যাতে জনদুর্ভোগ না হয়। কিন্তু আজকে আমাদের ব্লকেডে আসতে বাধ্য করা হয়েছে।’
শিক্ষার্থীদের তিন দাবি হলো- ‘নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। ১০ম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান) আবেদন করতে পারে। সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারে সেই ব্যবস্থা করা। শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবে তারাই যেন প্রকৌশল (ইঞ্জিনিয়ার) লিখতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া।’
এর আগে ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে ২৪-২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বুয়েট শিক্ষার্থীরা।
শাকিল আহমেদ ইকবাল বলেন, তারা তিন দফা দাবি দিয়েছিলেন। কিন্তু দাবি পূরণে প্রশাসন কাজ করেনি। সেজন্য এখানে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্সে’ সমবেত হয়েছেন। শিক্ষা উপদেষ্টা বলেছেন তিনি কমিটি করতে চান, কিন্তু তিনি ‘অথরিটি না’।
গতকাল সোমবার রংপুর নেসকোতে বুয়েটের সাবেক শিক্ষার্থী ‘রোকনকে জবাই করে হত্যার হুমকি’ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তার অপরাধ হচ্ছে, আমরা যে চিঠি জমা দিতে চাই সেটা তিনি জমা নিয়েছেন ও প্রধান প্রকৌশলীকে দিয়েছেন। এটা তার অপরাধ।’
এখন পর্যন্ত হুমকিদাতারা গ্রেপ্তার হয়নি জানিয়ে ইকবাল বলেন, ‘এখানে ২০-২৫ জন গিয়ে মব তৈরি করে প্রকৌশলীদের হত্যার হুমকি দেয়া হচ্ছে। রোকন ভাইকে যারা হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তার ও বহিষ্কার করতে হবে। আমাদের তিন দফার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে।’
আন্দোলনের কেন্দ্রস্থল এখন শাহবাগ। কোনো কিছু হলেই সেখানে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন প্রকৌশল শিক্ষার্থীরা সংবাদ
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আটকে বিক্ষোভ করেছেন বুয়েটসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। তারা দাবি মেনে নিতে কর্তৃপক্ষকে রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেন। দাবি আদায়ে তারা আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার,(২৬ আগস্ট ২০২৫) বেলা ৩টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীসহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। পরে তারা গুরুত্বপূর্ণ এ মোড় অবরোধ করে মিছিলের পাশাপাশি নানা স্লোগান দেন। এ সময় শাহবাগের আশপাশের সড়কগুলোতে যানজট তৈরি হয়।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে। পুলিশ সেখানে কাজ করছে।
শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন।
এর আগে গত রোববার মধ্যরাতে বুয়েটের একদল শিক্ষার্থী তাদের সাবেক এক শিক্ষার্থীকে ‘মারধর ও হত্যার হুমকি’ দেয়ার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আটকে দেয়। তারা সেখানেই তিন ঘণ্টা বিক্ষোভ করে ফিরে যান।
পরদিন গতকাল সোমবার বেলা ৩টায় বুয়েটের আন্দোলনকারীদের সঙ্গে আরও কয়েকটি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন। তারা তিন দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান নেয়। ওইদিন বিকেল পৌনে ৬টার দিকে শাহবাগে আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে তাদের দাবি আদায়ে কর্তৃপক্ষকে রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেন।
সংবাদ সম্মেলনে প্রকৌশল অধিকার আন্দোলনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাকিল আহমেদ ইকবাল বলেন, তারা পাঁচ মাস ধরে তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। এর মধ্যে গতকাল সোমবার রংপুরে নেসকোতে কর্মরত বুয়েটের সাবেক শিক্ষার্থী এক প্রকৌশলীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এখন তাদের দাবি হচ্ছে, রংপুরে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও চাকরি থেকে অপসারণ এবং তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি।
এসব দাবির বিষয়ে গত ৫ মাসে ১০০ প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়েছে দাবি করে বুয়েট শিক্ষার্থী শাকিল আহমেদ ইকবাল বলেন, ‘আজ শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে কথা বলেছি। কিন্তু কোনো আপডেট নেই প্রতিষ্ঠানগুলো থেকে। আমরা শান্তিপূর্ণভাবে কাজ করেছি। আমরা রাতে প্রোগ্রাম দিয়েছি যাতে জনদুর্ভোগ না হয়। কিন্তু আজকে আমাদের ব্লকেডে আসতে বাধ্য করা হয়েছে।’
শিক্ষার্থীদের তিন দাবি হলো- ‘নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। ১০ম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান) আবেদন করতে পারে। সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারে সেই ব্যবস্থা করা। শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবে তারাই যেন প্রকৌশল (ইঞ্জিনিয়ার) লিখতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া।’
এর আগে ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে ২৪-২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বুয়েট শিক্ষার্থীরা।
শাকিল আহমেদ ইকবাল বলেন, তারা তিন দফা দাবি দিয়েছিলেন। কিন্তু দাবি পূরণে প্রশাসন কাজ করেনি। সেজন্য এখানে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্সে’ সমবেত হয়েছেন। শিক্ষা উপদেষ্টা বলেছেন তিনি কমিটি করতে চান, কিন্তু তিনি ‘অথরিটি না’।
গতকাল সোমবার রংপুর নেসকোতে বুয়েটের সাবেক শিক্ষার্থী ‘রোকনকে জবাই করে হত্যার হুমকি’ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তার অপরাধ হচ্ছে, আমরা যে চিঠি জমা দিতে চাই সেটা তিনি জমা নিয়েছেন ও প্রধান প্রকৌশলীকে দিয়েছেন। এটা তার অপরাধ।’
এখন পর্যন্ত হুমকিদাতারা গ্রেপ্তার হয়নি জানিয়ে ইকবাল বলেন, ‘এখানে ২০-২৫ জন গিয়ে মব তৈরি করে প্রকৌশলীদের হত্যার হুমকি দেয়া হচ্ছে। রোকন ভাইকে যারা হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তার ও বহিষ্কার করতে হবে। আমাদের তিন দফার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে।’