alt

news » campus

প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

নিজস্ব বার্তা পরিবেশক : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

শাহবাগে রাস্তা অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের অবস্থান -সংবাদ

শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের সব পরীক্ষা স্থগিত

বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের সমস্যা সমাধানে ‘একটু সময়’ চাই পর্যালোচনা কমিটি

আর প্রকৌশল শিক্ষার্থীদের দাবিসমূহ পর্যালোচনায় সরকার গঠিত কমিটির প্রধান জ¦ালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়টি সরকার খুবই গুরত্বসহকারে নিয়েছে। এজন্য তারা ‘একটু সময়’ চেয়েছেন। তিনি ‘নিরপেক্ষ’ থেকে বা ‘পক্ষপাতিত্ব না’ করে এই সমস্যা সমাধান করার কথা জানিয়েছেন।

গতকাল বুধবার বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সব পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। তিন দফা দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বুয়েট কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

বুয়েটের রেজিস্ট্রার এনএম গোলাম জাকারিয়ার সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে স্নাতক পর্যায়ের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে তিন দফা দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। তারা গতকাল বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন।

ওই কর্মসূচির একপর্যায়ে তারা বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

বুয়েট বৃহস্পতিবার, (২৮ আগস্ট ২০২৫) সাপ্তাহিক বন্ধ। এদিন বুয়েটে ক্লাস হয় না, তবে পরীক্ষা নেয়া হয়। এর মধ্যে চলছে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।

গতকাল বুধবার রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রকৌশল শিক্ষার্থীদের

তিন দফা দাবি:

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা; দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন, তারাই যেন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেয়া।

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য গতকাল বুধবার একটি কমিটি গঠন করেছে সরকার।

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে গঠিত এই কমিটিতে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সদস্য হিসেবে আছেন।

আট সদস্যের কমিটিতে আরও আছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান তানভির মঞ্জুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক (সদস্য সচিব)।

‘পক্ষপাতিত্ব না করে সমাধানের চেষ্টা করবো’:

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়টি সরকার খুবই গুরুত্বসহকারে নিয়েছে। তবে আমাদের একটু সময় দিতে হবে। আমরা চেষ্টা করবো নিরপেক্ষ থেকে বা পক্ষপাতিত্ব না করে সমাধান করার। যাতে উভয়পক্ষ লাভবান হয়।’

তিনি বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম সভা শেষে এ কথা বলেন। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির বলেন, ‘যেহেতু সরকার গুরুত্ব দিয়ে দেখছে তাই, আমি মনে করি, শিক্ষার্থীদের নতুন করে আর কর্মসূচি দেয়ার প্রয়োজন নেই।’

হঠাৎ করেই তিন দফা বা সাত দফা বা তার খণ্ডিত অংশ মেনে নেয়ার ঘোষণা দেয়া যায় না মন্তব্য করে তিনি বলেন, ‘তাই আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আমরা তিনটি গ্রুপের সঙ্গে আলোচনা করবো। একটি হচ্ছে- যারা আন্দোলন করছেন তারা। দ্বিতীয় হলো এদের অভিভাবক বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। যাদের কথা শিক্ষার্থীরা শোনেন, তাদের সঙ্গে আমরা বৈঠক করবো।’

একই সঙ্গে ‘প্র্যাকটিক্যাল লেভেলে’ কী হচ্ছে, কেন এ সমস্যাটা হচ্ছে- এটা বোঝার জন্য সবচেয়ে বেশি যারা প্রকৌশলী নিয়োগ দেন পিডব্লিউডি, এলজিইডি, পিডিবি, তাদের সঙ্গেও কমিটি আলোচনায় বসবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তাদের সঙ্গে যে শুধু ওয়ার্কিং গ্রুপ বসবে তা নয়, আমরাও বসব।’

একদিকে তিন দফা দাবি আছে অন্যদিকে সাত দফা (ডিপ্লোমা প্রকৌশলীদের) দাবির কথা তুলে ধরে কমিটির প্রধান বলেন, ‘আমাদের তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে। সবকিছু জানতে হবে। আমরা তো এখন ঘোষণা দিতে পারব না যে, তিন দফা মেনে নিলাম বা সাত দফা মেনে নিলাম বা এখান থেকে দুই দফা মানলাম, ওখান থেকে একদফা মানলাম। আগে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরই তো করতে হবে।’

বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের অভিভাবকদের তাদের সন্তানদের বোঝানোর অনুরোধ জানিয়ে ফাওজুল কবির খান বলেন, ‘আন্দোলন তো করেছেন, সেটা তো হয়ে গেছে, সরকার তো এটা সিরিয়াসলি নিয়েছে। আমরা তো দেখছি, এখন তো আর আন্দোলন করে কোনো লাভ নেই।’

কমিটি কেমন করে কাজ করবে প্রথমদিন তারা সেটা ঠিক করা হয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যে সমস্যাগুলো এসেছে সেগুলো আসলে আজকের সমস্যা নয়, এগুলো বহুদিন আগের সমস্যা। তাই এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। সেজন্য আমরা একটা ওয়ার্কিং গ্রুপ করে দিয়েছি। সেই ওয়ার্কিং গ্রুপে মোট ১৪ জন প্রতিনিধি থাকবেন।’

এ কমিটি ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের বক্তব্যগুলো আগে শুনবেন জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলো শুনবেন। বিএসসি বলি আর ডিপ্লোমা বলি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই কমিটি শুনবে।’

ছবি

জাকসু: ভোটের দিন পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ, ছাত্রদলের প্যানেল ঘোষণা

ছবি

ডাকসু: প্রচারণায় সরগরম ক্যাম্পাস

ছবি

বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ নেই: আইএসপিআর

ছবি

ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত নয়: প্রধান রিটার্নিং কর্মকর্তা

ছবি

চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণে পরিবেশগত ঝুঁকি

ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

ছবি

বুয়েটে পরীক্ষা বয়কট, ‘কমপ্লিট শাটডাউনে’ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো

ছবি

শিক্ষক বরখাস্ত: শিক্ষার্থীদের প্রতিবাদে উত্তাল ভিকারুননিসার বসুন্ধরা শাখা

ছবি

রাকসু: ক্ষোভের মুখে ৯ ঘণ্টার মধ্যে ভোটের তারিখ আবার পরিবর্তন

ছবি

জাকসু: নারী হলে পদের চেয়ে প্রার্থী কম, বামপন্থিদের বিভাজন

ছবি

রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

ছবি

ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদকে রুমমেটকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠানোর আদেশ

ছবি

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরানো হল প্রার্থীদের ব্যানার

ছবি

ডাকসু নির্বাচনে ছাত্রদলের অভিযোগ: আচরণবিধি লঙ্ঘন ও ভোটকেন্দ্রের সমস্যা

ছবি

ঢাবির হল সংসদ নির্বাচনে লড়বেন ১ হাজার ৩৫ প্রার্থী

ছবি

রাকসু: পিছিয়ে গেলো ভোট

ছবি

জাকসু ভোটে সেনা মোতায়েন নিয়ে বিতর্ক: নিরাপত্তা ঘাটতি আসলে কতটা?

ছবি

ডাকসুর ভিপি প্রার্থী জালালকে পুলিশের হাতে সোপর্দ

ছবি

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

ছবি

জাকসু: অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পরিচিত মুখের ‘অভাবে’ ছাত্রদলের প্যানেল ঘোষণায় বিলম্ব

ছবি

রাকসু নির্বাচন: শেষদিনেও মনোনয়ন নিলো না ছাত্রদল-শিবির, ফরম বিতরণ ৮২

ছবি

৩ দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি

ডাকসু: সেনাবাহিনী নামছে প্রথমবারের মতো

ছবি

ডাকসু নির্বাচনে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

ছবি

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন

ছবি

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় পাঁচ দিন বাড়ানো

ছবি

শুরু হলো ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার

ছবি

ডাকসু নির্বাচন নিয়ে আচরণবিধি ভাঙার অভিযোগ ছাত্রদলের

ছবি

জাকসু: খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ভিপি পদে লড়বেন ২০ জন

ছবি

ডাকসু নির্বাচন: প্রচারণা শুরু হচ্ছে মঙ্গলবার

ছবি

জকসু নির্বাচনের রোডম্যাপসহ দুই দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের তিন দফা দাবিতে বরিশাল থেকে পটুয়াখালী-ভোলা মহাসড়ক অবরোধ

ছবি

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

ছবি

জাকসু: সাইবার হয়রানির শিকার নারীরা

ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ছবি

জকসু ও সম্পূরক বৃত্তি দাবি: প্রশাসনিক ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের তালা

tab

news » campus

প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

নিজস্ব বার্তা পরিবেশক

শাহবাগে রাস্তা অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের অবস্থান -সংবাদ

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

১৮ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের সব পরীক্ষা স্থগিত

বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের সমস্যা সমাধানে ‘একটু সময়’ চাই পর্যালোচনা কমিটি

আর প্রকৌশল শিক্ষার্থীদের দাবিসমূহ পর্যালোচনায় সরকার গঠিত কমিটির প্রধান জ¦ালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়টি সরকার খুবই গুরত্বসহকারে নিয়েছে। এজন্য তারা ‘একটু সময়’ চেয়েছেন। তিনি ‘নিরপেক্ষ’ থেকে বা ‘পক্ষপাতিত্ব না’ করে এই সমস্যা সমাধান করার কথা জানিয়েছেন।

গতকাল বুধবার বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সব পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। তিন দফা দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বুয়েট কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

বুয়েটের রেজিস্ট্রার এনএম গোলাম জাকারিয়ার সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে স্নাতক পর্যায়ের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে তিন দফা দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। তারা গতকাল বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন।

ওই কর্মসূচির একপর্যায়ে তারা বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

বুয়েট বৃহস্পতিবার, (২৮ আগস্ট ২০২৫) সাপ্তাহিক বন্ধ। এদিন বুয়েটে ক্লাস হয় না, তবে পরীক্ষা নেয়া হয়। এর মধ্যে চলছে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।

গতকাল বুধবার রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রকৌশল শিক্ষার্থীদের

তিন দফা দাবি:

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা; দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন, তারাই যেন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেয়া।

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য গতকাল বুধবার একটি কমিটি গঠন করেছে সরকার।

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে গঠিত এই কমিটিতে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সদস্য হিসেবে আছেন।

আট সদস্যের কমিটিতে আরও আছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান তানভির মঞ্জুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক (সদস্য সচিব)।

‘পক্ষপাতিত্ব না করে সমাধানের চেষ্টা করবো’:

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়টি সরকার খুবই গুরুত্বসহকারে নিয়েছে। তবে আমাদের একটু সময় দিতে হবে। আমরা চেষ্টা করবো নিরপেক্ষ থেকে বা পক্ষপাতিত্ব না করে সমাধান করার। যাতে উভয়পক্ষ লাভবান হয়।’

তিনি বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম সভা শেষে এ কথা বলেন। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির বলেন, ‘যেহেতু সরকার গুরুত্ব দিয়ে দেখছে তাই, আমি মনে করি, শিক্ষার্থীদের নতুন করে আর কর্মসূচি দেয়ার প্রয়োজন নেই।’

হঠাৎ করেই তিন দফা বা সাত দফা বা তার খণ্ডিত অংশ মেনে নেয়ার ঘোষণা দেয়া যায় না মন্তব্য করে তিনি বলেন, ‘তাই আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আমরা তিনটি গ্রুপের সঙ্গে আলোচনা করবো। একটি হচ্ছে- যারা আন্দোলন করছেন তারা। দ্বিতীয় হলো এদের অভিভাবক বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। যাদের কথা শিক্ষার্থীরা শোনেন, তাদের সঙ্গে আমরা বৈঠক করবো।’

একই সঙ্গে ‘প্র্যাকটিক্যাল লেভেলে’ কী হচ্ছে, কেন এ সমস্যাটা হচ্ছে- এটা বোঝার জন্য সবচেয়ে বেশি যারা প্রকৌশলী নিয়োগ দেন পিডব্লিউডি, এলজিইডি, পিডিবি, তাদের সঙ্গেও কমিটি আলোচনায় বসবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তাদের সঙ্গে যে শুধু ওয়ার্কিং গ্রুপ বসবে তা নয়, আমরাও বসব।’

একদিকে তিন দফা দাবি আছে অন্যদিকে সাত দফা (ডিপ্লোমা প্রকৌশলীদের) দাবির কথা তুলে ধরে কমিটির প্রধান বলেন, ‘আমাদের তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে। সবকিছু জানতে হবে। আমরা তো এখন ঘোষণা দিতে পারব না যে, তিন দফা মেনে নিলাম বা সাত দফা মেনে নিলাম বা এখান থেকে দুই দফা মানলাম, ওখান থেকে একদফা মানলাম। আগে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরই তো করতে হবে।’

বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের অভিভাবকদের তাদের সন্তানদের বোঝানোর অনুরোধ জানিয়ে ফাওজুল কবির খান বলেন, ‘আন্দোলন তো করেছেন, সেটা তো হয়ে গেছে, সরকার তো এটা সিরিয়াসলি নিয়েছে। আমরা তো দেখছি, এখন তো আর আন্দোলন করে কোনো লাভ নেই।’

কমিটি কেমন করে কাজ করবে প্রথমদিন তারা সেটা ঠিক করা হয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যে সমস্যাগুলো এসেছে সেগুলো আসলে আজকের সমস্যা নয়, এগুলো বহুদিন আগের সমস্যা। তাই এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। সেজন্য আমরা একটা ওয়ার্কিং গ্রুপ করে দিয়েছি। সেই ওয়ার্কিং গ্রুপে মোট ১৪ জন প্রতিনিধি থাকবেন।’

এ কমিটি ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের বক্তব্যগুলো আগে শুনবেন জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলো শুনবেন। বিএসসি বলি আর ডিপ্লোমা বলি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই কমিটি শুনবে।’

back to top