ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত থাকলেও এই সময়ে ফাইনাল পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, ৬টি অনুষদের ২৪টি বিভাগে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে, যার মধ্যে ভোটের দিন ১১ সেপ্টেম্বর ৫টি বিভাগের পরীক্ষা আছে।
অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী নিহাল মাহমুদ বলেন, ‘নির্বাচনী প্রচারকালে আমাদের পরীক্ষা চলছে। নির্বাচনের এই আমেজ থেকে বঞ্চিত হচ্ছি। বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য, গবেষণা ও রাজনীতির সমান গুরুত্ব রয়েছে। জাকসু নির্বাচনের সময়ে পরীক্ষা বন্ধ রাখা উচিত।’
প্রার্থীরাও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিপি পদপ্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘ফাইনাল পরীক্ষা হলে অনেক শিক্ষার্থী ভোটে অংশ নিতে পারবে না, প্রার্থীরাও প্রচারণা চালাতে ব্যর্থ হবে। আমরা চাই প্রশাসন পরীক্ষাগুলো পিছিয়ে দিক।’
জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্ষতি হোক তা আমরা চাই না। তবে প্রয়োজনে আমরা পরীক্ষার তারিখ পরিবর্তনের পক্ষেই থাকবো।’
আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনিক সভায় আলোচনার জন্য তোলা হবে।
দীর্ঘ তিন দশকের বেশি সময় পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস আছে। তবে পরীক্ষার সূচির কারণে তৈরি হয়েছে হতাশা। শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসন দ্রুত সমস্যার সমাধান করবে, যাতে তারা একদিকে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন, আবার গণতান্ত্রিক প্রক্রিয়ার এই ঐতিহাসিক নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
ছাত্রদলের প্যানেল
বৃহস্পতিবার, (২৮ আগস্ট ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া আনুষ্ঠানিকভাবে এ প্যানেলের ঘোষণা দেন।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মীর মশাররফ হোসেন হলের সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ১৩নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে থাকছেন সাদিকুল ইসলাম (আইবিএ) ও আঞ্জুমান আরা ইকরা (ইতিহাস বিভাগ)।
ছাত্রদল দাবি করছে, তারা সব অনুষদ ও প্রায় সব আবাসিক হল থেকে প্রতিনিধি মনোনীত করেছে, যাতে প্যানেলটি সার্বিকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে।
ভিপি প্রার্থী শেখ সাদী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সব সময় সোচ্চার থাকব।’
জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, ‘শীর্ষ পদে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিয়ে ছাত্রদল প্রমাণ করেছে তারা নারী-পুরুষ সমতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে ভবিষ্যতে আরও বেশি নারী শিক্ষার্থী নির্বাচনে অংশ নিতে অনুপ্রাণিত হবে।’
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত থাকলেও এই সময়ে ফাইনাল পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, ৬টি অনুষদের ২৪টি বিভাগে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে, যার মধ্যে ভোটের দিন ১১ সেপ্টেম্বর ৫টি বিভাগের পরীক্ষা আছে।
অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী নিহাল মাহমুদ বলেন, ‘নির্বাচনী প্রচারকালে আমাদের পরীক্ষা চলছে। নির্বাচনের এই আমেজ থেকে বঞ্চিত হচ্ছি। বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য, গবেষণা ও রাজনীতির সমান গুরুত্ব রয়েছে। জাকসু নির্বাচনের সময়ে পরীক্ষা বন্ধ রাখা উচিত।’
প্রার্থীরাও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিপি পদপ্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘ফাইনাল পরীক্ষা হলে অনেক শিক্ষার্থী ভোটে অংশ নিতে পারবে না, প্রার্থীরাও প্রচারণা চালাতে ব্যর্থ হবে। আমরা চাই প্রশাসন পরীক্ষাগুলো পিছিয়ে দিক।’
জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্ষতি হোক তা আমরা চাই না। তবে প্রয়োজনে আমরা পরীক্ষার তারিখ পরিবর্তনের পক্ষেই থাকবো।’
আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনিক সভায় আলোচনার জন্য তোলা হবে।
দীর্ঘ তিন দশকের বেশি সময় পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস আছে। তবে পরীক্ষার সূচির কারণে তৈরি হয়েছে হতাশা। শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসন দ্রুত সমস্যার সমাধান করবে, যাতে তারা একদিকে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন, আবার গণতান্ত্রিক প্রক্রিয়ার এই ঐতিহাসিক নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
ছাত্রদলের প্যানেল
বৃহস্পতিবার, (২৮ আগস্ট ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া আনুষ্ঠানিকভাবে এ প্যানেলের ঘোষণা দেন।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মীর মশাররফ হোসেন হলের সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ১৩নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে থাকছেন সাদিকুল ইসলাম (আইবিএ) ও আঞ্জুমান আরা ইকরা (ইতিহাস বিভাগ)।
ছাত্রদল দাবি করছে, তারা সব অনুষদ ও প্রায় সব আবাসিক হল থেকে প্রতিনিধি মনোনীত করেছে, যাতে প্যানেলটি সার্বিকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে।
ভিপি প্রার্থী শেখ সাদী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সব সময় সোচ্চার থাকব।’
জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, ‘শীর্ষ পদে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিয়ে ছাত্রদল প্রমাণ করেছে তারা নারী-পুরুষ সমতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে ভবিষ্যতে আরও বেশি নারী শিক্ষার্থী নির্বাচনে অংশ নিতে অনুপ্রাণিত হবে।’