জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
চূড়ান্ত তালিকায় মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫টি পদের জন্য। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১০ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন রয়েছেন।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে ৬ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, সহসাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, সহক্রীড়া সম্পাদক পদে ৬ জন, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন লড়বেন।
সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ৮ জন, সহসমাজসেবা সম্পাদক (নারী) পদে ৭ জন, সহসমাজসেবা সম্পাদক (পুরুষ) পদে ৭ জন, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা সম্পাদক পদে ৭ জন এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কার্যকরী সদস্য (নারী) পদে ১৬ জন এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে ২৬ জন রয়েছেন।
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
চূড়ান্ত তালিকায় মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫টি পদের জন্য। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১০ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন রয়েছেন।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে ৬ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, সহসাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, সহক্রীড়া সম্পাদক পদে ৬ জন, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন লড়বেন।
সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ৮ জন, সহসমাজসেবা সম্পাদক (নারী) পদে ৭ জন, সহসমাজসেবা সম্পাদক (পুরুষ) পদে ৭ জন, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা সম্পাদক পদে ৭ জন এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কার্যকরী সদস্য (নারী) পদে ১৬ জন এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে ২৬ জন রয়েছেন।