ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা যৌথভাবে ‘সংশপ্তক’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেলের মাধ্যমে তারা পাঁচটি কেন্দ্রীয় পদে প্রার্থী দিয়েছে।
শনিবার,(৩০ আগস্ট ২০২৫) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এ প্যানেল ঘোষণা করেন। সংশপ্তক প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাহিদুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগারবিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তানজিল আহমেদ এবং সহ-সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে সাদিয়া ইমরোজ ইলা।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম ইমন বলেন, যারা প্রগতিশীল দাবি নিয়ে শিক্ষার্থীদের পাশে থেকেছেন
এবং মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করেছেন, আমরা তেমন একজনকে সহ-সভাপতি হিসেবে সমর্থন করছি। অন্যান্য সংগঠনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা নির্দিষ্ট কিছু পদে প্রার্থী দিয়েছি।
সংশপ্তক প্যানেলের দাবিগুলোর মধ্যে রয়েছে- সন্ত্রাস, চাঁদাবাজি ও হল দখলমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে শিক্ষার্থী আচরণবিধি আধুনিকায়ন ও হল মনিটরিং সেল গঠন, বিভাগ উন্নয়ন ফিসহ সব প্রকার ফি বৃদ্ধি বন্ধ, বাণিজ্যিক উদ্দেশে পরিচালিত সান্ধ্যকালীন কোর্স বন্ধ, প্রশাসনিক স্বৈরতন্ত্র রোধ ও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মাস্টারপ্ল্যান প্রণয়ন, চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষাবৃত্তি প্রদান, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় গড়তে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, আবাসিক হল সংস্কার ও দ্রুতগতির ফ্রি ইন্টারনেট সংযোগ, ৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ, ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে খাবারের মান উন্নতকরণ, স্বল্প ভাড়ার পরিবহন ব্যবস্থা চালু, ১৯৭৩-এর অধ্যাদেশের অসম্পূর্ণতা দূরীকরণ, সাইবার ক্রাইম প্রতিরোধে বিধিমালা প্রণয়ন এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন ও উপস্থিতি হারে নম্বর প্রদান পদ্ধতি চালু।
‘সংশপ্তক’ প্যানেল শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার দৃঢ় সংকল্প প্রকাশ করেছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা যৌথভাবে ‘সংশপ্তক’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেলের মাধ্যমে তারা পাঁচটি কেন্দ্রীয় পদে প্রার্থী দিয়েছে।
শনিবার,(৩০ আগস্ট ২০২৫) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এ প্যানেল ঘোষণা করেন। সংশপ্তক প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাহিদুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগারবিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তানজিল আহমেদ এবং সহ-সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) পদে সাদিয়া ইমরোজ ইলা।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম ইমন বলেন, যারা প্রগতিশীল দাবি নিয়ে শিক্ষার্থীদের পাশে থেকেছেন
এবং মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করেছেন, আমরা তেমন একজনকে সহ-সভাপতি হিসেবে সমর্থন করছি। অন্যান্য সংগঠনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা নির্দিষ্ট কিছু পদে প্রার্থী দিয়েছি।
সংশপ্তক প্যানেলের দাবিগুলোর মধ্যে রয়েছে- সন্ত্রাস, চাঁদাবাজি ও হল দখলমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে শিক্ষার্থী আচরণবিধি আধুনিকায়ন ও হল মনিটরিং সেল গঠন, বিভাগ উন্নয়ন ফিসহ সব প্রকার ফি বৃদ্ধি বন্ধ, বাণিজ্যিক উদ্দেশে পরিচালিত সান্ধ্যকালীন কোর্স বন্ধ, প্রশাসনিক স্বৈরতন্ত্র রোধ ও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মাস্টারপ্ল্যান প্রণয়ন, চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষাবৃত্তি প্রদান, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় গড়তে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, আবাসিক হল সংস্কার ও দ্রুতগতির ফ্রি ইন্টারনেট সংযোগ, ৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ, ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে খাবারের মান উন্নতকরণ, স্বল্প ভাড়ার পরিবহন ব্যবস্থা চালু, ১৯৭৩-এর অধ্যাদেশের অসম্পূর্ণতা দূরীকরণ, সাইবার ক্রাইম প্রতিরোধে বিধিমালা প্রণয়ন এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন ও উপস্থিতি হারে নম্বর প্রদান পদ্ধতি চালু।
‘সংশপ্তক’ প্যানেল শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার দৃঢ় সংকল্প প্রকাশ করেছে।