‘সমন্বিত ডিগ্রি’ চালুর দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
ভেটেরিনারি এবং পশুপালন অনুষদের শিক্ষার্থীরা তাঁদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রোববার দুপুর থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষকদের আটকে তালা দেন। এতে শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থীরা জানান, প্রায় এক মাস ধরে তাঁরা ‘সমন্বিত ডিগ্রি’র দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের মধ্যেই বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলের সভায় বসেন শিক্ষকরা। সভা শেষে জানানো হয়, ‘সমন্বিত ডিগ্রি’র কারিকুলাম তৈরির জন্য একটি কমিটি করা হয়েছে। আগামী সেশন থেকে সমন্বিত কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর যারা ভর্তি হয়েছেন, তারা চাইলে ভেটেরিনারি, পশুপালন বা ‘সমন্বিত ডিগ্রি’ নিতে পারবেন।
কিন্তু শিক্ষার্থীরা দাবি করে আসছিলেন, ‘এক পেশায় একটি ডিগ্রি’। ‘তিন ডিগ্রির’ সিদ্ধান্তের ঘোষণা তাঁরা প্রত্যাখ্যান করেন। দাবির বিষয়ে সমাধান না আসায় শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করেন।
আন্দোলনকারী পশুপালন অনুষদের শিক্ষার্থী কিয়াম জুনায়েদ এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. সোহাগ বলেন, জরুরি ভিত্তিতে তাঁদের দাবির বিষয়ে প্রজ্ঞাপন না দেওয়া হলে আন্দোলন আরও তীব্র হবে।
ভেটেরিনারি অনুষদের অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, “৬০ বছরের সমস্যা ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালু ছাড়া সমাধান হবে না। আলোচনায় আরও একটি ডিগ্রি বাড়িয়ে তিনটি করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আমাদের অবরুদ্ধ করেছে। আমি অবরুদ্ধ সেটা বিষয় নয়, চাই সমস্যার দ্রুত সমাধান।”
রোববার, ৩১ আগস্ট ২০২৫
‘সমন্বিত ডিগ্রি’ চালুর দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
ভেটেরিনারি এবং পশুপালন অনুষদের শিক্ষার্থীরা তাঁদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রোববার দুপুর থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষকদের আটকে তালা দেন। এতে শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থীরা জানান, প্রায় এক মাস ধরে তাঁরা ‘সমন্বিত ডিগ্রি’র দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের মধ্যেই বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলের সভায় বসেন শিক্ষকরা। সভা শেষে জানানো হয়, ‘সমন্বিত ডিগ্রি’র কারিকুলাম তৈরির জন্য একটি কমিটি করা হয়েছে। আগামী সেশন থেকে সমন্বিত কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর যারা ভর্তি হয়েছেন, তারা চাইলে ভেটেরিনারি, পশুপালন বা ‘সমন্বিত ডিগ্রি’ নিতে পারবেন।
কিন্তু শিক্ষার্থীরা দাবি করে আসছিলেন, ‘এক পেশায় একটি ডিগ্রি’। ‘তিন ডিগ্রির’ সিদ্ধান্তের ঘোষণা তাঁরা প্রত্যাখ্যান করেন। দাবির বিষয়ে সমাধান না আসায় শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করেন।
আন্দোলনকারী পশুপালন অনুষদের শিক্ষার্থী কিয়াম জুনায়েদ এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. সোহাগ বলেন, জরুরি ভিত্তিতে তাঁদের দাবির বিষয়ে প্রজ্ঞাপন না দেওয়া হলে আন্দোলন আরও তীব্র হবে।
ভেটেরিনারি অনুষদের অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, “৬০ বছরের সমস্যা ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালু ছাড়া সমাধান হবে না। আলোচনায় আরও একটি ডিগ্রি বাড়িয়ে তিনটি করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আমাদের অবরুদ্ধ করেছে। আমি অবরুদ্ধ সেটা বিষয় নয়, চাই সমস্যার দ্রুত সমাধান।”