সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তরুণ সমাজকে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ঝুঁকি নিতে হবে।’
আাজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস’ শীর্ষক থিয়েট্রিকাল পরিবেশনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। গণতান্ত্রিক আন্দোলনে রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। তারুণ্য, সঞ্জীবনী শক্তি আর হার না মানার অদম্য মানসিকতা যাদের তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ভবিষ্যতেও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রলীগ তথা তরুণরা অগ্রগামী ভূমিকা পালন করবে।’
মন্ত্রী আরো বলেন, ‘৪৭ এ দেশবিভাগের আগেই বঙ্গবন্ধু আশঙ্কা প্রকাশ করেছিলেন দেশ বিভাগের পর আমাদের সংস্কৃতির উপর আঘাত আসতে পারে। যেটি পরিবর্তিতে সত্য হয়েছিল। বঙ্গবন্ধু সেই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। যার ফলাফল হল আমাদের চূড়ান্ত স্বাধীনতা।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড মোঃ নিজামুল হক ভূঁইয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল করিম শয়ন।
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তরুণ সমাজকে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ঝুঁকি নিতে হবে।’
আাজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস’ শীর্ষক থিয়েট্রিকাল পরিবেশনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। গণতান্ত্রিক আন্দোলনে রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। তারুণ্য, সঞ্জীবনী শক্তি আর হার না মানার অদম্য মানসিকতা যাদের তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ভবিষ্যতেও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রলীগ তথা তরুণরা অগ্রগামী ভূমিকা পালন করবে।’
মন্ত্রী আরো বলেন, ‘৪৭ এ দেশবিভাগের আগেই বঙ্গবন্ধু আশঙ্কা প্রকাশ করেছিলেন দেশ বিভাগের পর আমাদের সংস্কৃতির উপর আঘাত আসতে পারে। যেটি পরিবর্তিতে সত্য হয়েছিল। বঙ্গবন্ধু সেই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। যার ফলাফল হল আমাদের চূড়ান্ত স্বাধীনতা।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড মোঃ নিজামুল হক ভূঁইয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল করিম শয়ন।