image

তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে: ইফতেখারুজ্জামান

রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, তরুণ প্রজন্মই ভবিষ্যতে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারবে, যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে। আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘দেশসেবা লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ১৪টি জনসেবামূলক প্রতিষ্ঠান ও ৫৪ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে সমাজে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়। ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণে জনগণ কর্তৃত্ববাদের পতন প্রত্যক্ষ করেছে, যেখানে জনগণের অর্থ আত্মসাৎ করে একটি শ্রেণি সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তিনি তরুণদের প্রতি আহ্বান জানান, তারা যেন দেশকে বৈষম্যহীন সমাজে পরিণত করতে এগিয়ে আসে।

অনুষ্ঠানে টেলিফোনে যুক্ত হয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তরুণেরা দক্ষতার সঙ্গে দেশের সংকট মোকাবিলা করছে। এ ধরনের সম্মাননা জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহমেদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মিজান রহমান।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি