সরকার মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার প্রক্রিয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। কোনোভাবেই এ ধরনের বিচার প্রক্রিয়া হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মাজার ও মন্দিরে হামলা কিংবা ব্যক্তিগত আক্রোশ থেকে সংঘটিত হামলার বিষয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে জনগণের হাতে তুলে না দিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিচার করার ওপর জোর দিয়েছেন তিনি।
এর আগে প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা মতবিনিময় সভায় তিনটি সুপারিশ তুলে ধরেন: (১) ধর্মকে ব্যবহার করে রাজনীতি বন্ধ করা, (২) শিক্ষাঙ্গনে ছাত্র-শিক্ষকদের রাজনীতি থেকে দূরে রাখা, (৩) মব জাস্টিস রোধ করা।
মাহফুজ আলম ধর্মকে ব্যবহার করে রাজনীতি বন্ধের বিষয়ে বলেন, শিক্ষার্থীরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা নিয়ে আপত্তি তুলেছেন। তবে এটি বাংলাদেশের সংবিধান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হওয়ায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধের প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি আলোচনা চলছে, যাতে দলীয় রাজনীতি ক্যাম্পাসে ফিরতে না পারে। তবে এ বিষয়ে সরকার এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেনি।
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
সরকার মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার প্রক্রিয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। কোনোভাবেই এ ধরনের বিচার প্রক্রিয়া হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মাজার ও মন্দিরে হামলা কিংবা ব্যক্তিগত আক্রোশ থেকে সংঘটিত হামলার বিষয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে জনগণের হাতে তুলে না দিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিচার করার ওপর জোর দিয়েছেন তিনি।
এর আগে প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা মতবিনিময় সভায় তিনটি সুপারিশ তুলে ধরেন: (১) ধর্মকে ব্যবহার করে রাজনীতি বন্ধ করা, (২) শিক্ষাঙ্গনে ছাত্র-শিক্ষকদের রাজনীতি থেকে দূরে রাখা, (৩) মব জাস্টিস রোধ করা।
মাহফুজ আলম ধর্মকে ব্যবহার করে রাজনীতি বন্ধের বিষয়ে বলেন, শিক্ষার্থীরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা নিয়ে আপত্তি তুলেছেন। তবে এটি বাংলাদেশের সংবিধান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হওয়ায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধের প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি আলোচনা চলছে, যাতে দলীয় রাজনীতি ক্যাম্পাসে ফিরতে না পারে। তবে এ বিষয়ে সরকার এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেনি।