আজ শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার পাশাপাশি একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, ফারজানা আক্তার, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত, তার পরিবারসহ ওই কোয়ার্টারে বসবাস করেন। সকালে কয়েকজন ডাকাত বাসায় প্রবেশ করে দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে। এরপর তারা ফারজানার শিশুসন্তানকে অপহরণ করে।
ফারজানার এক সহকর্মী, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান যে তিনি ঘটনাটি শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং জানতে পারেন যে শিশুটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশৈনু জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপহৃত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
আজ শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার পাশাপাশি একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, ফারজানা আক্তার, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত, তার পরিবারসহ ওই কোয়ার্টারে বসবাস করেন। সকালে কয়েকজন ডাকাত বাসায় প্রবেশ করে দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে। এরপর তারা ফারজানার শিশুসন্তানকে অপহরণ করে।
ফারজানার এক সহকর্মী, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান যে তিনি ঘটনাটি শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং জানতে পারেন যে শিশুটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশৈনু জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপহৃত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।