কোটা পদ্ধতি বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ
কোটা পদ্ধতি বাতিলসহ বিভিন্ন দাবিতে রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং মিরপুর সড়কের টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোয় তীব্র যানজট তৈরি হয়। এতে অফিস ফেরত মানুষ ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রাজীব গাইন জানান, ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে এবং অন্য একটি অংশ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। মিরপুর বিভাগের সহকারী কমিশনার বিমল চন্দ্র বর্মন জানান, বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবরোধ শুরু করেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একে একে এসব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান শুরু হয়। অবরোধের কারণে ঢাকার প্রবেশপথ গাবতলী থেকে কল্যাণপুর, শ্যামলী এবং মিরপুর রোডের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবি, তাদের প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কাছে আমাদের দাবি নিয়ে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের অপমান করেছেন। তার ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা সড়ক ছেড়ে দেব না।”
এ বিষয়ে অধ্যাপক মামুনের বক্তব্য জানতে চাওয়া হলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে শিক্ষার্থীরা দাবিতে অনড় থাকায় সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে।
কোটা পদ্ধতি বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ
রোববার, ২৬ জানুয়ারী ২০২৫
কোটা পদ্ধতি বাতিলসহ বিভিন্ন দাবিতে রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং মিরপুর সড়কের টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোয় তীব্র যানজট তৈরি হয়। এতে অফিস ফেরত মানুষ ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রাজীব গাইন জানান, ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে এবং অন্য একটি অংশ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। মিরপুর বিভাগের সহকারী কমিশনার বিমল চন্দ্র বর্মন জানান, বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবরোধ শুরু করেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একে একে এসব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান শুরু হয়। অবরোধের কারণে ঢাকার প্রবেশপথ গাবতলী থেকে কল্যাণপুর, শ্যামলী এবং মিরপুর রোডের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবি, তাদের প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কাছে আমাদের দাবি নিয়ে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের অপমান করেছেন। তার ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা সড়ক ছেড়ে দেব না।”
এ বিষয়ে অধ্যাপক মামুনের বক্তব্য জানতে চাওয়া হলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে শিক্ষার্থীরা দাবিতে অনড় থাকায় সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে।