তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজপথের পর এবার রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে রেললাইন অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন তাঁরা।
সোমবার বেলা সোয়া ৩টার দিকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ে যান। সেখানে থেকে অনশনরত শিক্ষার্থীদের হুইলচেয়ারে করে রেলক্রসিং এলাকায় নিয়ে আসা হয়।
মিছিলের নেতৃত্বে থাকা শিক্ষার্থী আলী আহমেদ বলেন, “প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে, নইলে আমরা রেললাইন ছাড়ব না।”
অবরোধের সময় শিক্ষার্থীরা লাল নিশানা দেখিয়ে একটি আসন্ন ট্রেন থামিয়ে দেন।
গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে আসছেন। সোমবার ছিল টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি।
এর আগে রোববার বিকেলে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়।”
তবে শিক্ষার্থীরা উপদেষ্টার এ বক্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে সংবাদ সম্মেলন করে সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি’ কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।
চলমান আন্দোলনে অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর মধ্যে ৬ জন আমরণ অনশন করছেন এবং ৪ জন গণ-অনশনে আছেন। এর মধ্যে ৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজপথের পর এবার রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে রেললাইন অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন তাঁরা।
সোমবার বেলা সোয়া ৩টার দিকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ে যান। সেখানে থেকে অনশনরত শিক্ষার্থীদের হুইলচেয়ারে করে রেলক্রসিং এলাকায় নিয়ে আসা হয়।
মিছিলের নেতৃত্বে থাকা শিক্ষার্থী আলী আহমেদ বলেন, “প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে, নইলে আমরা রেললাইন ছাড়ব না।”
অবরোধের সময় শিক্ষার্থীরা লাল নিশানা দেখিয়ে একটি আসন্ন ট্রেন থামিয়ে দেন।
গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে আসছেন। সোমবার ছিল টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি।
এর আগে রোববার বিকেলে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়।”
তবে শিক্ষার্থীরা উপদেষ্টার এ বক্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে সংবাদ সম্মেলন করে সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি’ কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।
চলমান আন্দোলনে অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর মধ্যে ৬ জন আমরণ অনশন করছেন এবং ৪ জন গণ-অনশনে আছেন। এর মধ্যে ৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।