ঢাকার ভাষানটেক এলাকায় আবুলের (বিআরপি) বস্তিতে বুধবার সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় এবং বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা। তবে বস্তির বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, একটি ঘরে আগুন লাগার পর তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সিরাজুলের পিঠ পুড়ে গেছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
বস্তির আরেক বাসিন্দা বন্যা আক্তার বলেন, “আমাদের পাশের বাসায় ধোঁয়া দেখে বুঝতে পারি আগুন লেগেছে। পরে আগুন ছড়িয়ে পড়ে।” অগ্নিকাণ্ডের সময় বস্তির লোকজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
বস্তির বাসিন্দা নুরুল ইসলাম জানান, তার একটি দোকান আছে বস্তিতে। ঘটনার সময় তিনি সিএনজি অটোরিকশা চালাতে বেরিয়েছিলেন এবং তার ছেলে কলেজে গিয়েছিল। দোকানে তার স্ত্রী ছিল। অগ্নিকাণ্ডের সময় কিছু লোক দোকানটি লুটপাট করেছে বলে তিনি অভিযোগ করেন।
ফায়ার সার্ভিসের জানান, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
ঢাকার ভাষানটেক এলাকায় আবুলের (বিআরপি) বস্তিতে বুধবার সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় এবং বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা। তবে বস্তির বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, একটি ঘরে আগুন লাগার পর তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সিরাজুলের পিঠ পুড়ে গেছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
বস্তির আরেক বাসিন্দা বন্যা আক্তার বলেন, “আমাদের পাশের বাসায় ধোঁয়া দেখে বুঝতে পারি আগুন লেগেছে। পরে আগুন ছড়িয়ে পড়ে।” অগ্নিকাণ্ডের সময় বস্তির লোকজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
বস্তির বাসিন্দা নুরুল ইসলাম জানান, তার একটি দোকান আছে বস্তিতে। ঘটনার সময় তিনি সিএনজি অটোরিকশা চালাতে বেরিয়েছিলেন এবং তার ছেলে কলেজে গিয়েছিল। দোকানে তার স্ত্রী ছিল। অগ্নিকাণ্ডের সময় কিছু লোক দোকানটি লুটপাট করেছে বলে তিনি অভিযোগ করেন।
ফায়ার সার্ভিসের জানান, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।