রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাতে জুতা কিনতে গিয়ে এক নারী হেনস্তার শিকার হয়েছেন। সোমবার বিকালে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই নারীকে চড়-থাপ্পড় মারছেন এবং তার হাত ধরে টানাটানি করছেন। এ সময় আশপাশের কিছু লোক ‘চোর চোর’ বলে চিৎকার করছিলেন।
ঘটনার বিষয়ে মিরপুর থানার ওসি সাজ্জাদ রুমন বলেন, “জুতা কেনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘটনাটি ঘটে। ওই নারী অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। পরে দুই পক্ষ বসে বিষয়টি মীমাংসা করে নেয়। ওই নারী তার অভিযোগ প্রত্যাহার করেছেন।”
তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি ঘটে যাওয়া হেনস্তার ঘটনার সঙ্গে একে তুলনা করছেন এবং ন্যায়বিচারের দাবি তুলছেন।
জ্যেষ্ঠ সাংবাদিক নাদিরা কিরণ তার ফেইসবুক পোস্টে লিখেছেন, “স্ট্রিট মার্কেটে জুতা কেনার দর কষাকষিতে বাগবিতণ্ডার এক পর্যায়ে নারী ক্রেতাকে চড়-থাপ্পড় মারা, গায়ে হাত দেওয়া পুরুষ বিক্রেতার সাথে তাল মিলাতে এল আরো কিছু পুরুষ। পরে ক্রেতাকে চোর বানানোরও চেষ্টা করে মবের সৃষ্টি করে সেই পুরুষেরা।”
এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানিয়েছে মিরপুর থানা।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাতে জুতা কিনতে গিয়ে এক নারী হেনস্তার শিকার হয়েছেন। সোমবার বিকালে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই নারীকে চড়-থাপ্পড় মারছেন এবং তার হাত ধরে টানাটানি করছেন। এ সময় আশপাশের কিছু লোক ‘চোর চোর’ বলে চিৎকার করছিলেন।
ঘটনার বিষয়ে মিরপুর থানার ওসি সাজ্জাদ রুমন বলেন, “জুতা কেনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘটনাটি ঘটে। ওই নারী অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। পরে দুই পক্ষ বসে বিষয়টি মীমাংসা করে নেয়। ওই নারী তার অভিযোগ প্রত্যাহার করেছেন।”
তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি ঘটে যাওয়া হেনস্তার ঘটনার সঙ্গে একে তুলনা করছেন এবং ন্যায়বিচারের দাবি তুলছেন।
জ্যেষ্ঠ সাংবাদিক নাদিরা কিরণ তার ফেইসবুক পোস্টে লিখেছেন, “স্ট্রিট মার্কেটে জুতা কেনার দর কষাকষিতে বাগবিতণ্ডার এক পর্যায়ে নারী ক্রেতাকে চড়-থাপ্পড় মারা, গায়ে হাত দেওয়া পুরুষ বিক্রেতার সাথে তাল মিলাতে এল আরো কিছু পুরুষ। পরে ক্রেতাকে চোর বানানোরও চেষ্টা করে মবের সৃষ্টি করে সেই পুরুষেরা।”
এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানিয়েছে মিরপুর থানা।